ETV Bharat / city

উৎসবের মরশুমে ICU-সহ অন‍্য ক্রিটিক্যাল কেয়ারের বেড বাড়ানোর আর্জি কমিশনের - coronavirus treatment

উৎসবের মরশুমে যাতে কোনও রোগীকে ফেরত পাঠানো না হয় তার জন্য বেড বৃদ্ধির আর্জি জানাল কমিশন । প্রয়োজনে সরকারের থেকে ঋণ নিতে পারে তারা ।

WBCERC urges to increase bed in ICU for corona patient
কোরোনা রোগীদের জন্য উৎসবের মরশুমে বেড বৃদ্ধির আর্জি স্বাস্থ্য কমিশনের
author img

By

Published : Nov 8, 2020, 7:58 AM IST

কলকাতা, 7 নভেম্বর: কোরোনার সম্ভাব্য পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাজ্যজুড়ে বেসরকারি হাসপাতালগুলিতে এবার বেড বাড়ানোর আর্জি জানাল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)। ICU সহ অন্য ক্রিটিক্যাল বিভাগের বেড বৃদ্ধির আবেদন জানানো হয়েছে । প্রয়োজনে সরকারের কাছ থেকে ঋণ নিয়ে বেসরকারি হাসপাতালগুলি যাতে বেড বাড়াতে পারে তার জন্য কমিশন মাধ্যম হিসেবে কাজ করতে রাজি ।

রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালের সঙ্গে শুক্রবার বৈঠকে বসেছিল স্বাস্থ্য কমিশন । শনিবার এই কমিশন জানায়, এবছর দুর্গাপুজোর সময় কোনও রোগীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ আসেনি । এর জন্য দুর্গাপুজোর আগে আর্জি জানায় কমিশন । বলা হয়, কোনও হাসপাতালে যদি বেড না থাকে তাহলে সংশ্লিষ্ট রোগীর জন্য অন্য কোনও হাসপাতালে যেন বেডের ব্যবস্থা করে দেওয়া হয় । কমিশনের আশঙ্কা, কালীপুজোর সময় উত্তর 24 পরগনার ছোটো একটি অংশে আমজনতাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে । এদিকে কার্তিক পুজো, জগদ্ধাত্রী পুজো হুগলি জেলা কেন্দ্রিক । এই দুই উৎসবের ক্ষেত্রেও জনসমাগম নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্বপূর্ণ । বারাসতে নামকরা বেসরকারি হাসপাতাল রয়েছে । যদিও হুগলির বাঁশবেড়িয়া, চুঁচুড়া এবং চন্দননগরে বেসরকারি হাসপাতলগুলিতে যাতে বেডের সমস্যা না হয় তা দেখা হচ্ছে । যেসব ক্ষেত্রে রোগীকে কলকাতায় নিয়ে আসতে হবে, সেক্ষেত্রেও যাতে বেড পেতে কোনও সমস্যা না হয় তাতে বিশেষ নজর রাখছে স্বাস্থ্য কমিশন ।

কমিশনের তরফে জানানো হয়েছে, কোরোনা রোগীদের জন্য সম্ভবত লেভেল ওয়ান এবং লেভেল টু-র ক্ষেত্রে বেড রয়েছে । যদি রোগীর সংখ্যা 10-20 বেড়ে যায়, তাহলেও বেড যথেষ্ট । কিন্তু, ক্রিটিক্যাল কেয়ার বিশেষ করে লেভেল থ্রি এবং লেভেল ফোর-এর কোরোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে বেড পাওয়ায় কিছু সমস্যা দেখা দিতে পারে । এই ধরনের সমস্যা দূর করার জন্য বেসরকারি হাসপাতালগুলিতে ICU সহ ক্রিটিক্যাল কেয়ারের অন্য বেড বাড়ানোর জন্য আর্জি জানিয়েছে কমিশন । কমিশনের চেয়ারপার্সন জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ্যোপাধ্যায় বলেন, "যদি মনে হয়, বেড বাড়ানোর আর কোনও সুযোগ নেই, তা হলে কিছু সংখ্যক জেনেরাল বেডকে ICU এবং অন্যান্য ক্রিটিক্যাল কেয়ারের বেডে কেন কনভার্ট করা হচ্ছে না?" এক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতালের অর্থনৈতিক বিষয়ও রয়েছে । কারণ, ICU সহ ক্রিটিক্যাল কেয়ারের অন্যান্য বেড বাড়ানোর জন্য অর্থের প্রয়োজন । এদিকে COVID-19-এর পর এই সব ক্রিটিক্যাল বেডের মধ্যে বহু সংখ্যক বেডের প্রয়োজন না-ও হতে পারে । এক্ষেত্রে, সাময়িক সময়ের জন্য ICU সহ ক্রিটিক্যাল কেয়ারের বিভিন্ন বেডের ব্যবস্থা করা যেতে পারে । এর পাশাপাশি কমিশনের চেয়ারপার্সন বলেন, "বেসরকারি হাসপাতালগুলি যাতে সরকারের কাছ থেকে ঋণ নিয়ে বেডের জন্য ভেন্টিলেটর সহ প্রয়োজনীয় চিকিৎসা-যন্ত্রের ব্যবস্থা করতে পারে তার জন্য সাহায্য করবে কমিশন ।"

কলকাতা, 7 নভেম্বর: কোরোনার সম্ভাব্য পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাজ্যজুড়ে বেসরকারি হাসপাতালগুলিতে এবার বেড বাড়ানোর আর্জি জানাল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC)। ICU সহ অন্য ক্রিটিক্যাল বিভাগের বেড বৃদ্ধির আবেদন জানানো হয়েছে । প্রয়োজনে সরকারের কাছ থেকে ঋণ নিয়ে বেসরকারি হাসপাতালগুলি যাতে বেড বাড়াতে পারে তার জন্য কমিশন মাধ্যম হিসেবে কাজ করতে রাজি ।

রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতালের সঙ্গে শুক্রবার বৈঠকে বসেছিল স্বাস্থ্য কমিশন । শনিবার এই কমিশন জানায়, এবছর দুর্গাপুজোর সময় কোনও রোগীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ আসেনি । এর জন্য দুর্গাপুজোর আগে আর্জি জানায় কমিশন । বলা হয়, কোনও হাসপাতালে যদি বেড না থাকে তাহলে সংশ্লিষ্ট রোগীর জন্য অন্য কোনও হাসপাতালে যেন বেডের ব্যবস্থা করে দেওয়া হয় । কমিশনের আশঙ্কা, কালীপুজোর সময় উত্তর 24 পরগনার ছোটো একটি অংশে আমজনতাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে । এদিকে কার্তিক পুজো, জগদ্ধাত্রী পুজো হুগলি জেলা কেন্দ্রিক । এই দুই উৎসবের ক্ষেত্রেও জনসমাগম নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্বপূর্ণ । বারাসতে নামকরা বেসরকারি হাসপাতাল রয়েছে । যদিও হুগলির বাঁশবেড়িয়া, চুঁচুড়া এবং চন্দননগরে বেসরকারি হাসপাতলগুলিতে যাতে বেডের সমস্যা না হয় তা দেখা হচ্ছে । যেসব ক্ষেত্রে রোগীকে কলকাতায় নিয়ে আসতে হবে, সেক্ষেত্রেও যাতে বেড পেতে কোনও সমস্যা না হয় তাতে বিশেষ নজর রাখছে স্বাস্থ্য কমিশন ।

কমিশনের তরফে জানানো হয়েছে, কোরোনা রোগীদের জন্য সম্ভবত লেভেল ওয়ান এবং লেভেল টু-র ক্ষেত্রে বেড রয়েছে । যদি রোগীর সংখ্যা 10-20 বেড়ে যায়, তাহলেও বেড যথেষ্ট । কিন্তু, ক্রিটিক্যাল কেয়ার বিশেষ করে লেভেল থ্রি এবং লেভেল ফোর-এর কোরোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে বেড পাওয়ায় কিছু সমস্যা দেখা দিতে পারে । এই ধরনের সমস্যা দূর করার জন্য বেসরকারি হাসপাতালগুলিতে ICU সহ ক্রিটিক্যাল কেয়ারের অন্য বেড বাড়ানোর জন্য আর্জি জানিয়েছে কমিশন । কমিশনের চেয়ারপার্সন জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ্যোপাধ্যায় বলেন, "যদি মনে হয়, বেড বাড়ানোর আর কোনও সুযোগ নেই, তা হলে কিছু সংখ্যক জেনেরাল বেডকে ICU এবং অন্যান্য ক্রিটিক্যাল কেয়ারের বেডে কেন কনভার্ট করা হচ্ছে না?" এক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতালের অর্থনৈতিক বিষয়ও রয়েছে । কারণ, ICU সহ ক্রিটিক্যাল কেয়ারের অন্যান্য বেড বাড়ানোর জন্য অর্থের প্রয়োজন । এদিকে COVID-19-এর পর এই সব ক্রিটিক্যাল বেডের মধ্যে বহু সংখ্যক বেডের প্রয়োজন না-ও হতে পারে । এক্ষেত্রে, সাময়িক সময়ের জন্য ICU সহ ক্রিটিক্যাল কেয়ারের বিভিন্ন বেডের ব্যবস্থা করা যেতে পারে । এর পাশাপাশি কমিশনের চেয়ারপার্সন বলেন, "বেসরকারি হাসপাতালগুলি যাতে সরকারের কাছ থেকে ঋণ নিয়ে বেডের জন্য ভেন্টিলেটর সহ প্রয়োজনীয় চিকিৎসা-যন্ত্রের ব্যবস্থা করতে পারে তার জন্য সাহায্য করবে কমিশন ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.