কলকাতা, 27 ফেব্রুয়ারি : অমিত শাহর সভার অনুমতি দেওয়া নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করল CPI(M) ও কংগ্রেস । সুজন চক্রবর্তী ও আবদুল মান্নান বলেন, বিরোধীরা এরাজ্যে সভা-সমাবেশের অনুমতি পায় না । অথচ BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সভার অনুমতি দেয় কলকাতা পুলিশ । এর থেকেই বোঝা যাচ্ছে তৃণমূলের সঙ্গে BJP-র গোপন আঁতাত রয়েছে ।
তৃণমূল যদি BJP-র বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলনে আন্তরিক হত তাহলে অমিত শাহর সভার অনুমতি দিত না বলে মন্তব্য করেন আবদুল মান্নান । বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আত্মরক্ষার জন্য অমিত শাহর সভার অনুমতি দিয়েছেন । না হলে চিটফান্ড কেলেঙ্কারিতে সমস্যায় পড়বেন মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ।"
তৃণমূলের সঙ্গে BJP-র সম্পর্কের প্রসঙ্গ এনে তিনি বলেন, "BJP এবং তৃণমূলের মধ্যে গট আপ গেম চলছে" । সুজন চক্রবর্তীর কথায়, "পিসি-ভাইপো বাঁচবার জন্য BJP-কে রেয়াত করছে । যখন রাজ্যে বিরোধী দলের সভা-সমাবেশের কোনও অনুমতি দেওয়া হয় না তখন অমিত শাহর সভার অনুমতি দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল মুখ্যমন্ত্রী আত্মরক্ষার জন্যই এই কাজ করছেন ।"