ETV Bharat / city

ইস্তাহার নিয়েও বিবাদ কংগ্রেসের অন্দরে

প্রদেশ নেতৃত্বের পাঠানো প্রার্থী তালিকা খারিজ করে দিয়েছে কংগ্রেস হাইকমান্ড ৷ আর এবার জটিলতা তৈরি হল দলের ইস্তাহার নিয়েও ৷ মান্নান-অধীর বিবাদে এখনও এ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি ৷ এ বিষয়ে যা জানাবার, জানাবে এআইসিসি, বললেন অধীরের গড়া ম্য়ানিফেস্টো কমিটির চেয়ারম্য়ান আবদুল মান্নান ৷

west bengal assembly election 2021_wb_kol_02_cong_isf_menifesto_copy_7203847
ইস্তেহার নিয়েও বিবাদ কংগ্রেসের অন্দরে
author img

By

Published : Mar 5, 2021, 7:50 PM IST

কলকাতা, 5 মার্চ: প্রার্থী তালিকা নিয়ে গরমিল তো ছিলই, এবার দ্বন্দ্ব শুরু হল ইস্তাহার প্রকাশ নিয়েও ৷ ভোট মরশুমে জোট গড়েও স্বস্তি নেই কংগ্রেস শিবিরে ৷ সূত্রের খবর, অধীররঞ্জন চৌধুরী বনাম আবদুল মান্নানের বিবাদের জেরেই জটিলতা বাড়ছে ইস্তেহার প্রকাশ নিয়ে ৷

প্রসঙ্গত, ইস্তাহার নিয়ে আলোচনা-সহ সংশ্লিষ্ট সমস্ত প্রক্রিয়াই যাতে নির্বিঘ্নে সারা যায়, তা নিশ্চিত করতে একটি ম্য়ানিফেস্টো কমিটি গড়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর ৷ সেই কমিটির মাথায় রাখা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানকে ৷ অথচ মান্নানের দাবি, ইস্তাহার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সর্বভারতীয় কংগ্রেস কমিটিই ৷ তাই এ নিয়ে কোনও মন্তব্য় করতে রাজি হননি তিনি ৷

আরও পড়ুন: ছন্নছাড়া প্রার্থী তালিকা ঘোষণা বামেদের

দলীয় সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ভোটে ইস্তাহার তৈরির ক্ষেত্রে মূলত কর্মসংস্থান ও শিল্পের উপর গুরুত্ব দিতে চাইছে কংগ্রেস ৷ এমনকি, এ নিয়ে জোট শরিক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) সঙ্গেও বেশ কয়েক দফা আলোচনা হয়েছে তাদের ৷ কিন্তু তারপরও এ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি ৷ এর ফলে ভোটের ময়দানে বাকি সকলের থেকে তারা যে অনেকটাই পিছিয়ে পড়েছেন, তা মানছেন দলের নেতাকর্মীরাই ৷

কলকাতা, 5 মার্চ: প্রার্থী তালিকা নিয়ে গরমিল তো ছিলই, এবার দ্বন্দ্ব শুরু হল ইস্তাহার প্রকাশ নিয়েও ৷ ভোট মরশুমে জোট গড়েও স্বস্তি নেই কংগ্রেস শিবিরে ৷ সূত্রের খবর, অধীররঞ্জন চৌধুরী বনাম আবদুল মান্নানের বিবাদের জেরেই জটিলতা বাড়ছে ইস্তেহার প্রকাশ নিয়ে ৷

প্রসঙ্গত, ইস্তাহার নিয়ে আলোচনা-সহ সংশ্লিষ্ট সমস্ত প্রক্রিয়াই যাতে নির্বিঘ্নে সারা যায়, তা নিশ্চিত করতে একটি ম্য়ানিফেস্টো কমিটি গড়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর ৷ সেই কমিটির মাথায় রাখা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানকে ৷ অথচ মান্নানের দাবি, ইস্তাহার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সর্বভারতীয় কংগ্রেস কমিটিই ৷ তাই এ নিয়ে কোনও মন্তব্য় করতে রাজি হননি তিনি ৷

আরও পড়ুন: ছন্নছাড়া প্রার্থী তালিকা ঘোষণা বামেদের

দলীয় সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ভোটে ইস্তাহার তৈরির ক্ষেত্রে মূলত কর্মসংস্থান ও শিল্পের উপর গুরুত্ব দিতে চাইছে কংগ্রেস ৷ এমনকি, এ নিয়ে জোট শরিক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) সঙ্গেও বেশ কয়েক দফা আলোচনা হয়েছে তাদের ৷ কিন্তু তারপরও এ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি ৷ এর ফলে ভোটের ময়দানে বাকি সকলের থেকে তারা যে অনেকটাই পিছিয়ে পড়েছেন, তা মানছেন দলের নেতাকর্মীরাই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.