ETV Bharat / city

Bikini Controversy: ইনস্টায় বিকিনি পরা ছবি দেওয়ায় চাকরি গেল অধ্যাপিকার - St Xaviers University professor alleged she terminated from job due to Bikini picture Controversy

ইনস্টাগ্রামে বিকিনি পরা ছবি দিয়ে বিপাকে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা (Xavier Bikini Controversy) ৷ খোয়াতে হল চাকরি ৷ তবে আইনি লড়াই লড়বেন বলে জানিয়েছেন ওই অধ্যাপিকা ৷ এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Xavier Bikini Controversy
Xavier Bikini Controversy
author img

By

Published : Aug 10, 2022, 8:21 PM IST

কলকাতা, 10 অগস্ট: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আধুনিকতার জোয়ারে ভাসছে মানুষ ৷ পোশাক থেকে পেশায় এসেছে পরিবর্তন ৷ আধুনিকতার আঁচ আজ সব জায়গায় ৷ কিন্তু রুচি ভাবনা সত্যিই কি আধুনিক হয়েছে ?

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের (St. Xavier's University) ঘটনা এই প্রশ্নই যেন আরও একবার তুলে ধরল । বিকিনি পরে ইনস্টাগ্রামে ছবি দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা ৷ আর সেটাই হয়েছিল তাঁর অপরাধ ! অধ্যাপিকার অভিযোগ, এই কারণেই চাকরি থেকে বরখাস্ত হতে হল তাঁকে ।

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপিকার অভিযোগ, সোশ্যাল মিডিয়াতে তিনি নিজের ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত শেয়ার করেছিলেন । তবে এই সবই তাঁর চাকরি জীবনের আগে । কিন্তু সেই আনন্দ মুহূর্তই অধ্যাপিকার জীবনে বাধা হয়ে দাঁড়াল 2021 অক্টোবর মাসে । আচমকাই স্কুলের কর্তৃপক্ষের তরফ থেকে তাঁকে জানানো হয়, সম্প্রতি এক ছাত্রের বাবা অভিযোগ তুলেছেন এই ঘটনাকে কেন্দ্র করে । এমনকী তিনি অভিযোগ তুলে ওই শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর করারও পরিকল্পনা নেয় । আর তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপিকাকে নিজে থেকেই পদত্যাগ করতে বলেন (St Xaviers University professor alleged she terminated from job due to Bikini picture Controversy) ।

অধ্যাপিকার বক্তব্য

তবে এই বিষয়ে কর্তৃপক্ষ তরফ থেকে কিছু জানা যায়নি । অধ্যাপিকা বলেন, "আইনি লড়াই লড়ব। আমার মতে ক্লাস নেওয়ার সময় আমি কোনরকম রুচিহীন আচরণ প্রকাশ করিনি । বরং আমার ছবি কোন ছাত্র বা ছাত্রের অভিভাবক যদি ভাইরাল করে, তবে সেটা দণ্ডনীয় অপরাধ ।"

St Xaviers University professor alleged she terminated from job due to Bikini picture Controversy
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া চিঠি

আরও পড়ুন: চাদরে ঋতুস্রাবের দাগ ! অধ্যাপিকাকে 'জরিমানা' হোটেলের

প্রসঙ্গত, এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে একটি চিঠি ভাইরাল হয় । চিঠিটি লিখেছেন বিকে মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি । চিঠির বয়ান বলছে, 'আমার ছেলে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকার বিকিনি পরা ছবি দেখছিল । ছবিগুলি অত্যন্ত কুরুচিকর, অশ্লীল, প্রায় নগ্ন বললেই চলে । ছবিগুলিতে শিক্ষিকা যৌন উত্তেজনামূলক পোশাক পরে রয়েছেন । শিক্ষিকার অন্তর্বাস পরা ছবি ছেলে দেখছে, বাবা হিসাবে আমার কাছে ভীষণ লজ্জার এই দৃশ্য । একজন 18 বছরের ছেলে তাঁর অধ্যাপিকার স্বল্পাবাসের ছবি দেখছে, তাও আবার প্রকাশ্যে পাবলিক প্ল্যাটফর্মে, এটি অত্যন্ত নিকৃষ্টমাণ ও লজ্জাজনক ঘটনা ।"

কলকাতা, 10 অগস্ট: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আধুনিকতার জোয়ারে ভাসছে মানুষ ৷ পোশাক থেকে পেশায় এসেছে পরিবর্তন ৷ আধুনিকতার আঁচ আজ সব জায়গায় ৷ কিন্তু রুচি ভাবনা সত্যিই কি আধুনিক হয়েছে ?

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের (St. Xavier's University) ঘটনা এই প্রশ্নই যেন আরও একবার তুলে ধরল । বিকিনি পরে ইনস্টাগ্রামে ছবি দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা ৷ আর সেটাই হয়েছিল তাঁর অপরাধ ! অধ্যাপিকার অভিযোগ, এই কারণেই চাকরি থেকে বরখাস্ত হতে হল তাঁকে ।

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপিকার অভিযোগ, সোশ্যাল মিডিয়াতে তিনি নিজের ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত শেয়ার করেছিলেন । তবে এই সবই তাঁর চাকরি জীবনের আগে । কিন্তু সেই আনন্দ মুহূর্তই অধ্যাপিকার জীবনে বাধা হয়ে দাঁড়াল 2021 অক্টোবর মাসে । আচমকাই স্কুলের কর্তৃপক্ষের তরফ থেকে তাঁকে জানানো হয়, সম্প্রতি এক ছাত্রের বাবা অভিযোগ তুলেছেন এই ঘটনাকে কেন্দ্র করে । এমনকী তিনি অভিযোগ তুলে ওই শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর করারও পরিকল্পনা নেয় । আর তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপিকাকে নিজে থেকেই পদত্যাগ করতে বলেন (St Xaviers University professor alleged she terminated from job due to Bikini picture Controversy) ।

অধ্যাপিকার বক্তব্য

তবে এই বিষয়ে কর্তৃপক্ষ তরফ থেকে কিছু জানা যায়নি । অধ্যাপিকা বলেন, "আইনি লড়াই লড়ব। আমার মতে ক্লাস নেওয়ার সময় আমি কোনরকম রুচিহীন আচরণ প্রকাশ করিনি । বরং আমার ছবি কোন ছাত্র বা ছাত্রের অভিভাবক যদি ভাইরাল করে, তবে সেটা দণ্ডনীয় অপরাধ ।"

St Xaviers University professor alleged she terminated from job due to Bikini picture Controversy
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া চিঠি

আরও পড়ুন: চাদরে ঋতুস্রাবের দাগ ! অধ্যাপিকাকে 'জরিমানা' হোটেলের

প্রসঙ্গত, এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতে একটি চিঠি ভাইরাল হয় । চিঠিটি লিখেছেন বিকে মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি । চিঠির বয়ান বলছে, 'আমার ছেলে বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকার বিকিনি পরা ছবি দেখছিল । ছবিগুলি অত্যন্ত কুরুচিকর, অশ্লীল, প্রায় নগ্ন বললেই চলে । ছবিগুলিতে শিক্ষিকা যৌন উত্তেজনামূলক পোশাক পরে রয়েছেন । শিক্ষিকার অন্তর্বাস পরা ছবি ছেলে দেখছে, বাবা হিসাবে আমার কাছে ভীষণ লজ্জার এই দৃশ্য । একজন 18 বছরের ছেলে তাঁর অধ্যাপিকার স্বল্পাবাসের ছবি দেখছে, তাও আবার প্রকাশ্যে পাবলিক প্ল্যাটফর্মে, এটি অত্যন্ত নিকৃষ্টমাণ ও লজ্জাজনক ঘটনা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.