ETV Bharat / city

SSC recruitment scam: ডাটা রুম সিবিআই-এর হাতে বলে হাইকোর্টকে তথ্য দিতে সমস্যা, দাবি সিদ্ধার্থ মজুমদারের - স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান

ডাটা রুম সিবিআই-এর হাতে থাকায় হাইকোর্টকে তথ্য দিতে সমস্যা হচ্ছে (Chairman Siddhartha Majumder appears in Calcutta HC)৷ আদালতে হাজিরা দিয়ে এ কথা জানালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার (SSC Chairman Siddhartha Majumder)৷

SSC recruitment scam: Chairman Siddhartha Majumder appears in Calcutta HC
ডাটা রুম সিবিআই-এর হাতে বলে হাইকোর্টকে তথ্য দিতে সমস্যা হচ্ছে, দাবি সিদ্ধার্থ মজুমদারের
author img

By

Published : Jun 24, 2022, 1:23 PM IST

কলকাতা, 24 জুন: ডাটা রুম সিবিআই-এর হাতে, হাইকোর্টকে তথ্য দিতে সমস্যা হচ্ছে (SSC Chairman Siddhartha Majumder)৷ আদালতে এ কথা জানালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ৷ একটি মামলার শুনানিতে হাজির হয়ে তিনি জানালেন স্কুল সার্ভিস কমিশনের ডাটা রুম সিবিআইয়ের হাতে, সেই কারণে তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না আদালতে (Chairman Siddhartha Majumder appears in Calcutta HC)।

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আজ আদালতে এসে জানান, হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের ডাটা রুম আপাতত সিবিআই-এর হেফাজতে । হার্ড ডিস্ক বের করে নেওয়া হয়েছে (SSC recruitment scam)। কম্পিউটার প্রোসেসিং করতে হবে পুনরায় । ফলে এই পরিস্থিতিতে তাঁদের পক্ষে কিছু জানানো সম্ভব নয় ।

বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, দুটো বেঞ্চ আলাদা আলাদা নির্দেশ দিলে সমস্যা সবারই । সেই কারণে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে এই মামলার শুনানি । বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে কী হয় তা দেখে মামলাকারীকে তা ফের উল্লেখ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি । সেই মতো শুনানি হবে মামলার ।

আরও পড়ুন: SSC Recruitment Scam : এসএসসি দুর্নীতি তদন্তে বাগ কমিটির হাতে থাকা নথি সিবিআই'কে হস্তান্তরের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

2016 সালের ভূগোল, বাংলা, সংস্কৃত-সহ অন্যান্য বিষয়ে র‍্যাঙ্কে নিচের দিকে থাকা প্রার্থীদের চাকরি দেওয়ার অভিযোগে তন্ময় সিনহা-সহ অন্যান্যরা মামলা করেন । লোয়ার র‍্যাঙ্ক থেকে কী করে নিযুক্ত হয়েছে তা জানতে 7 জুন স্কুল সার্ভিস কমিশনকে একটা রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ।

গত পরশু স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, আপাতত কমিশনের ডেটা রুম রয়েছে সিবিআই-এর হাতে । সেই কারণে কমিশন কিছু করতে পারেনি ।
তখন বিচারপতি মান্থা জানতে চান, স্কুল সার্ভিস কমিশন সিবিআই-এর কাছে ডাটারুম ব্যবহারের কোনও আবেদন করেছিল কি না । কিন্তু কমিশন এ ব্যাপারে সদুত্তর না দেওয়ায় বিচারপতি আজ চেয়ারম্যানকে তলব করছিলেন ।

কলকাতা, 24 জুন: ডাটা রুম সিবিআই-এর হাতে, হাইকোর্টকে তথ্য দিতে সমস্যা হচ্ছে (SSC Chairman Siddhartha Majumder)৷ আদালতে এ কথা জানালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ৷ একটি মামলার শুনানিতে হাজির হয়ে তিনি জানালেন স্কুল সার্ভিস কমিশনের ডাটা রুম সিবিআইয়ের হাতে, সেই কারণে তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না আদালতে (Chairman Siddhartha Majumder appears in Calcutta HC)।

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আজ আদালতে এসে জানান, হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের ডাটা রুম আপাতত সিবিআই-এর হেফাজতে । হার্ড ডিস্ক বের করে নেওয়া হয়েছে (SSC recruitment scam)। কম্পিউটার প্রোসেসিং করতে হবে পুনরায় । ফলে এই পরিস্থিতিতে তাঁদের পক্ষে কিছু জানানো সম্ভব নয় ।

বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, দুটো বেঞ্চ আলাদা আলাদা নির্দেশ দিলে সমস্যা সবারই । সেই কারণে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে এই মামলার শুনানি । বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে কী হয় তা দেখে মামলাকারীকে তা ফের উল্লেখ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি । সেই মতো শুনানি হবে মামলার ।

আরও পড়ুন: SSC Recruitment Scam : এসএসসি দুর্নীতি তদন্তে বাগ কমিটির হাতে থাকা নথি সিবিআই'কে হস্তান্তরের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

2016 সালের ভূগোল, বাংলা, সংস্কৃত-সহ অন্যান্য বিষয়ে র‍্যাঙ্কে নিচের দিকে থাকা প্রার্থীদের চাকরি দেওয়ার অভিযোগে তন্ময় সিনহা-সহ অন্যান্যরা মামলা করেন । লোয়ার র‍্যাঙ্ক থেকে কী করে নিযুক্ত হয়েছে তা জানতে 7 জুন স্কুল সার্ভিস কমিশনকে একটা রিপোর্ট পেশ করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ।

গত পরশু স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, আপাতত কমিশনের ডেটা রুম রয়েছে সিবিআই-এর হাতে । সেই কারণে কমিশন কিছু করতে পারেনি ।
তখন বিচারপতি মান্থা জানতে চান, স্কুল সার্ভিস কমিশন সিবিআই-এর কাছে ডাটারুম ব্যবহারের কোনও আবেদন করেছিল কি না । কিন্তু কমিশন এ ব্যাপারে সদুত্তর না দেওয়ায় বিচারপতি আজ চেয়ারম্যানকে তলব করছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.