কলকাতা, 5 অগস্ট: এসএসসি নিয়োগ দুর্নীতি-কাণ্ডে এ বার ইডির নজরে পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে এবং জামাই ৷ পার্থর মেয়ে সোহিনী ভট্টাচার্য এবং জামাই কল্যাণময় ভট্টাচার্যও এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে অনুমান করছে কেন্দ্রীয় সংস্থা ৷ তাই এ বার তাঁদেরও তদন্তে সহযোগিতা করতে অনুরোধ ইডি-র (ED Email to Daughter and Son-in-Law of Partha Chatterjee to Return Kolkata) ৷ সেইমতো তাঁদের কলকাতায় আসার অনুরোধ করে, ই-মেল করল তদন্তকারীরা ৷ যদিও, সেই মেলের কোনও জবাব ইডি আধিকারিকরা পাননি বলেই জানা গিয়েছে ৷
এসএসসি নিয়োগ দুর্নীতিতে (SSC Corruption Case) পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করার পর একাধিক তথ্য ইডির হাতে এসেছে ৷ যেখানে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মেয়ে ও জামাইয়ের নাম উঠে এসেছে ৷ পার্থর বাড়ি থেকে যে নথি এবং কম্পিউটার হার্ডডিস্ক ইডি বাজেয়াপ্ত করেছে, সেখানে মেয়ে সোহিনী ভট্টাচার্য এবং জামাই কল্যাণময় ভট্টাচার্যের নাম বেশ কিছু বিষয়ে উঠে আসছে বলে ইডি সূত্রে খবর ৷
জানা গিয়েছে, সোহিনী এবং কল্যাণময়কে একাধিকবার ইডি আধিকারিকরা ফোন করেছিলেন ৷ কিন্তু তাঁরা ফোন ধরেননি বলে অভিযোগ ৷ তারপর বাধ্য হয়েই তাঁদের ই-মেল করা হয়েছে ৷ কিন্তু, সেই ই-মেলের জবাবও পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে এবং জামাই দেননি বলে সিজিও কমপ্লেক্সের ইডি দফতর সূত্রে খবর ৷ প্রসঙ্গত, সোহিনী এবং তাঁর স্বামীর কল্যাণময় ভট্টাচার্যের সঙ্গে নিউ ইয়র্কে থাকেন ৷
আরও পড়ুন: কলেজ- বিশ্ববিদ্যালয়ের নিয়োগেও দুর্নীতি করেছেন পার্থ, বিস্ফোরক দাবি বৈশাখীর
ইডি সূত্রে খবর, কলকাতায় পার্থ তাঁর জামাই এবং মেয়ের নামে বেশ কিছু সম্পত্তি কিনে রেখেছেন ৷ সেই সম্পত্তির উৎস এবং তাঁরা সেনিয়ে কী জানেন, এমন সব প্রশ্নের জবাব ইডি আধিকারিকরা খুঁজছেন ৷ সম্প্রতি ইডির আধিকারিকরা পার্থ ও অর্পিতার নামে শান্তিনিকেতনে কেনা একাধিক বাংলোতে তল্লাশি চালিয়েছেন ৷ তাছাড়াও, কলকাতায় একাধিক ফ্ল্যাট এবং দামি গয়না বাজেয়াপ্ত করেছে ইডি ৷ তদন্তকারী সংস্থার আধিকারিকরা মনে করছেন, এই বিপুল পরিমাণ সম্পত্তি শুধুমাত্র এসএসসি নিয়োগ দুর্নীতির টাকায় কেনা নয় ৷ এর পিছনে আরও বড় কোনও বে-আইনি আয় ছিল পার্থ চট্টোপাধ্যায়ের ৷ ইডি সূত্রে খবর, তদন্তকারীদের সন্দেহ কলেজে ভর্তির ক্ষেত্রেও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী টাকা নিয়েছেন ৷ এই সম্পত্তিগুলি সেই টাকা দিয়েই কেনা হয়েছে বলে অনুমান তদন্তকারীদের ৷