কলকাতা, 2 ডিসেম্বর : পদত্যাগী সচিব সৃঞ্জয় বসুর জায়গায় মোহনবাগান ক্লাবের সচিবের কার্যভার সামলাবেন সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় । বৃহস্পতিবার বিকেলে ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে সৃঞ্জয় বসুর পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় (Mohun Bagan accepts resignation from Srinjoy Bose) । 48 ঘণ্টা আগে আকস্মিকভাবেই ব্যক্তিগত কারণে মোহনবাগানের সচিব পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন সৃঞ্জয় ৷
বৃহস্পতিবার কার্যকরী কমিটির বৈঠকে বসার আগে অর্থসচিব দেবাশিস দত্ত পদত্যাগের বিষয়টি নিয়ে সৃঞ্জয় বসু এবং ক্লাব সভাপতি স্বপনসাধন বসুর সঙ্গে কথা বলেন । কেউই বিষয়টি নিয়ে জলঘোলা করতে রাজি নন । সৃঞ্জয় নিজেও বিষয়টি নিয়ে আলোচনার বিরুদ্ধে ছিলেন । এরপর বৃহস্পতিবারের বৈঠকের পর সভাপতি অরূপ রায় তাঁর পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্তের কথা জানান । মোহনবাগানে আগামী দু'মাসের মধ্যে প্রশাসনিক নির্বাচন । তাই নতুন সচিব বেছে নেওয়া নয়, বদলে সহ-সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় দায়িত্ব সামলাবেন । শুধু মোহনবাগানের সচিব পদ নয়, সৃঞ্জয় বসু এটিকে মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন । তাঁর জায়গায় সৌমিক বসু প্রতিনিধিত্ব করবেন । সহ-সভাপতি সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে ক্লাবের সহ-সভাপতি হলেন সৌমিক বসু ।
সৃঞ্জয় বসুর পদত্যাগ গ্রহণের পর নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু হয়ে গেল । পাঁচ সদস্যের কমিটি নির্বাচন সংগঠনের দায়িত্ব সামলাবেন । তবে এইদিনের বৈঠকে উল্লেখযোগ্য হল ফুটবল সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়ের না থাকা । কারণ স্বপন বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মোহনবাগানের বর্তমান কর্মসমিতির কাজ নিয়ে সমালোচনা করেছেন । এমনকি কলকাতার রাস্তায় সমালোচনামূলক হোর্ডিংও দিয়েছিলেন । তাই তাঁর অনুপস্থিতি বৃহস্পতিবারের বৈঠক নতুন অঙ্কের জন্ম দিল গোষ্ঠ পাল সরণিতে ।
আরও পড়ুন : মোহনবাগান-ইস্টবেঙ্গল থাকলেই জোট শক্তিশালী হবে : সৃঞ্জয় বসু