92 জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) । এই পদের জন্য অনলাইনে আবেদন করা যাবে 8 অক্টোবর পর্যন্ত ।
1. ডেপুটি ম্যানেজার (সিকিউরিটি)
শূন্যপদ: 28
যোগ্যতা : গ্র্যাজুয়েট
2. ম্যানেজার (রিটেল প্রোডাক্টস)
শূন্যপদ : 5
যোগ্যতা : MBA/PGDM/টেকনোলজি/কম্পিউটার/কম্পিউটার সায়েন্স/ইলেক্ট্রনিকস/ইলেক্ট্রিকালে B.Tech
3. ডেটা ট্রেইনার
শূন্যপদ : 1
যোগ্যতা : CS/IT-তে B.E/B.Tech
4. ডেটা ট্রান্সলেটর
শূন্যপদ : 1
যোগ্যতা : CS/IT-তে B.E/B.Tech
IIT/NIT থেকে উত্তীর্ণ হতে হবে ।
5. সিনিয়র কনসালটেন্ট অ্যানালিস্ট
শূন্যপদ : 1
যোগ্যতা : CS/IT-তে B.Tech
6. অ্যাসিস্ট্যান্ট জেনেরাল ম্যানেজার
শূন্যপদ : 1
যোগ্যতা : B.E/B.Tech/MCA
7. পোস্ট ডক্টোরাল রিসার্চ ফেলোশিপ
শূন্যপদ : 5
যোগ্যতা : ব্যাঙ্কিং/ ফিনান্স/IT/অর্থনীতিতে Ph.D
8. ডেটা প্রোটেকশন অফিসার
শূন্যপদ : 1
যোগ্যতা : গ্র্যাজুয়েট
9. ডেপুটি ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট)
শূন্যপদ: 11
যোগ্যতা : কম্পিউটার সায়েন্স/IT/ডেটা সায়েন্সে B.Tech/M.Tech
10. ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট)
শূন্যপদ: 11
যোগ্যতা : কম্পিউটার সায়েন্স/IT/ডেটা সায়েন্সে B.Tech/M.Tech
11. ডেপুটি ম্যানেজার (সিস্টেম অফিসার)
শূন্যপদ: 5
যোগ্যতা : কম্পিউটার সায়েন্স/IT/ডেটা সায়েন্সে B.Tech/M.Tech
12. রিক্স স্পেশালিস্ট
শূন্যপদ : 19
যোগ্যতা : CA/CFA/MBA/PGDM
13. পোর্টফোলিও ম্যানেজার স্পেশালিস্ট
শূন্যপদ : 3
যোগ্যতা : CA/CFA/MBA/PGDM
প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে, তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ।
আবেদনের ফি: তিনটি বিজ্ঞপ্তির ক্ষেত্রেই আবেদনের ফি ৭৫০ টাকা । অনলাইন পেমেন্টের দ্বারা এই ফি জমা দিতে হবে ।
আবেদনের পদ্ধতি: www.bank.sbi/web/careers অথবা www.sbi.co.in/careers ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে । বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে । অনলাইনে আবেদন করা যাবে আগামী 8 অক্টোবর পর্যন্ত।
গুরুত্বপূর্ণ তারিখ :
অনলাইনে আবেদন গ্রহণ শুরু : 18/09/2020
অনলাইনে আবেদন গ্রহণ শেষ হবে : 08/10/2020
চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।