কলকাতা, 5 অগস্ট: স্বাধীনতার 75 বছর পূর্তি (75th Year of Independence Day of India) উপলক্ষে দেশজুড়ে 'আজাদি কা অমৃত মহোৎসব' (Azadi Ka Amrit Mahotsav) পালন করছে কেন্দ্রীয় সরকার ৷ সেই কর্মসূচিতে সামিল হল ডাক বিভাগ ৷ 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর আওতাতেই 'হর ঘর তিরঙ্গা' বা 'প্রতি ঘরে তেরঙ্গা' উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে ৷ কেন্দ্রের এই প্রচেষ্টার সঙ্গে জুড়ে গেল ডাক বিভাগ ৷ জাতীয় পতাকা সম্পর্কে আমজনতাকে সচেতন করতে কলকাতার ঐতিহ্য ট্রামের সাহায্য নিচ্ছে তারা ৷ স্থির করা হয়েছে, জাতীয় পতাকা দিয়ে সুসজ্জিত একটি ট্রাম ঘোরানো হবে শহরের নানা প্রান্তে ৷
মধ্য কলকাতা ডাক বিভাগের তরফ থেকে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট রঞ্জিত হালদার জানিয়েছেন, এই কর্মসূচিতে সামিল হতে পেরে তাঁরা অত্যন্ত খুশি ৷ শুক্রবার একটি ট্রামকে জাতীয় পতাকা দিয়ে সাজানো হয় ৷ শনিবার থেকে এই ট্রামটিই এসপ্ল্যানেড ডিপো থেকে বেরিয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে পৌঁছবে গড়িয়াহাট ডিপোয় ৷ তারপর আবার ফিরে যাবে এসপ্ল্যানেডে ৷ শনিবার বেলা 11টায় সফর শুরু হবে এই স্পেশাল ট্রামের ৷
আরও পড়ুন: Azadi Ka Amrit Mahotsav: আরপিএফ-এর ব্য়ান্ডের সুরের মূর্ছনায় ভাসল আসানসোল স্টেশন চত্বর
রঞ্জিত মনে করেন, প্রতি ঘরে জাতীয় পতাকা থাকা উচিত ৷ তাতে জাতীয়তা বোধের ভাবনা বাড়ে ৷ প্রসঙ্গত, এ বারই প্রথম এই ধরনের কোনও কর্মসূচিতে সামিল হল মধ্য কলকাতা ডাক বিভাগ ৷ সুসজ্জিত এই ট্রাম থেকে জাতীয় পতাকা বিক্রিরও বন্দোবস্ত করা হয়েছে ৷ এক-একটি জাতীয় পতাকার দাম রাখা হয়েছে 25 টাকা ৷ যে কেউ এই দামে যতগুলি খুশি তেরঙা কিনতে পারবেন ৷
প্রসঙ্গত, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর 'মন কি বাত' অনুষ্ঠানে জানিয়েছেন, 'আজাদি কা অমৃত মহোৎসব' সারা দেশে 'গণ-আন্দোলন'-এর রূপ নিয়েছে ৷ দেশের নানা প্রান্তে সমাজের সকলস্তরের মানুষ কোনও না কোনওভাবে এই কর্মসূচির সঙ্গে সামিল হয়েছেন বলে দাবি প্রধানমন্ত্রীর ৷ কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের অধীনস্ত বিভিন্ন সংস্থার তরফ থেকে 'আজাদি কা অমৃত মহোৎসব' উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷
শুক্রবার এসপ্ল্যানেড ট্রাম ডিপোয় এই উপলক্ষে ছিল উৎসবের মেজাজ ৷ ডাক বিভাগের কর্মী ও আধিকারিকরা সেখানে উপস্থিত হয়েছিলেন ৷ ছিলেন ট্রাম সংস্থার কর্মীরাও ৷ সকলেই হাতে জাতীয় পতাকা নিয়ে ট্রামের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন ৷ ডাক বিভাগের আশা, তাদের এই উদ্যোগে সানন্দে সামিল হবে আমজনতা ৷