ETV Bharat / city

STF to Deal With Maoists : মাও মোকাবিলার দায়িত্ব এবার রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সকে - para-military

মাও সমস্যাকে মেটানোর জন্য প্রস্তুত করা হচ্ছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জওয়ানদের (STF to Deal With Maoists) ৷ ভবানী ভবন সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে উচ্চপদস্থ পুলিশকর্তাদের একটি বৈঠক হয়েছে । মূলত রাজ্যের মাওবাদী সমস্যা মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে চলেছে এসটিএফের জওয়ানরা ।

Special task force jawans of state police being prepared to deal with Maoist
ভবানী ভবন
author img

By

Published : Apr 28, 2022, 9:27 PM IST

কলকাতা, 28 এপ্রিল : রাজ্যে ক্রমেই মাথাচাড়া দিয়ে উঠছে মাওবাদী সমস্যা । প্রায় প্রতিদিনই জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় চিহ্নিতকরণ করে একাধিক রাজনৈতিক ব্যক্তির উদ্দেশ্যে পোস্টার পড়ছে । এই মাওবাদী সমস্যাকে গোড়া থেকেই মোকাবিলা করতে এবার তৎপর হচ্ছে রাজ্য পুলিশ (Special task force jawans of state police being prepared to deal with Maoists)।

ভবানী ভবন সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে উচ্চপদস্থ পুলিশকর্তাদের একটি বৈঠক হয়েছে । মূলত রাজ্যের মাওবাদী সমস্যা মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে চলেছে এসটিএফের জওয়ানরা ।

আবার জঙ্গলমহলে মাওবাদী সমস্যা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে রাজ্যে । যার জন্য কপালে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য প্রশাসনের । যাতে মাওবাদী সমস্যা রাজ্য সরকারের বাহিনী দিয়েই মেটানো সম্ভব হয় তার জন্য প্রস্তুত হচ্ছে ভবানী ভবন । জানা গিয়েছে, জঙ্গলে দিনের পর দিন কীভাবে দিন কাটাতে হয়, কীভাবে গাছের উপর থেকে শত্রুপক্ষের ওপর নজর রাখতে হয়, তাছাড়াও বিনা হাতিয়ারে কীভাবে শত্রুপক্ষকে একেবারে ধুলিস্যাৎ করে দেওয়া যায়, তাতে সিদ্ধহস্ত প্যারা মিলিটারি ফোর্স ৷ আর সেই প্যারা মিলিটারি ফোর্সের কায়দায় এবার গড়ে তোলা হচ্ছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের প্রতিটি জওয়ানকে ।

আধুনিক আগ্নেয়াস্ত্র চালানো থেকে শুরু করে বিনা হাতিয়ারে শত্রুপক্ষের সঙ্গে লড়াই, একেবারে প্যারা মিলিটারি ট্রেনিং দেওয়া হয় এসটিএফের জওয়ানদের । আলিপুর বডিগার্ডস লাইন্সে দেওয়া হয় এই বিশেষ প্রশিক্ষণ । প্রয়োজনে অন্যান্য প্যারা মিলিটারি (para-military) ফোর্সের সঙ্গে ভিন রাজ্যে গিয়ে নাশকতামূলক ষড়যন্ত্র রুখে দেওয়া এবং যাতে জঙ্গলে দিন কাটাতে পারে, তাই এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এসটিএফের জওয়ানদের (STF to Deal With Maoists)।

প্রসঙ্গত, অতিসম্প্রতি নিউটাউনের সাপুরজি কমপ্লেক্সে ভিন রাজ্য থেকে আসা পঞ্জাবের কুখ্যাত দুই গ্যাংস্টারের সঙ্গে গুলির বিনিময় ঘটে । সেই ঘটনায় 2 জন গ্যাংস্টারকে গুলি করে খতম করে রাজ্য পুলিশের এসটিএফের জওয়ানরা । গোটা অপারেশনটি হয়েছিল একেবারে প্যারা-মিলিটারি ফোর্সের কায়দায় ৷

আরও পড়ুন : Maoist poster at Sarenga : খেলা হবে তৃণমূল নেতাদের সঙ্গে, সারেঙ্গায় মাও পোস্টার

কলকাতা, 28 এপ্রিল : রাজ্যে ক্রমেই মাথাচাড়া দিয়ে উঠছে মাওবাদী সমস্যা । প্রায় প্রতিদিনই জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায় চিহ্নিতকরণ করে একাধিক রাজনৈতিক ব্যক্তির উদ্দেশ্যে পোস্টার পড়ছে । এই মাওবাদী সমস্যাকে গোড়া থেকেই মোকাবিলা করতে এবার তৎপর হচ্ছে রাজ্য পুলিশ (Special task force jawans of state police being prepared to deal with Maoists)।

ভবানী ভবন সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে উচ্চপদস্থ পুলিশকর্তাদের একটি বৈঠক হয়েছে । মূলত রাজ্যের মাওবাদী সমস্যা মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে চলেছে এসটিএফের জওয়ানরা ।

আবার জঙ্গলমহলে মাওবাদী সমস্যা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে রাজ্যে । যার জন্য কপালে চিন্তার ভাঁজ পড়েছে রাজ্য প্রশাসনের । যাতে মাওবাদী সমস্যা রাজ্য সরকারের বাহিনী দিয়েই মেটানো সম্ভব হয় তার জন্য প্রস্তুত হচ্ছে ভবানী ভবন । জানা গিয়েছে, জঙ্গলে দিনের পর দিন কীভাবে দিন কাটাতে হয়, কীভাবে গাছের উপর থেকে শত্রুপক্ষের ওপর নজর রাখতে হয়, তাছাড়াও বিনা হাতিয়ারে কীভাবে শত্রুপক্ষকে একেবারে ধুলিস্যাৎ করে দেওয়া যায়, তাতে সিদ্ধহস্ত প্যারা মিলিটারি ফোর্স ৷ আর সেই প্যারা মিলিটারি ফোর্সের কায়দায় এবার গড়ে তোলা হচ্ছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্সের প্রতিটি জওয়ানকে ।

আধুনিক আগ্নেয়াস্ত্র চালানো থেকে শুরু করে বিনা হাতিয়ারে শত্রুপক্ষের সঙ্গে লড়াই, একেবারে প্যারা মিলিটারি ট্রেনিং দেওয়া হয় এসটিএফের জওয়ানদের । আলিপুর বডিগার্ডস লাইন্সে দেওয়া হয় এই বিশেষ প্রশিক্ষণ । প্রয়োজনে অন্যান্য প্যারা মিলিটারি (para-military) ফোর্সের সঙ্গে ভিন রাজ্যে গিয়ে নাশকতামূলক ষড়যন্ত্র রুখে দেওয়া এবং যাতে জঙ্গলে দিন কাটাতে পারে, তাই এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এসটিএফের জওয়ানদের (STF to Deal With Maoists)।

প্রসঙ্গত, অতিসম্প্রতি নিউটাউনের সাপুরজি কমপ্লেক্সে ভিন রাজ্য থেকে আসা পঞ্জাবের কুখ্যাত দুই গ্যাংস্টারের সঙ্গে গুলির বিনিময় ঘটে । সেই ঘটনায় 2 জন গ্যাংস্টারকে গুলি করে খতম করে রাজ্য পুলিশের এসটিএফের জওয়ানরা । গোটা অপারেশনটি হয়েছিল একেবারে প্যারা-মিলিটারি ফোর্সের কায়দায় ৷

আরও পড়ুন : Maoist poster at Sarenga : খেলা হবে তৃণমূল নেতাদের সঙ্গে, সারেঙ্গায় মাও পোস্টার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.