ETV Bharat / city

Special Metro for IPL Match : আইপিএল ম্যাচের জন্য মধ্যরাতে মেট্রো পরিষেবা - ইডেন গার্ডেন্স

আইপিএল ম্যাচের জন্য শহরে চালানো হবে বিশেষ মেট্রো পরিষেবা (Special Metro for IPL Match) ৷ আগামী 24 ও 25 মে অর্থাৎ মঙ্গলবার ও বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) টি-20 ম্যাচ (metro service in Kolkata)।

special metro services for IPL Matches in Kolkata
Metro
author img

By

Published : May 23, 2022, 9:10 PM IST

কলকাতা, 23 মে : শহরের ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর । আগামী 24 ও 25 মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ক্রিকেট ম্যাচের জন্য চালানো হবে বিশেষ মেট্রো পরিষেবা (special metro services for IPL Matches in Kolkata)। আজ কলকাতা মেট্রো রেল তরফে এই কথা জানানো হয়েছে ।

আগামী 24 ও 25 মে অর্থাৎ মঙ্গলবার ও বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) টি-20 ম্যাচ । আর নিজের শহরের মাঠে যখন এই খেলা, তখন শহরের ক্রিকেট প্রেমীদের মধ্যে যে উন্মাদনার পারদ চড়ছে তা বলাই বাহুল্য । তাই এই ম্যাচগুলি দেখতে যাবেন বহু খেলা প্রেমী । খেলা দেখে ফেরার সময় মধ্যরাতে যাতে দর্শকদের কোনও সমস্যায় পড়তে না হয় তাই দুদিন বিশেষ মেট্রো চালানো হবে (metro service in Kolkata)।

মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, 24 ও 25 মে দু'দিন ঠিক রাত 12 টার সময় আপ ও ডাউন লাইনে একটি করে ট্রেন দেওয়া হবে । এই ট্রেন দুটি সবকটি স্টেশনেই থামবে । আপ লাইনের ট্রেনটি যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং ডাউন লাইনে ট্রেনটি যাবে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত । ওই দিন টিকিট ও স্মার্ট কার্ড বিক্রির জন্য এসপ্লানেডের বুকিং কাউন্টারগুলো খোলা রাখা হবে ।

আরও পড়ুন : ASCRM in Kolkata Metro : নর্থ সাউথ মেট্রো করিডোরের আরও চারটি স্টেশনে অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন

আপ লাইনে ট্রেনটি ঠিক রাত 12টার সময় এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ছাড়বে ৷ এই ট্রেনটি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পৌঁছাবে রাত 12:33 মিনিটে । ঠিক একইভাবে ডাউন লাইনে ট্রেনটি ঠিক রাত বারোটার সময় এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ছাড়বে । ট্রেনটি ঠিক 12:33 মিনিটে কবি সুভাষ মেট্রো স্টেশনে পৌঁছবে ।

কলকাতা, 23 মে : শহরের ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর । আগামী 24 ও 25 মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ক্রিকেট ম্যাচের জন্য চালানো হবে বিশেষ মেট্রো পরিষেবা (special metro services for IPL Matches in Kolkata)। আজ কলকাতা মেট্রো রেল তরফে এই কথা জানানো হয়েছে ।

আগামী 24 ও 25 মে অর্থাৎ মঙ্গলবার ও বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) টি-20 ম্যাচ । আর নিজের শহরের মাঠে যখন এই খেলা, তখন শহরের ক্রিকেট প্রেমীদের মধ্যে যে উন্মাদনার পারদ চড়ছে তা বলাই বাহুল্য । তাই এই ম্যাচগুলি দেখতে যাবেন বহু খেলা প্রেমী । খেলা দেখে ফেরার সময় মধ্যরাতে যাতে দর্শকদের কোনও সমস্যায় পড়তে না হয় তাই দুদিন বিশেষ মেট্রো চালানো হবে (metro service in Kolkata)।

মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, 24 ও 25 মে দু'দিন ঠিক রাত 12 টার সময় আপ ও ডাউন লাইনে একটি করে ট্রেন দেওয়া হবে । এই ট্রেন দুটি সবকটি স্টেশনেই থামবে । আপ লাইনের ট্রেনটি যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং ডাউন লাইনে ট্রেনটি যাবে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত । ওই দিন টিকিট ও স্মার্ট কার্ড বিক্রির জন্য এসপ্লানেডের বুকিং কাউন্টারগুলো খোলা রাখা হবে ।

আরও পড়ুন : ASCRM in Kolkata Metro : নর্থ সাউথ মেট্রো করিডোরের আরও চারটি স্টেশনে অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন

আপ লাইনে ট্রেনটি ঠিক রাত 12টার সময় এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ছাড়বে ৷ এই ট্রেনটি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন পৌঁছাবে রাত 12:33 মিনিটে । ঠিক একইভাবে ডাউন লাইনে ট্রেনটি ঠিক রাত বারোটার সময় এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ছাড়বে । ট্রেনটি ঠিক 12:33 মিনিটে কবি সুভাষ মেট্রো স্টেশনে পৌঁছবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.