ETV Bharat / city

ঠিকানা ভুল, অমিতের বিরুদ্ধে মামলা ফিরল নগর দায়রা আদালতে - নগর দায়রা আদালত

অমিত শাহকে হাজিরার নির্দেশ সংক্রান্ত মামলা ফিরল নগর দায়রা আদালতে ৷ 2018 সালের 11 অগাস্ট বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রেড রোডের জনসভা থেকে অভিষেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন ৷ সেই মামলায় আজ, সোমবার সকাল 10টায় শশরীরে অথবা তাঁর আইনজীবী বা প্রতিনিধিকে হাজিরার নির্দেশ দিয়েছিল সল্টলেকে সাংসদ-বিধায়কদের জন্য গঠিত বিশেষ আদালত ৷ এদিন সেই মামলাটিই নগর দায়রা আদালতে ফেরানোর নির্দেশ দিলেন বিচারক ৷

wb_kol_01_amit -sha -summoned _10003
অমিত শাহের মামলা ফিরল নগর দায়রা আদালতে
author img

By

Published : Feb 22, 2021, 3:32 PM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি : অমিত শাহকে হাজিরার নির্দেশ সংক্রান্ত মামলা ফিরল নগর দায়রা আদালতে ৷ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় গত 19 ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আজ 10টায় স্বশরীরে অথবা তাঁর আইনজীবী বা প্রতিনিধিকে হাজিরার নির্দেশ দিয়েছিল সল্টলেকে সাংসদ-বিধায়কদের জন্য গঠিত বিশেষ আদালত ৷

আদালত সূত্রে খবর, অমিতকে পাঠানো হাজিরার নির্দেশিকায় তাঁর যে ঠিকানা দেওয়া হয়েছিল, তা আদতে বিজেপির রাজ‍্য সদর দপ্তর মুরলীধর সেন লেনের ঠিকানা ৷ পাশাপাশি, মূল মামলাটি যেহেতু প্রথমে নগর দায়রা আদালতেই দায়ের করা হয়েছিল, তাই বিশেষ আদালতের বিচারক মামলাটি সেখানেই পাঠিয়ে দিলেন সোমবার ৷ আগামী 21 মার্চ মামলাটির পরবর্তী শুনানি ৷

আরও পড়ুন: অভিষেকের দায়ের করা মামলায় অমিত শাহকে সমন আদালতের

2018 সালের 11 অগাস্ট বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রেড রোডের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। সারদা, নারদ ও রোজভ্যালির দুর্নীতি ছাড়াও অমিত শাহ দাবি করেন, কেন্দ্রীয় সরকার বাংলাকে যে 3 লাখ 59 হাজার কোটি টাকা দিয়েছিল, ভাইপো আর সিন্ডিকেট মিলে তা লুটে নিয়েছে। এরপরই 13 অগাস্ট অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু অমিত শাহকে আইনি নোটিস পাঠিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি করেন ৷ কিন্তু, অমিত শাহ ক্ষমা না চাওয়ায় 2019 সালে মামলা দায়ের করেন অভিষেকের আইনজীবী। ভারতীয় দণ্ডবিধির 500 নম্বর ধারায় মামলা দায়ের করা হয় ৷

কলকাতা, 22 ফেব্রুয়ারি : অমিত শাহকে হাজিরার নির্দেশ সংক্রান্ত মামলা ফিরল নগর দায়রা আদালতে ৷ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলায় গত 19 ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আজ 10টায় স্বশরীরে অথবা তাঁর আইনজীবী বা প্রতিনিধিকে হাজিরার নির্দেশ দিয়েছিল সল্টলেকে সাংসদ-বিধায়কদের জন্য গঠিত বিশেষ আদালত ৷

আদালত সূত্রে খবর, অমিতকে পাঠানো হাজিরার নির্দেশিকায় তাঁর যে ঠিকানা দেওয়া হয়েছিল, তা আদতে বিজেপির রাজ‍্য সদর দপ্তর মুরলীধর সেন লেনের ঠিকানা ৷ পাশাপাশি, মূল মামলাটি যেহেতু প্রথমে নগর দায়রা আদালতেই দায়ের করা হয়েছিল, তাই বিশেষ আদালতের বিচারক মামলাটি সেখানেই পাঠিয়ে দিলেন সোমবার ৷ আগামী 21 মার্চ মামলাটির পরবর্তী শুনানি ৷

আরও পড়ুন: অভিষেকের দায়ের করা মামলায় অমিত শাহকে সমন আদালতের

2018 সালের 11 অগাস্ট বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রেড রোডের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। সারদা, নারদ ও রোজভ্যালির দুর্নীতি ছাড়াও অমিত শাহ দাবি করেন, কেন্দ্রীয় সরকার বাংলাকে যে 3 লাখ 59 হাজার কোটি টাকা দিয়েছিল, ভাইপো আর সিন্ডিকেট মিলে তা লুটে নিয়েছে। এরপরই 13 অগাস্ট অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু অমিত শাহকে আইনি নোটিস পাঠিয়ে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি করেন ৷ কিন্তু, অমিত শাহ ক্ষমা না চাওয়ায় 2019 সালে মামলা দায়ের করেন অভিষেকের আইনজীবী। ভারতীয় দণ্ডবিধির 500 নম্বর ধারায় মামলা দায়ের করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.