ETV Bharat / city

সাংবাদিক কুণালের যোগ্যতা আসলে দালালি, কটাক্ষ শোভনের

কুণাল-শোভন দ্বৈরথ৷ শোভন চট্টোপাধ্যায়ের চিটফান্ড যোগ দিয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ৷ এবার শোভন পালটা কুণালের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন৷ তাঁর মতে, ‘‘কুণাল ঘোষের যোগ্যতা ছিল দালালির ৷’’ এদিকে পালটা কুণাল ঘোষ, শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসতে চাইলেন ৷

Sovon and kunal faceoff on Chitfund Isuue
কুণালকে ‘দালাল’ বললেন শোভন, পাল্টা আক্রমণ তৃণমূলের মুখপাত্রেরও
author img

By

Published : Jan 14, 2021, 5:48 PM IST

Updated : Jan 14, 2021, 6:10 PM IST

কলকাতা, 14 জানুয়ারি : তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে সরাসরি আক্রমণ করলেন শোভন চট্টোপাধ্যায়৷ ভারতীয় জনতা পার্টির কলকাতা জোনের নবনিযুক্ত পর্যবেক্ষক সরাসরি প্রশ্ন তুললেন ‘সাংবাদিক’ কুণাল ঘোষের যোগ্যতা নিয়ে ৷ তাঁর মতে, ‘‘কুণাল ঘোষের যোগ্যতা ছিল দালালির ৷’’

সম্প্রতি কুণাল ঘোষ বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চিটফান্ড কাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলছেন৷ শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক চিটফান্ড কর্তার কিছু ছবি দেখিয়ে সরাসরি আক্রমণ করেছিলেন কুণাল ৷ সেই প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় পালটা প্রশ্ন তুলেছেন৷ তাঁর প্রশ্ন, তিনি 14 মাস আগে তিনি বিজেপিতে যোগদান করেছেন ৷ অথচ কেন এতদিন পর তাঁর বিরুদ্ধে চিটফান্ডের অভিযোগ তোলা হচ্ছে?

শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্য, চিটফান্ডে কাণ্ডে জেল খেটেছেন কুণাল ৷ সেই লোক কীভাবে অন্যের দিকে অভিযোগের আঙুল তোলেন, সেই প্রশ্ন তুলেছেন শোভন চট্টোপাধ্যায়৷ এই প্রসঙ্গে তিনি ঘুরিয়ে কুণাল ঘোষকে ‘পকেটমার’ বলেও কটাক্ষ করেছেন৷

এদিকে শোভন চট্টোপাধ্যায়কে পালটা আক্রমণ করেছেন কুণাল ঘোষ ৷ তিনি বলেন, ‘‘শোভনের সঙ্গে মুখোমুখি বসতে চাই৷ গ্ল্যাকসো বেবি জানেন না আমাকে ক্লিনচিট দেওয়া হয়েছে৷ মুখ দেখাতে পারেন না বলে তিন বছর গর্তে ছিলেন৷’’ পাশাপাশি তিনি জানিয়েছেন যে তিনি যে বেতন পেতেন, তাঁর নিয়োগপত্র ছিল৷ তিনি আয়কর দিয়েছেন৷ সংস্থার বিপদের দিনে সহকর্মীদের পাশে দাঁড়িয়েছেন৷

একই সঙ্গে কেডি সিংয়ের গ্রেপ্তারি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শোভন চট্টোপাধ্যায়ের প্রশ্ন, তৃণমূল কেডি সিংকে আগেই বহিষ্কার করেনি কেন?

শোভন-কুণাল বাকযুদ্ধ

14 মাস আগে বিজেপিতে যোগদান করলেও শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিজেপিতে পদ পেয়েছেন ৷ শোভনকে বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক করা হয়েছে ৷ আর বৈশাখি ওই জোনের সহ-আহ্বায়ক ৷ তার পর কিঞ্চিৎ টানাপোড়েন শেষে বিজেপির হয়ে সক্রিয় হয়েছেন শোভন-বৈশাখি ৷ এদিনই তাঁরা প্রথমবার বিজেপির রাজ্য সদর দপ্তরে যান৷ সেখানে সাংবাদিক বৈঠক থেকেই কুণালের বিরুদ্ধে তোপ দাগেন শোভন চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন : ব্যবসা থেকে রাজনীতি, তাঁর উত্থান ছিল রকেট গতির

তবে তাঁর আগে তিনি দলের একাধিক কর্মসূচির ঘোষণা করেন ৷ যার মধ্যে অন্যতম কলকাতায় সমাধান কর্মসূচি ৷ তাঁর দাবি, মানুষ তৃণমূলকে পরিত্যাগ করেছে ৷ এবার বিজেপির দায়িত্ব মানুষের সেই রায়কে ব্যালট বাক্স পর্যন্ত পৌঁছে দেওয়া ৷

কলকাতা, 14 জানুয়ারি : তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে সরাসরি আক্রমণ করলেন শোভন চট্টোপাধ্যায়৷ ভারতীয় জনতা পার্টির কলকাতা জোনের নবনিযুক্ত পর্যবেক্ষক সরাসরি প্রশ্ন তুললেন ‘সাংবাদিক’ কুণাল ঘোষের যোগ্যতা নিয়ে ৷ তাঁর মতে, ‘‘কুণাল ঘোষের যোগ্যতা ছিল দালালির ৷’’

সম্প্রতি কুণাল ঘোষ বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চিটফান্ড কাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলছেন৷ শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক চিটফান্ড কর্তার কিছু ছবি দেখিয়ে সরাসরি আক্রমণ করেছিলেন কুণাল ৷ সেই প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় পালটা প্রশ্ন তুলেছেন৷ তাঁর প্রশ্ন, তিনি 14 মাস আগে তিনি বিজেপিতে যোগদান করেছেন ৷ অথচ কেন এতদিন পর তাঁর বিরুদ্ধে চিটফান্ডের অভিযোগ তোলা হচ্ছে?

শোভন চট্টোপাধ্যায়ের বক্তব্য, চিটফান্ডে কাণ্ডে জেল খেটেছেন কুণাল ৷ সেই লোক কীভাবে অন্যের দিকে অভিযোগের আঙুল তোলেন, সেই প্রশ্ন তুলেছেন শোভন চট্টোপাধ্যায়৷ এই প্রসঙ্গে তিনি ঘুরিয়ে কুণাল ঘোষকে ‘পকেটমার’ বলেও কটাক্ষ করেছেন৷

এদিকে শোভন চট্টোপাধ্যায়কে পালটা আক্রমণ করেছেন কুণাল ঘোষ ৷ তিনি বলেন, ‘‘শোভনের সঙ্গে মুখোমুখি বসতে চাই৷ গ্ল্যাকসো বেবি জানেন না আমাকে ক্লিনচিট দেওয়া হয়েছে৷ মুখ দেখাতে পারেন না বলে তিন বছর গর্তে ছিলেন৷’’ পাশাপাশি তিনি জানিয়েছেন যে তিনি যে বেতন পেতেন, তাঁর নিয়োগপত্র ছিল৷ তিনি আয়কর দিয়েছেন৷ সংস্থার বিপদের দিনে সহকর্মীদের পাশে দাঁড়িয়েছেন৷

একই সঙ্গে কেডি সিংয়ের গ্রেপ্তারি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শোভন চট্টোপাধ্যায়ের প্রশ্ন, তৃণমূল কেডি সিংকে আগেই বহিষ্কার করেনি কেন?

শোভন-কুণাল বাকযুদ্ধ

14 মাস আগে বিজেপিতে যোগদান করলেও শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিজেপিতে পদ পেয়েছেন ৷ শোভনকে বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক করা হয়েছে ৷ আর বৈশাখি ওই জোনের সহ-আহ্বায়ক ৷ তার পর কিঞ্চিৎ টানাপোড়েন শেষে বিজেপির হয়ে সক্রিয় হয়েছেন শোভন-বৈশাখি ৷ এদিনই তাঁরা প্রথমবার বিজেপির রাজ্য সদর দপ্তরে যান৷ সেখানে সাংবাদিক বৈঠক থেকেই কুণালের বিরুদ্ধে তোপ দাগেন শোভন চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন : ব্যবসা থেকে রাজনীতি, তাঁর উত্থান ছিল রকেট গতির

তবে তাঁর আগে তিনি দলের একাধিক কর্মসূচির ঘোষণা করেন ৷ যার মধ্যে অন্যতম কলকাতায় সমাধান কর্মসূচি ৷ তাঁর দাবি, মানুষ তৃণমূলকে পরিত্যাগ করেছে ৷ এবার বিজেপির দায়িত্ব মানুষের সেই রায়কে ব্যালট বাক্স পর্যন্ত পৌঁছে দেওয়া ৷

Last Updated : Jan 14, 2021, 6:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.