ETV Bharat / city

Dengue Death: দক্ষিণ দমদম পৌরসভায় মৃত্যু ডেঙ্গি আক্রান্ত 16 বছরের কিশোরের

সপ্তমীর সন্ধ্যে থেকে জ্বরে আক্রান্ত কিশোরের মৃত্যু ৷ জানা গিয়েছে, তার ডেঙ্গি হয়েছিল (Dengue Death) ৷ বৃহস্পতিবার তাকে প্রথমে গোরাবাজারে পৌরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে আরজি কর ৷ সেখানেই গতকাল রাতে মারা গিয়েছে 16 বছরের ওই কিশোর (16 Year Old Boy Died by Dengue) ৷

south-dumdum-residents-16-year-old-boy-died-by-dengue-in-rg-kar-hospital
south-dumdum-residents-16-year-old-boy-died-by-dengue-in-rg-kar-hospital
author img

By

Published : Oct 7, 2022, 3:33 PM IST

কলকাতা, 7 অক্টোবর: একাদশীর সন্ধ্যায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে (16 Year Old Boy Died by Dengue) ৷ দক্ষিণ দমদমের বাসিন্দা সায়ন হালদারের সপ্তমীর সন্ধ্যেয় জ্বর আসে ৷ গতকাল অর্থাৎ, একাদশীর রাতে মৃত্যু হয়েছে তার ৷ ওই কিশোর বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন ৷ বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁকে গোরাবাজারে পৌরসভার হাসপাতালে ভর্তি করানো হয় ৷ সেখানে অবস্থার অবনতি হলে আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) স্থানান্তর করা হয় ৷ কিন্তু, সেখানে গতকাল রাতে সায়ন হালদারের মৃত্যু হয়েছে ৷

দক্ষিণ দমদম এলাকার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সায়ন হালদার দশম শ্রেণির ছাত্র ছিল ৷ একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করত সে ৷ সপ্তমীর দিন পাড়ার বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখে ফিরেছিল ৷ এর পর সেই রাত থেকেই জ্বরে আক্রান্ত হয় 16 বছরের সায়ন হালদার ৷ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করাচ্ছিল বাড়ির লোকজন ৷ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে গোরাবাজারে পৌরসভার হাসপাতালে ভর্তি করানো হয় ৷

আরও পড়ুন: উৎসব কাটতেই না কাটতেই শহরে ডেঙ্গির বলি 1

সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে আরজি কর হাসপাতালে হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ তবে, গতকাল রাতে মৃত্যু হয়েছে সায়ন হালদারের (Dengue Death) ৷ স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পুজোর আগে 28 সেপ্টেম্বর অর্থাৎ, 39 সপ্তাহ পর্যন্ত সব মিলিয়ে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন 20 হাজার 33 জন ৷ বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়, গত সপ্তাহ অর্থাৎ পুজোর মধ্যে 4 হাজার 678 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৷ অর্থাৎ, এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত প্রায় 24 হাজার 711 জন ৷

কলকাতা, 7 অক্টোবর: একাদশীর সন্ধ্যায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে (16 Year Old Boy Died by Dengue) ৷ দক্ষিণ দমদমের বাসিন্দা সায়ন হালদারের সপ্তমীর সন্ধ্যেয় জ্বর আসে ৷ গতকাল অর্থাৎ, একাদশীর রাতে মৃত্যু হয়েছে তার ৷ ওই কিশোর বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন ৷ বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁকে গোরাবাজারে পৌরসভার হাসপাতালে ভর্তি করানো হয় ৷ সেখানে অবস্থার অবনতি হলে আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) স্থানান্তর করা হয় ৷ কিন্তু, সেখানে গতকাল রাতে সায়ন হালদারের মৃত্যু হয়েছে ৷

দক্ষিণ দমদম এলাকার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সায়ন হালদার দশম শ্রেণির ছাত্র ছিল ৷ একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করত সে ৷ সপ্তমীর দিন পাড়ার বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখে ফিরেছিল ৷ এর পর সেই রাত থেকেই জ্বরে আক্রান্ত হয় 16 বছরের সায়ন হালদার ৷ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করাচ্ছিল বাড়ির লোকজন ৷ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে গোরাবাজারে পৌরসভার হাসপাতালে ভর্তি করানো হয় ৷

আরও পড়ুন: উৎসব কাটতেই না কাটতেই শহরে ডেঙ্গির বলি 1

সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে আরজি কর হাসপাতালে হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ তবে, গতকাল রাতে মৃত্যু হয়েছে সায়ন হালদারের (Dengue Death) ৷ স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পুজোর আগে 28 সেপ্টেম্বর অর্থাৎ, 39 সপ্তাহ পর্যন্ত সব মিলিয়ে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন 20 হাজার 33 জন ৷ বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়, গত সপ্তাহ অর্থাৎ পুজোর মধ্যে 4 হাজার 678 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৷ অর্থাৎ, এই মুহূর্তে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত প্রায় 24 হাজার 711 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.