ETV Bharat / city

লাগাতার বৃষ্টির কলকাতা সহ দক্ষিণবঙ্গে, চলবে সোমবার পর্যন্ত

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে শক্তিশালী এক গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ৷ ওড়িশা উপকূলেও তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত ৷ যে কারণে আগামী 24 ঘণ্টাতেও দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টি চলবে ৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷

ছবি
ছবি
author img

By

Published : Aug 21, 2020, 12:06 PM IST

Updated : Aug 21, 2020, 9:58 PM IST

কলকাতা, 21 অগাস্ট : বিগত কয়েক দিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে । উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কয়েক দফা ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হয়েছে । উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম বীরভূমে ভারী বৃষ্টি হয়েছে আজও ।

আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায় জানিয়েছেন, আজকের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে । আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । তবে রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে । 23 ও 24 অগাস্ট বঙ্গোপসাগরের উপর আবারও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে । সেই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 24 তারিখের পর থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের ।

টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা

একনজরে দেখে নেওয়া যাক আজ কলকাতার কোথায় কত বৃষ্টি হয়েছে :

মানিকতলা - 9 মিলিমিটার

বেলগাছিয়া - 7 মিলিমিটার

ধাপা - 15 মিলিমিটার

তপসিয়া - 9 মিলিমিটার

উলটোডাঙা - 11 মিলিমিটার

পামার ব্যারেজ - 6 মিলিমিটার

ঠনঠনিয়া - 7.60 মিলি মিটার

বালিগঞ্জ- 8 মিলিমিটার

মোমিনপুর- 10 মিলিমিটার

চেতলা- 8 মিলিমিটার

কালীঘাট- 13 মিলিমিটার

জিনজিরা বাজার- 10.50 মিলিমিটার

সকাল থেকেই মুখ ভার আকাশের ৷ নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি হয়েছে একাধিক জেলায় ৷ বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে শক্তিশালী এক গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ৷ একই সঙ্গে ওড়িশা উপকূলে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷

কলকাতা, 21 অগাস্ট : বিগত কয়েক দিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে । উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কয়েক দফা ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হয়েছে । উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম বীরভূমে ভারী বৃষ্টি হয়েছে আজও ।

আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায় জানিয়েছেন, আজকের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে । আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । তবে রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে । 23 ও 24 অগাস্ট বঙ্গোপসাগরের উপর আবারও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে । সেই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 24 তারিখের পর থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের ।

টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা

একনজরে দেখে নেওয়া যাক আজ কলকাতার কোথায় কত বৃষ্টি হয়েছে :

মানিকতলা - 9 মিলিমিটার

বেলগাছিয়া - 7 মিলিমিটার

ধাপা - 15 মিলিমিটার

তপসিয়া - 9 মিলিমিটার

উলটোডাঙা - 11 মিলিমিটার

পামার ব্যারেজ - 6 মিলিমিটার

ঠনঠনিয়া - 7.60 মিলি মিটার

বালিগঞ্জ- 8 মিলিমিটার

মোমিনপুর- 10 মিলিমিটার

চেতলা- 8 মিলিমিটার

কালীঘাট- 13 মিলিমিটার

জিনজিরা বাজার- 10.50 মিলিমিটার

সকাল থেকেই মুখ ভার আকাশের ৷ নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি হয়েছে একাধিক জেলায় ৷ বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে শক্তিশালী এক গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ৷ একই সঙ্গে ওড়িশা উপকূলে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷

Last Updated : Aug 21, 2020, 9:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.