ETV Bharat / city

চড়ছে চৈত্রের পারদ, কলকাতাসহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই - কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না

পশ্চিমীঝঞ্ঝার দাপটে শীতে ও বসন্তের শুরুতেও বৃষ্টি হয়েছে রাজ্যে । ফলে এতদিন কমছিল গরম । এবার তাপমাত্রা বাড়বে বলে জানিয়ে দিল হাওয়া অফিস।

weather report
চৈত্রের পারদ
author img

By

Published : Mar 27, 2020, 9:59 PM IST

কলকাতা, 27 মার্চ: বসন্ত ফুরিয়েছে প্রায়। শেষ রাতে শীতের আমেজ আর নেই। বর্তমানে শহর কলকাতার তাপমাত্রা উর্ধ্বমুখী । প্রকৃতির নিয়েমে চৈত্রের গরম পড়েছে গোটা দক্ষিণবঙ্গেই । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কদিনে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই । আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস ।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% ও সর্বনিম্ন 28% ছিল।

আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের । ফলে বাড়ছে গরমের অনুভূতিও । উত্তরবঙ্গের জেলাগুলিতেও এখন বৃষ্টির সম্ভাবনা বলে নেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর । মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে উত্তরের জেলাগুলিতে ।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, দফায় দফায় পশ্চিমীঝঞ্ঝার দাপটে শীতে ও বসন্তের শুরুতে বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে রাজ্যে । ফলে ভরা চৈত্রে তাপমাত্রা বাড়লেও, খুব বেশি বৃদ্ধি পায়নি । কদিন আগেও রাতের দিকে হালকা শীতের আমেজ ছিল কলকাতায় যেমন, জেলাগুলিতেও তেমনই । তবে, আগামী কয়েক দিনে তা একেবারেই থাকবে না । বরং পারদ চড়বে । হাওয়া অফিস সূত্রে এমনটাই জানানো হয় এদিন ।

কলকাতা, 27 মার্চ: বসন্ত ফুরিয়েছে প্রায়। শেষ রাতে শীতের আমেজ আর নেই। বর্তমানে শহর কলকাতার তাপমাত্রা উর্ধ্বমুখী । প্রকৃতির নিয়েমে চৈত্রের গরম পড়েছে গোটা দক্ষিণবঙ্গেই । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কদিনে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই । আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলেও জানিয়ে দিয়েছে হাওয়া অফিস ।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% ও সর্বনিম্ন 28% ছিল।

আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের । ফলে বাড়ছে গরমের অনুভূতিও । উত্তরবঙ্গের জেলাগুলিতেও এখন বৃষ্টির সম্ভাবনা বলে নেই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর । মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে উত্তরের জেলাগুলিতে ।

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, দফায় দফায় পশ্চিমীঝঞ্ঝার দাপটে শীতে ও বসন্তের শুরুতে বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে রাজ্যে । ফলে ভরা চৈত্রে তাপমাত্রা বাড়লেও, খুব বেশি বৃদ্ধি পায়নি । কদিন আগেও রাতের দিকে হালকা শীতের আমেজ ছিল কলকাতায় যেমন, জেলাগুলিতেও তেমনই । তবে, আগামী কয়েক দিনে তা একেবারেই থাকবে না । বরং পারদ চড়বে । হাওয়া অফিস সূত্রে এমনটাই জানানো হয় এদিন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.