কলকাতা, 8 জানুয়ারি : হাসপাতাল থেকে বাড়িতে ফিরে ফুরফুরে মেজাজে আছেন বিসিসিআই-এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে, সম্ভাব্য আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি হিসাবে তাঁর বাড়িতে কার্ডিয়াক মনিটর, ওষুধ, অক্সিজেন-সহ প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থা রাখা হয়েছে। বাড়িতেই তাঁকে এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। এমনই জানিয়েছেন চিকিৎসকরা।
2 জানুয়ারি দুপুরে দক্ষিণ কলকাতায় অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে ভরতি করানো হয়েছিল 48 বছর বয়সি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা দেখেন, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই অধিনায়কের হার্টের তিনটি আর্টারিতে ব্লক রয়েছে। এর পরে ওই দিন বিকালেই তাঁর একটি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসিয়ে ব্লক সরিয়ে দেওয়া হয়। ব্লক হয়ে থাকা তাঁর হার্টের বাকি দুটি আর্টারিতে কবে অ্যাঞ্জিওপ্লাস্টি করে ব্লক সরিয়ে দেওয়া হবে, এই বিষয়ে সপ্তাহ দুই পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে, তাঁর চিকিৎসার বিষয়ে দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেটি হাসপাতালে এসে বিসিসিআই-এর প্রেসিডেন্টকে দেখেও গিয়েছেন। এই ধরনের পরিস্থিতির মধ্যে গতকাল, বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
গতকাল হাসপাতাল থেকে বাড়িতে ফেরার সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে চিকিৎসকও ছিলেন। বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বাড়িতে এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই অধিনায়ক। এখন প্রতিদিন তাঁর বাড়িতে যাবেন চিকিৎসক। তবে, বাড়িতে এখন কেমন আছেন ভারতীয় ক্রিকেটের "মহারাজ"-"দাদা"? এই বিষয়ে জানতে চাওয়া হলে তাঁর চিকিৎসার জন্য গঠিত বেসরকারি ওই হাসপাতালের মেডিকেল টিমের ইনচার্জ, চিকিৎসক সপ্তর্ষি বসু বলেন, "দাদা এখন ফুরফুরে মেজাজে আছেন। তাঁকে এখন যথাযথভাবে বিশ্রামে থাকতে হবে।"
সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরবর্তী চিকিৎসার বিষয়ে দুই সপ্তাহ পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে সপ্তর্ষি বসু বলেন, "এখনও দুই সপ্তাহ কী 10 দিন, সেটা দেখা হবে। কারণ, প্রথম স্টেন্ট বসানোর পর 10 থেকে 14 দিনের মধ্যে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হচ্ছে। ইতিমধ্যেই পাঁচ দিন হয়ে গিয়েছে।" এর পাশাপাশি তিনি বলেন, "সৌরভ গঙ্গোপাধ্যায় এখন ভালো আছেন, খোশমেজাজে আছেন। মহারাজ খুব ভালোভাবে বাড়িতে ফিরেছেন, আমরা সবাই খুব খুশি। খুব তাড়াতাড়ি দাদা আবার কাজে ফিরবেন।"
চিকিৎসকরা জানিয়েছেন, সৌরভ গঙ্গোপাধ্যায় বরাবর রেস্ট্রিকশনের মধ্যে ছিলেন। হাসপাতাল থেকে বাড়িতে ফেরার পরেও রেস্ট্রিকশনের মধ্যে রয়েছেন। হাসপাতাল থেকে যে ডায়াট চার্ট করে দেওয়া হয়েছে, সেটা তিনি মেইনটেইন করছেন। ওষুধ চলছে। হালকা কাজ-ও এখন করতে পারবেন তিনি।
আরও পড়ুন: চলছে ভ্যাকসিনেশনের মহড়া, রাজ্যে ভ্যাকসিন আসবে আজ
বেসরকারি ওই হাসপাতাল সূত্রে খবর, সৌরভ গঙ্গোপাধ্যায় এখন ভালো আছেন। তবে, সম্ভাব্য আপৎকালীন পরিস্থিতির কথা বিবেচনা করে তাঁর বাড়িতে এখন কার্ডিয়াক মনিটর, অক্সিজেন সিলিন্ডার, ওষুধ সহ বেসিক সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে চিকিৎসক সপ্তর্ষি বসুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "সৌরভ গঙ্গোপাধ্যায় এখন ভালো আছেন। মনে হয় না এ সবের প্রয়োজন পড়বে। তবে, আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার উদ্দেশ্যে ব্যবস্থা করা হয়েছে।"