ETV Bharat / city

Sex Worker Cultural Wing Kamalgandhar সোনাগাছির কোমলগান্ধার পাড়ি দেবে লন্ডন - দুর্বার মহিলা সমন্বয় কমিটি

একমাত্র শিল্প সত্ত্বার জোরে ফের দেশের গণ্ডি পেরতে চলেছে যৌনকর্মী সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সাংস্কৃতিক শাখা কোমলগান্ধার। এই সংগঠনের অধিকাংশ সদস্য যৌনকর্মীদের সন্তান (Sex Worker Cultural Wing Kamalgandhar) ৷

Sex Worker Cultural Wing Kamalgandha
সোনাগাছির কোমলগান্ধার পাড়ি দেবে লন্ডন
author img

By

Published : Aug 25, 2022, 6:14 PM IST

কলকাতা, 25 অগস্ট: স্বাধনীতার 75 বছরে তারা আজও সমাজে অবহেলিত। 'আধুনিক' সমাজও খোলা মনে মেনে নিতা পারে না তাদের । ন্যায়-সামাজিক অধিকার থেকে বঞ্চিত। তারপরও আবার বিদেশ পাড়ি দেওয়ার প্রস্তুতি শুরু করেছে তাঁরা। একমাত্র শিল্পশৈলীর জোরে ফের দেশের গণ্ডি পেরতে চলেছে । সোনাগাছির যৌনকর্মীদের ছেলে-মেয়েরা এবার পাড়ি দেবে টেমসের তীরে (komalgandhar Travel to London) ৷

নব্বইয়ের দশকের প্রথম দিকে কলকাতা-সহ বাংলার যৌনকর্মীদের নিয়ে কাজ শুরু করে দুর্বার মহিলা সমন্বয় কমিটি। তারই সাংস্কৃতিক সংগঠন 'কোমলগান্ধার'। সেই সংগঠনের সদস্যদের বেশিরভাগই যৌনকর্মীদের সন্তান । তারা বছরের বিভিন্ন সময়ে নানান জায়াগায় সাংস্কৃতিক অনুষ্ঠান করে । তারাই এবার পাড়ি দেবেন লন্ডন। এটাই প্রথম নয় ৷ এর আগেও বাংলাদেশ, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দেশে আমরা পারফর্ম করেছেন কোমলগান্ধারের সদস্যরা ৷

সোনাগাছির কোমলগান্ধার পাড়ি দেবে লন্ডন

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত যৌনকর্মীদের, লছিপুরে মিষ্টি বিলি

লন্ডনের হলওয়ে কলেজে নিজেদের প্রতিভা তুলে ধরার প্রস্তুতি শুরু করেছে । নাচের মাধ্যেম বাংলার তথা রামবাগান, সোনাগাছির মতো যৌনপল্লীর ইতিহাস কিংবা গহরজান, ইন্দুবালা দাসীদের জীবন কাহিনী, শিল্পসত্তা নিয়ে নাটক উপস্থাপন করার পরিকল্পনা নিয়েছেন তাঁরা।

কলকাতা, 25 অগস্ট: স্বাধনীতার 75 বছরে তারা আজও সমাজে অবহেলিত। 'আধুনিক' সমাজও খোলা মনে মেনে নিতা পারে না তাদের । ন্যায়-সামাজিক অধিকার থেকে বঞ্চিত। তারপরও আবার বিদেশ পাড়ি দেওয়ার প্রস্তুতি শুরু করেছে তাঁরা। একমাত্র শিল্পশৈলীর জোরে ফের দেশের গণ্ডি পেরতে চলেছে । সোনাগাছির যৌনকর্মীদের ছেলে-মেয়েরা এবার পাড়ি দেবে টেমসের তীরে (komalgandhar Travel to London) ৷

নব্বইয়ের দশকের প্রথম দিকে কলকাতা-সহ বাংলার যৌনকর্মীদের নিয়ে কাজ শুরু করে দুর্বার মহিলা সমন্বয় কমিটি। তারই সাংস্কৃতিক সংগঠন 'কোমলগান্ধার'। সেই সংগঠনের সদস্যদের বেশিরভাগই যৌনকর্মীদের সন্তান । তারা বছরের বিভিন্ন সময়ে নানান জায়াগায় সাংস্কৃতিক অনুষ্ঠান করে । তারাই এবার পাড়ি দেবেন লন্ডন। এটাই প্রথম নয় ৷ এর আগেও বাংলাদেশ, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দেশে আমরা পারফর্ম করেছেন কোমলগান্ধারের সদস্যরা ৷

সোনাগাছির কোমলগান্ধার পাড়ি দেবে লন্ডন

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত যৌনকর্মীদের, লছিপুরে মিষ্টি বিলি

লন্ডনের হলওয়ে কলেজে নিজেদের প্রতিভা তুলে ধরার প্রস্তুতি শুরু করেছে । নাচের মাধ্যেম বাংলার তথা রামবাগান, সোনাগাছির মতো যৌনপল্লীর ইতিহাস কিংবা গহরজান, ইন্দুবালা দাসীদের জীবন কাহিনী, শিল্পসত্তা নিয়ে নাটক উপস্থাপন করার পরিকল্পনা নিয়েছেন তাঁরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.