কলকাতা, 25 অগস্ট: স্বাধনীতার 75 বছরে তারা আজও সমাজে অবহেলিত। 'আধুনিক' সমাজও খোলা মনে মেনে নিতা পারে না তাদের । ন্যায়-সামাজিক অধিকার থেকে বঞ্চিত। তারপরও আবার বিদেশ পাড়ি দেওয়ার প্রস্তুতি শুরু করেছে তাঁরা। একমাত্র শিল্পশৈলীর জোরে ফের দেশের গণ্ডি পেরতে চলেছে । সোনাগাছির যৌনকর্মীদের ছেলে-মেয়েরা এবার পাড়ি দেবে টেমসের তীরে (komalgandhar Travel to London) ৷
নব্বইয়ের দশকের প্রথম দিকে কলকাতা-সহ বাংলার যৌনকর্মীদের নিয়ে কাজ শুরু করে দুর্বার মহিলা সমন্বয় কমিটি। তারই সাংস্কৃতিক সংগঠন 'কোমলগান্ধার'। সেই সংগঠনের সদস্যদের বেশিরভাগই যৌনকর্মীদের সন্তান । তারা বছরের বিভিন্ন সময়ে নানান জায়াগায় সাংস্কৃতিক অনুষ্ঠান করে । তারাই এবার পাড়ি দেবেন লন্ডন। এটাই প্রথম নয় ৷ এর আগেও বাংলাদেশ, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দেশে আমরা পারফর্ম করেছেন কোমলগান্ধারের সদস্যরা ৷
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত যৌনকর্মীদের, লছিপুরে মিষ্টি বিলি
লন্ডনের হলওয়ে কলেজে নিজেদের প্রতিভা তুলে ধরার প্রস্তুতি শুরু করেছে । নাচের মাধ্যেম বাংলার তথা রামবাগান, সোনাগাছির মতো যৌনপল্লীর ইতিহাস কিংবা গহরজান, ইন্দুবালা দাসীদের জীবন কাহিনী, শিল্পসত্তা নিয়ে নাটক উপস্থাপন করার পরিকল্পনা নিয়েছেন তাঁরা।