কলকাতা, 8 জানুয়ারি : ভারত বনধ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ৷ উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসনের সঙ্গে এই রাজ্যের পুলিশের কোন পার্থক্য নেই বলে মন্তব্য করেন তিনি ৷ গোটা দেশে এবং রাজ্যে বনধ আশি শতাংশ সফল হয়েছে বলে দাবি তাঁর ৷
তিনি বলেন, রাজ্য সরকার প্রত্যক্ষ ধর্মঘটের বিরোধিতা সত্ত্বেও সারা রাজ্যের মানুষ এই ধর্মঘটে স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন । কংগ্রেস এবং বামপন্থী দলগুলো ছাড়াও সাধারণ মানুষ এই ধর্মঘটকে সমর্থন করায় তাদের কৃতজ্ঞতা জানান । তাঁর দাবি, সারা রাজ্যে প্রায় 80 শতাংশ দোকান বন্ধ ছিল । ধর্মঘটকে কেন্দ্র করে যে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, সেগুলো পুলিশের প্ররোচনার জন্য হয়েছে বলে মন্তব্য করেছেন সোমেন মিত্র । কংগ্রেসের বদনাম করতেই পুলিশ গাড়ি ভাঙচুর করেছে বলে মনে করেন এই বর্ষীয়ান এই প্রদেশ কংগ্রেস নেতা ।
মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, ‘‘বাংলার মুখ্যমন্ত্রীর ভাঙচুরের বিরুদ্ধে যা বলছেন তা এককথায় হাস্যকর ৷ ধর্মঘট ডেকে, অবরোধ করে, হিংসাত্মক ঘটনা ঘটিয়ে, বিধানসভায় ভাঙচুর করে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন ৷"