ETV Bharat / city

উত্তরবঙ্গ থেকে কলকাতায় গাঁজা পাচার, গ্রেপ্তার 3 মহিলাসহ 5 - Kolkata

গাঁজা পাচারচক্রের পর্দাফাঁস ৷ নিউ ব্যারাকপুর থেকে গ্রেপ্তার তিন মহিলাসহ পাঁচজন ৷

smuggling of marijuanas from North Bengal to Kolkata
গাঁজা পাচারচক্র
author img

By

Published : Dec 24, 2019, 8:17 AM IST

কলকাতা, 24 ডিসেম্বর : ট্রেনে উঠেছিল সাধারণ যাত্রীর বেশে, যেন একই পরিবারের সদস্য । কিন্তু তাদের সঙ্গে থাকা সুটকেস বা ব্যাগে যে গাঁজা ছিল, টের পাননি সহযাত্রীরা । শিলিগুড়ি থেকে ওরা এসে নামে উলেটোডাঙা স্টেশনে । তারপর সঙ্গে থাকা মাদক তুলে দিতে যায় নিউ ব্যারাকপুরে ৷ সেখানে দুই ব্যক্তির হাতে ওই ব্যাগ ও সুটকেস তুলে দেওয়ার কথা ছিল । খবর ছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে । মাদক পাচারের আগেই পুলিশ গ্রেপ্তার করে তিন মহিলা-সহ পাঁচজনকে ।

লালবাজার সূত্রে খবর, ধৃত তিন মহিলার নাম পার্বতী রায়, মালতী রায় এবং আমিনা ওরফে পিঙ্কি খাতুন ৷ পার্বতী ও মালতীর বাড়ি শিলিগুড়ির টিকিয়াপাড়ার মাতঙ্গিনী পল্লিতে ৷ আমিনার বাড়ি বাঘাযতীন পার্কে ৷ তিনজনই আজ উল্টোডাঙা স্টেশনে নামে ৷ তাদের সঙ্গে থাকা সুটকেস ও ব্যাগে ছিল 52 কেজি 335 গ্রাম গাঁজা । গোয়েন্দাদের কাছে খবর ছিলই । নির্দিষ্ট খবরের ভিত্তিতে তারা অনুসরণ করতে শুরু করেন ওই তিন মহিলাকে । 16 9/1 CIT স্কিমের সামনে পৌঁছায় ওই তিন মহিলা । সেখানে নিউ ব্যারাকপুরে উপস্থিত হয় দুই ব্যাক্তি । তাদের হাতেই গাঁজা তুলে দিতে যায় ওই মহিলারা । সেই সূত্রে গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিউ ব্যারাকপুরের লেলিনগড়ের সমর পাল ও অনুপ অধিকারী কলকাতায় গাঁজার ক্যারিয়ারের কাজ করছিল । তিন মহিলাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

কলকাতা, 24 ডিসেম্বর : ট্রেনে উঠেছিল সাধারণ যাত্রীর বেশে, যেন একই পরিবারের সদস্য । কিন্তু তাদের সঙ্গে থাকা সুটকেস বা ব্যাগে যে গাঁজা ছিল, টের পাননি সহযাত্রীরা । শিলিগুড়ি থেকে ওরা এসে নামে উলেটোডাঙা স্টেশনে । তারপর সঙ্গে থাকা মাদক তুলে দিতে যায় নিউ ব্যারাকপুরে ৷ সেখানে দুই ব্যক্তির হাতে ওই ব্যাগ ও সুটকেস তুলে দেওয়ার কথা ছিল । খবর ছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে । মাদক পাচারের আগেই পুলিশ গ্রেপ্তার করে তিন মহিলা-সহ পাঁচজনকে ।

লালবাজার সূত্রে খবর, ধৃত তিন মহিলার নাম পার্বতী রায়, মালতী রায় এবং আমিনা ওরফে পিঙ্কি খাতুন ৷ পার্বতী ও মালতীর বাড়ি শিলিগুড়ির টিকিয়াপাড়ার মাতঙ্গিনী পল্লিতে ৷ আমিনার বাড়ি বাঘাযতীন পার্কে ৷ তিনজনই আজ উল্টোডাঙা স্টেশনে নামে ৷ তাদের সঙ্গে থাকা সুটকেস ও ব্যাগে ছিল 52 কেজি 335 গ্রাম গাঁজা । গোয়েন্দাদের কাছে খবর ছিলই । নির্দিষ্ট খবরের ভিত্তিতে তারা অনুসরণ করতে শুরু করেন ওই তিন মহিলাকে । 16 9/1 CIT স্কিমের সামনে পৌঁছায় ওই তিন মহিলা । সেখানে নিউ ব্যারাকপুরে উপস্থিত হয় দুই ব্যাক্তি । তাদের হাতেই গাঁজা তুলে দিতে যায় ওই মহিলারা । সেই সূত্রে গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তিকে ।

পুলিশ সূত্রে জানা গেছে, নিউ ব্যারাকপুরের লেলিনগড়ের সমর পাল ও অনুপ অধিকারী কলকাতায় গাঁজার ক্যারিয়ারের কাজ করছিল । তিন মহিলাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

Intro:কলকাতা,24 ডিসেম্বর: ট্রেনে ওরা ছিল সাধারণ যাত্রীর বেশে। সঙ্গে থাকা সুটকেস বা ব‍্যাগে যে বোঝাই ছিল গাঁজা, টের পায়নি সহযাত্রীরা। শিলিগুড়ি থেকে ওরা এসে নামে উল্টোডাঙা স্টেশনে। তারপর সঙ্গে থাকা মাদক তুলে দিতে যায় নিউ ব্যারাকপুরের দুই ব্যক্তির হাতে। কিন্তু খবর ছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে। মাদকের এই কন্সাইনমেন্ট শেষ হওয়ার আগেই পুলিশ গ্রেপ্তার করে পাঁচজনকেই।



Body:লালবাজার সূত্রে জানা গেছে, শিলিগুড়ির টিকিয়াপাড়া মাতঙ্গিনী পল্লির 42 বছরের পার্বতী রায়, ওই একই এলাকার 40 বছরের মালতি রায় আর 25 বছরের যুবতী বাঘাযতীন পার্কের আমিনা ওরফে পিংকি খাতুন আজ শিয়ালদার একটি ট্রেনে আসেন উল্টোডাঙ্গা। তাদের সঙ্গে থাকা লাগেজে ছিল 52 কেজি 335 গ্রাম গাঁজা। গোয়েন্দাদের কাছে খবর ছিলই। নির্দিষ্ট খবরের ভিত্তিতে তারা ফলো করতে শুরু করে ওই তিন মহিলাকে। ওই তিন মহিলা যায় 16 9/1 সিআইটি স্কিমের সামনে। সেখানে নিউ ব্যারাকপুর লেখার 2 ক্যারিয়ার উপস্থিত হয়। তাদের হাতেই ওই গাঁজা তুলে দিতে যায় মহিলারা। সেই সূত্রে গ্রেপ্তার করা হয় দুই ব্যক্তি কেউ।



Conclusion:পুলিশ সূত্রে জানা গেছে, নিউ ব্যারাকপুরের লেলিনগড়ের সমর পাল আর অনুপ অধিকারি কলকাতায় আশা ওই গাঁজার ক্যারিয়ারের কাজ করছিল। পুলিশ 5 জনকেই গ্রেপ্তার করেছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.