ETV Bharat / city

Anupam Roy : দাম্পত্যে ইতি, বন্ধুত্বে অনুপম-পিয়া - পিয়া চক্রবর্তী

আবারও বিবাহ বিচ্ছেদের পথ হাঁটতে চলেছেন সঙ্গীতশিল্পী অনুপম রায় (Anupam Roy) ৷ বৃহস্পতিবার সোশ্য়াল মিডিয়ায় নিজেই সেকথা জানিয়েছেন তিনি ৷ অনুপমের বক্তব্য, সহমতের ভিত্তিতেই তিনি ও তাঁর দ্বিতীয় স্ত্রী পিয়া আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তবে তাঁরা আগামী দিনেও পরস্পরের সবথেকে কাছের বন্ধু হয়ে থাকবেন ৷

singer Anupam Roy going to take divorce from his second marriage
Anupam Roy : দ্বিতীয় স্ত্রীর সঙ্গেও বিচ্ছেদের পথে অনুপম রায়, টুইটে ঘোষণা শিল্পীর
author img

By

Published : Nov 11, 2021, 3:07 PM IST

Updated : Nov 11, 2021, 8:23 PM IST

কলকাতা, 11 নভেম্বর : ছ’বছরের মাথায় বৈবাহিক সম্পর্কে ইতি টানলেন সঙ্গীতশিল্পী অনুপম রায় (Anupam Roy) ও তাঁর দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তী (Piya Chakraborty) ৷ বৃহস্পতিবার দুপুরে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন অনুপম ৷ অনেকটা বলিউড অভিনেতা আমির খানের মতোই তিনি জানান, সহমতের ভিত্তিতেই তিনি ও তাঁর স্ত্রী আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তবে আগামী দিনেও তাঁরা পরস্পরের সবথেকে কাছের বন্ধু হয়ে থাকবেন ৷

আরও পড়ুন : Aamir Khan Divorce : পারফেক্ট হল না আমির-কিরণের দাম্পত্য জীবন

অনুপম ও পিয়া কলেজে পড়ার সময় থেকেই একে অপরকে চিনতেন ৷ সেই পরিচিতি ক্রমে বন্ধুত্ব ও প্রেমে গড়ায় ৷ বিয়ে করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন তাঁরা ৷ যদিও তার আগেই অন্য সম্পর্কে জড়িয়ে বিয়ে সেরে ফেলেছিলেন অনুপম ৷ কিন্তু, সেই গাঁটছড়া বেশি দিন টেকেনি ৷ প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর 2015 সালের 6 ডিসেম্বর পিয়াকে বিয়ে করেন অনুপম ৷ তাঁদের বৈবাহিক সম্পর্ক নিয়ে কখনও কোনও টানাপোড়েনের খবর প্রকাশ্যে আসেনি ৷ এমনকী, ক’দিন আগেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তাঁদের ছবি আর পাঁচজন সুখী দম্পতির থেকে আলাদা কিছু ছিল না ৷

যদিও তাঁরা যে অসুখী হয়ে উঠেছিলেন, এমন কোনও কথা অনুপম বা পিয়ার তরফেও দাবি করা হয়নি ৷ বরং তাঁদের বক্তব্য, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের অমিলই দু’জনের চলার পথ আলাদা করে দিয়েছে ৷ তবে তাতে দু’জনের বন্ধুত্বে কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন অনুপম ও পিয়া ৷ এদিন টুইটারে অনুপম যে পোস্টটি করেছেন, পরে সেই একই বয়ান পিয়াও তাঁর প্রোফাইলে শেয়ার করেন ৷

আরও পড়ুন : রোশনের জীবন ধ্বংস করেছেন শ্রাবন্তী ? স্বামীর বিতর্কিত পোস্টে জবাব অভিনেত্রীর

তাঁদের বার্তায় অনুপম ও পিয়া স্পষ্ট করে জানিয়েছেন, স্বামী-স্ত্রী হিসাবে তাঁরা যে পথ পাড়ি দিয়েছেন, তা অত্যন্ত আনন্দের ছিল ৷ একইসঙ্গে, নিজেদের বন্ধু, আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীদেরও ধন্যবাদ জানিয়েছে এই জুটি ৷ সব সময়ে তাঁদের পাশে থাকার জন্যই অনুপম ও পিয়ার এই প্রকাশ্য কৃতজ্ঞতা জ্ঞাপন ৷ তাঁদের আশা, আগামী দিনেও শুভানুধ্যায়ীরা এভাবেই তাঁদের পাশে থাকবেন ৷ তাঁদের সিদ্ধান্তকে সকলে সম্মান জানাবেন ৷

কলকাতা, 11 নভেম্বর : ছ’বছরের মাথায় বৈবাহিক সম্পর্কে ইতি টানলেন সঙ্গীতশিল্পী অনুপম রায় (Anupam Roy) ও তাঁর দ্বিতীয় স্ত্রী পিয়া চক্রবর্তী (Piya Chakraborty) ৷ বৃহস্পতিবার দুপুরে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন অনুপম ৷ অনেকটা বলিউড অভিনেতা আমির খানের মতোই তিনি জানান, সহমতের ভিত্তিতেই তিনি ও তাঁর স্ত্রী আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৷ তবে আগামী দিনেও তাঁরা পরস্পরের সবথেকে কাছের বন্ধু হয়ে থাকবেন ৷

আরও পড়ুন : Aamir Khan Divorce : পারফেক্ট হল না আমির-কিরণের দাম্পত্য জীবন

অনুপম ও পিয়া কলেজে পড়ার সময় থেকেই একে অপরকে চিনতেন ৷ সেই পরিচিতি ক্রমে বন্ধুত্ব ও প্রেমে গড়ায় ৷ বিয়ে করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন তাঁরা ৷ যদিও তার আগেই অন্য সম্পর্কে জড়িয়ে বিয়ে সেরে ফেলেছিলেন অনুপম ৷ কিন্তু, সেই গাঁটছড়া বেশি দিন টেকেনি ৷ প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর 2015 সালের 6 ডিসেম্বর পিয়াকে বিয়ে করেন অনুপম ৷ তাঁদের বৈবাহিক সম্পর্ক নিয়ে কখনও কোনও টানাপোড়েনের খবর প্রকাশ্যে আসেনি ৷ এমনকী, ক’দিন আগেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তাঁদের ছবি আর পাঁচজন সুখী দম্পতির থেকে আলাদা কিছু ছিল না ৷

যদিও তাঁরা যে অসুখী হয়ে উঠেছিলেন, এমন কোনও কথা অনুপম বা পিয়ার তরফেও দাবি করা হয়নি ৷ বরং তাঁদের বক্তব্য, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের অমিলই দু’জনের চলার পথ আলাদা করে দিয়েছে ৷ তবে তাতে দু’জনের বন্ধুত্বে কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন অনুপম ও পিয়া ৷ এদিন টুইটারে অনুপম যে পোস্টটি করেছেন, পরে সেই একই বয়ান পিয়াও তাঁর প্রোফাইলে শেয়ার করেন ৷

আরও পড়ুন : রোশনের জীবন ধ্বংস করেছেন শ্রাবন্তী ? স্বামীর বিতর্কিত পোস্টে জবাব অভিনেত্রীর

তাঁদের বার্তায় অনুপম ও পিয়া স্পষ্ট করে জানিয়েছেন, স্বামী-স্ত্রী হিসাবে তাঁরা যে পথ পাড়ি দিয়েছেন, তা অত্যন্ত আনন্দের ছিল ৷ একইসঙ্গে, নিজেদের বন্ধু, আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীদেরও ধন্যবাদ জানিয়েছে এই জুটি ৷ সব সময়ে তাঁদের পাশে থাকার জন্যই অনুপম ও পিয়ার এই প্রকাশ্য কৃতজ্ঞতা জ্ঞাপন ৷ তাঁদের আশা, আগামী দিনেও শুভানুধ্যায়ীরা এভাবেই তাঁদের পাশে থাকবেন ৷ তাঁদের সিদ্ধান্তকে সকলে সম্মান জানাবেন ৷

Last Updated : Nov 11, 2021, 8:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.