কলকাতা, 26 জানুযারি : একুশের বিধানসভা নির্বাচনে কলকাতা ও শহরতলিতে 51টি আসনে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি ৷ এজন্য অনেক আগে থাকতেই সংগঠন তৈরিতে জোর দেওয়া হয়েছে ৷ পশ্চিমবঙ্গকে পাঁচটি জ়োনে ভাগ করে সংগঠনের রূপরেখা তৈরি করেছে গেরুয়া শিবির ৷ রাজ্যকে কলকাতা, নবদ্বীপ, রাঢ়বঙ্গ, মেদিনীপুর ও উত্তরবঙ্গ এই 5 জ়োনে ভাগ করা হয়েছে । কলকাতা জ়োনে কলকাতা ছাড়াও দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনার 3টি মহকুমাকে রাখা হয়েছে। প্রত্যেক জ়োনের দায়িত্বে আছেন একাধিক রাজ্য নেতা ৷ তাঁদের সহায়তা করছেন কেন্দ্রীয় নেতারা ৷ কলকাতা জ়োনে শোভন-বৈশাখি-শঙ্কুদেব পণ্ডা ছাড়াও সাংগঠনিক কাজ দেখছেন বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ কলকাতা জ়োনের সাংগঠনিক কাজের বিস্তারিত রিপোর্ট নিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ।
বিজেপির সূত্রে খবর, 5 ফেব্রুয়ারি উত্তরবঙ্গ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা " পরিবর্তন যাত্রার" সূচনা করবে। উত্তর ও দক্ষিণ কলকাতা, উত্তর শহরতলির জেলায় 51 টি আসন কী ভাবে পরিবর্তন যাত্রা বের হবে তার রুট ম্যাপ কী হবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। বিজেপির কলকাতা জ়োনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় সোমবার বিএল সন্তোষকে কলকাতার জ়োনের সাংগঠনিক বিষয়ে বিধানসভা ধরে ধরে বিস্তারিত রিপোর্ট দেন। এর পর উত্তর কলকাতার জেলা সভাপতি শিবাজী সিংহরায়, দক্ষিণ কলকাতার জেলা সভাপতি শংকর শিকদার ও উত্তর শহরতলির জেলা সভাপতি কিশোর কর নিজের নিজের জেলার সংগঠনের বিস্তারিত রিপোর্ট দেন।
বিজেপি সূত্রে খবর, রোহিঙ্গা ইশুতে বিস্তারিত আলোচনা হয়েছে । কী করে এরা ভোটার তালিকায় জায়গা পাচ্ছে? সেই বিষয়টাও নজর দিতে হবে। সীমান্তে যেখানে সংখ্যালঘু এলাকা সেখানে ভোটে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে বিশেষ নজর দেওয়ার অনুরোধ করা হবে বলেও আলোচনা হয় বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে ৷ গতকাল সকাল থেকেই দফায় দফায় বৈঠক করেন বিএল সন্তোষ। প্রথমে বিস্তারকদের নিয়ে বৈঠক হয়। দ্বিতীয় দফায় নির্বাচন কমিটির বৈঠক বসে ৷ শেষ পর্যায়ে কলকাতা ও শহরতলির জেলার বিস্তারিত রিপোর্ট নেন বি এল সন্তোষ। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নিত্তানন্দা রাই ও জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখায়ত উপস্থিত ছিলেন। বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, " এটা দলের অভ্যন্তরীণ বৈঠক। মূলত সংগঠনিক বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে ৷"
নজরে 51 আসন, সন্তোষকে সাংগঠনিক রিপোর্ট শোভনের - কলকাতা জোন
লক্ষ্য একুশের বিধানসভা ভোট ৷ তাই সংগঠনের ফাঁক ফোকর মেরামত করতে নেমেছে পদ্ম শিবির ৷ সোমবার বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ কলকাতা জ়োনের সংগঠনের বিস্তারিত রিপোর্ট নিলেন ৷ বিজেপির কলকাতা জ়োনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় সন্তোষকে কলকাতার জ়োনের প্রতিটি বিধানসভা ধরে ধরে বিস্তারিত রিপোর্ট দেন।
![নজরে 51 আসন, সন্তোষকে সাংগঠনিক রিপোর্ট শোভনের sovan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10381580-613-10381580-1611625911346.jpg?imwidth=3840)
কলকাতা, 26 জানুযারি : একুশের বিধানসভা নির্বাচনে কলকাতা ও শহরতলিতে 51টি আসনে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি ৷ এজন্য অনেক আগে থাকতেই সংগঠন তৈরিতে জোর দেওয়া হয়েছে ৷ পশ্চিমবঙ্গকে পাঁচটি জ়োনে ভাগ করে সংগঠনের রূপরেখা তৈরি করেছে গেরুয়া শিবির ৷ রাজ্যকে কলকাতা, নবদ্বীপ, রাঢ়বঙ্গ, মেদিনীপুর ও উত্তরবঙ্গ এই 5 জ়োনে ভাগ করা হয়েছে । কলকাতা জ়োনে কলকাতা ছাড়াও দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনার 3টি মহকুমাকে রাখা হয়েছে। প্রত্যেক জ়োনের দায়িত্বে আছেন একাধিক রাজ্য নেতা ৷ তাঁদের সহায়তা করছেন কেন্দ্রীয় নেতারা ৷ কলকাতা জ়োনে শোভন-বৈশাখি-শঙ্কুদেব পণ্ডা ছাড়াও সাংগঠনিক কাজ দেখছেন বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ কলকাতা জ়োনের সাংগঠনিক কাজের বিস্তারিত রিপোর্ট নিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ।
বিজেপির সূত্রে খবর, 5 ফেব্রুয়ারি উত্তরবঙ্গ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা " পরিবর্তন যাত্রার" সূচনা করবে। উত্তর ও দক্ষিণ কলকাতা, উত্তর শহরতলির জেলায় 51 টি আসন কী ভাবে পরিবর্তন যাত্রা বের হবে তার রুট ম্যাপ কী হবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। বিজেপির কলকাতা জ়োনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় সোমবার বিএল সন্তোষকে কলকাতার জ়োনের সাংগঠনিক বিষয়ে বিধানসভা ধরে ধরে বিস্তারিত রিপোর্ট দেন। এর পর উত্তর কলকাতার জেলা সভাপতি শিবাজী সিংহরায়, দক্ষিণ কলকাতার জেলা সভাপতি শংকর শিকদার ও উত্তর শহরতলির জেলা সভাপতি কিশোর কর নিজের নিজের জেলার সংগঠনের বিস্তারিত রিপোর্ট দেন।
বিজেপি সূত্রে খবর, রোহিঙ্গা ইশুতে বিস্তারিত আলোচনা হয়েছে । কী করে এরা ভোটার তালিকায় জায়গা পাচ্ছে? সেই বিষয়টাও নজর দিতে হবে। সীমান্তে যেখানে সংখ্যালঘু এলাকা সেখানে ভোটে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে বিশেষ নজর দেওয়ার অনুরোধ করা হবে বলেও আলোচনা হয় বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে ৷ গতকাল সকাল থেকেই দফায় দফায় বৈঠক করেন বিএল সন্তোষ। প্রথমে বিস্তারকদের নিয়ে বৈঠক হয়। দ্বিতীয় দফায় নির্বাচন কমিটির বৈঠক বসে ৷ শেষ পর্যায়ে কলকাতা ও শহরতলির জেলার বিস্তারিত রিপোর্ট নেন বি এল সন্তোষ। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নিত্তানন্দা রাই ও জলসম্পদ মন্ত্রী গজেন্দ্র সিং শেখায়ত উপস্থিত ছিলেন। বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, " এটা দলের অভ্যন্তরীণ বৈঠক। মূলত সংগঠনিক বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে ৷"