ETV Bharat / city

Shootout at Park Circus: মানসিক অবসাদে ভুগছিলেন কনস্টেবল চোডুপ লেপচা ! পার্ক সার্কাস শুট-আউটে প্রশ্ন একাধিক - Chodup Lepcha

পার্ক সার্কাস শুট আউটের ঘটনায়, মৃত কনস্টেবল মানসিক অবসাদে ভুগছিলেন বলে মনে করছে লালবাজারের আধিকারিকরা ৷ তবে, পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী (Shootout at Park Circus Chodup Lepcha Might be in Mental Depression) ৷

Shootout at Park Circus Chodup Lepcha Might be in Mental Depression
Shootout at Park Circus Chodup Lepcha Might be in Mental Depression
author img

By

Published : Jun 10, 2022, 6:47 PM IST

Updated : Jun 10, 2022, 7:15 PM IST

কলকাতা, 10 জুন : পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে শুটআউটের ঘটনায় সম্ভবত মানসিক অবসাদে ভুগছিলেন আত্মঘাতী পুলিশ কনস্টেবল সি লেপচা ৷ ঘটনাস্থলে গিয়ে এমনটাই জানালেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী ৷ তবে, তিনি সেই কারণেই এলোপাথাড়ি গুলি চালিয়েছেন কি না, তা এখনও নিশ্চিত নয় পুলিশ প্রশাসন (Shootout at Park Circus Chodup Lepcha Might be in Mental Depression) ৷

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল কড়েয়া থানার লোয়ার রেঞ্জ রোড দিয়ে হাঁটতে হাঁটতে এগোচ্ছিলেন সি লেপচা ৷ সেই সময় তাঁর কাঁধে সার্ভিস এসএলআর ছিল ৷ একটি আউটপোস্টের সামনে কর্তব্যরত ছিলেন তিনি ৷ কাঁধে এসএলআর নিয়ে হাঁটার সময়ই আচমকাই গুলি চালাতে শুরু করেন সি লেপচা ৷ সেই সময় সেখান দিয়ে একটি বাইকের সওয়ারির আসনে বসে যাচ্ছিলেন হাওড়া দাসনগরের বাসিন্দা রিমা সিং ৷ গুলি গিয়ে তাঁর গায়ে লাগে ৷

পার্ক সার্কাস শুট-আউটে প্রশ্ন একাধিক

আরও পড়ুন : Shootout at Park Circus : বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এলোপাথাড়ি গুলি, পুলিশ কর্মী-সহ মৃত 2

কড়েয়া থানা এবং বেনিয়াপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ ঘটনায় আরও 2 জন পথচারী গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর ৷ আহতদের মধ্যে একজন বাইক চালক, যাঁর বাইকে রিমা সিং বসেছিলেন ৷ তার পরেই নিজেকে গুলি করেন সি লেপচা ৷

কলকাতা, 10 জুন : পার্ক সার্কাসে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে শুটআউটের ঘটনায় সম্ভবত মানসিক অবসাদে ভুগছিলেন আত্মঘাতী পুলিশ কনস্টেবল সি লেপচা ৷ ঘটনাস্থলে গিয়ে এমনটাই জানালেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী ৷ তবে, তিনি সেই কারণেই এলোপাথাড়ি গুলি চালিয়েছেন কি না, তা এখনও নিশ্চিত নয় পুলিশ প্রশাসন (Shootout at Park Circus Chodup Lepcha Might be in Mental Depression) ৷

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল কড়েয়া থানার লোয়ার রেঞ্জ রোড দিয়ে হাঁটতে হাঁটতে এগোচ্ছিলেন সি লেপচা ৷ সেই সময় তাঁর কাঁধে সার্ভিস এসএলআর ছিল ৷ একটি আউটপোস্টের সামনে কর্তব্যরত ছিলেন তিনি ৷ কাঁধে এসএলআর নিয়ে হাঁটার সময়ই আচমকাই গুলি চালাতে শুরু করেন সি লেপচা ৷ সেই সময় সেখান দিয়ে একটি বাইকের সওয়ারির আসনে বসে যাচ্ছিলেন হাওড়া দাসনগরের বাসিন্দা রিমা সিং ৷ গুলি গিয়ে তাঁর গায়ে লাগে ৷

পার্ক সার্কাস শুট-আউটে প্রশ্ন একাধিক

আরও পড়ুন : Shootout at Park Circus : বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে এলোপাথাড়ি গুলি, পুলিশ কর্মী-সহ মৃত 2

কড়েয়া থানা এবং বেনিয়াপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ ঘটনায় আরও 2 জন পথচারী গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর ৷ আহতদের মধ্যে একজন বাইক চালক, যাঁর বাইকে রিমা সিং বসেছিলেন ৷ তার পরেই নিজেকে গুলি করেন সি লেপচা ৷

Last Updated : Jun 10, 2022, 7:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.