ETV Bharat / city

Shikha Mitra : 6 বছর পর তৃণমূলে প্রত্যাবর্তন সোমেন-জায়া শিখার

6 বছর পর তৃণমূল কংগ্রেসে ফিরলেন সোমেন মিত্রের (Somen Mitra) স্ত্রী শিখা মিত্র (Shikha Mitra) ৷ এদিন তৃণমূলের পার্টি অফিসে মালা রায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি ৷ জানা যাচ্ছে, তৃণমূলের 'বঙ্গ জননী বাহিনী'র দায়িত্ব দেওয়া হতে পারে তাঁকে ৷

তৃণমূলে প্রত্যাবর্তন সোমেন জায়া শিখার
তৃণমূলে প্রত্যাবর্তন সোমেন জায়া শিখার
author img

By

Published : Aug 29, 2021, 2:43 PM IST

Updated : Aug 29, 2021, 4:29 PM IST

কলকাতা, 29 অগস্ট : 6 বছর পর তৃণমূল কংগ্রেসে ফিরলেন প্রয়াত সোমেন মিত্রের (Somen Mitra) স্ত্রী শিখা মিত্র (Shikha Mitra) ৷ শনিবার দুপুরে তিনি তৃণমূলে যোগ দেন ৷ রবিবার দুপুরের তিনি তৃণমূল সাংসদ মালা রায় (Mala Roy), বিধায়ক নয়না বন্দ্যোপাধ্য়ায়ের (Nayna Bandyopadhyay) হাত ধরে চৌরঙ্গির তৃণমূল পার্টি অফিসে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন ৷ এদিন তৃণমূলের পতাকা হাতে নিয়ে শিখা জানান, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর খোঁজ নিয়েছেন ৷ তাতে তিনি আপ্লুত । কোনওদিন তৃণমূল ছাড়েননি বলেও দাবি করা শিখাকে দলের 'বঙ্গ জননী বাহিনী'র গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হবে বলে খবর ।

তৃণমূলের সঙ্গে শিখা মিত্রর যোগাযোগ নতুন কিছু নয় । মূলত তাঁর উদ্যোগেই সোমেন-মমতার সেতুবন্ধন হয় ৷ একদা মমতার ঘোরতর বিরোধী সোমেন মিত্র তৃণমূলে যোগ দেন ৷ ডায়মন্ডহারবারের সাংসদও হন ৷ শিখা হন তৃণমূল বিধায়ক ৷ যদিও তৃণমূলে বেশি দিন থাকেননি সোমেন ৷ ফের কংগ্রেসে ফিরে আসেন তিনি ৷ শিখার সঙ্গেও তৃণমূলের সংস্রব ছিন্ন হয় । তারপর রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন তিনি ৷ বলতে গেলে রাজনীতির জগতের সঙ্গে সংসর্গ ত্যাগ করেছিলেন । তৃতীয়বার তৃণমূল সরকার গঠনের পর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফোন করেন শিখাকে । দলের 'বঙ্গ জননী বাহিনী'র কথা উল্লেখ করে তাঁকে দলে যোগদানের আমন্ত্রণ জানান । মহিলাদের জন্য তৈরি বাহিনীতে শিখার গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে, এ কথাও তিনি জানান সোমেন-পত্নীকে । তারপরও অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিখাদেবী খানিকটা সময় নেন ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিখা জানান, তিনি কখনও কংগ্রেসে যোগ দেননি ৷

এ বছর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় হঠাৎই শিখা মিত্রের নাম ঘোষণা করে দেওয়া হয়েছিল । যদিও তিনি বিজেপি প্রার্থী হওয়ার বিষয়ে কোনও সম্মতি দেননি বলেই দাবি করেছিলেন ৷ তবে সোমেন-পত্নী তৃণমূলে যোগ দিলেও ছেলে রোহন এবার কী করবেন সেদিকে নজর বিধানভবনের । কারণ শিখা কংগ্রেসের সদস্য না হলেও রোহন এখনও কংগ্রেসের সদস্য । এমনকী, রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রোহন মিত্র । পাশাপাশি শনিবারই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন সোমেনপুত্র । অনুষ্ঠানে ছিলেন কংগ্রেস নেতৃত্ব । তাই এখনই রোহন তৃণমূল শিবিরে নাম লেখাবেন না বলেই মনে করছে প্রদেশ নেতৃত্ব ।

আরও পড়ুন : Prosenjit Chatterjee : ট্রোলের জবাব প্রসেনজিতের, কঠিন সময়ে ঘৃণা সরিয়ে উদার হওয়ার বার্তা

কলকাতা, 29 অগস্ট : 6 বছর পর তৃণমূল কংগ্রেসে ফিরলেন প্রয়াত সোমেন মিত্রের (Somen Mitra) স্ত্রী শিখা মিত্র (Shikha Mitra) ৷ শনিবার দুপুরে তিনি তৃণমূলে যোগ দেন ৷ রবিবার দুপুরের তিনি তৃণমূল সাংসদ মালা রায় (Mala Roy), বিধায়ক নয়না বন্দ্যোপাধ্য়ায়ের (Nayna Bandyopadhyay) হাত ধরে চৌরঙ্গির তৃণমূল পার্টি অফিসে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন ৷ এদিন তৃণমূলের পতাকা হাতে নিয়ে শিখা জানান, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর খোঁজ নিয়েছেন ৷ তাতে তিনি আপ্লুত । কোনওদিন তৃণমূল ছাড়েননি বলেও দাবি করা শিখাকে দলের 'বঙ্গ জননী বাহিনী'র গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেওয়া হবে বলে খবর ।

তৃণমূলের সঙ্গে শিখা মিত্রর যোগাযোগ নতুন কিছু নয় । মূলত তাঁর উদ্যোগেই সোমেন-মমতার সেতুবন্ধন হয় ৷ একদা মমতার ঘোরতর বিরোধী সোমেন মিত্র তৃণমূলে যোগ দেন ৷ ডায়মন্ডহারবারের সাংসদও হন ৷ শিখা হন তৃণমূল বিধায়ক ৷ যদিও তৃণমূলে বেশি দিন থাকেননি সোমেন ৷ ফের কংগ্রেসে ফিরে আসেন তিনি ৷ শিখার সঙ্গেও তৃণমূলের সংস্রব ছিন্ন হয় । তারপর রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন তিনি ৷ বলতে গেলে রাজনীতির জগতের সঙ্গে সংসর্গ ত্যাগ করেছিলেন । তৃতীয়বার তৃণমূল সরকার গঠনের পর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফোন করেন শিখাকে । দলের 'বঙ্গ জননী বাহিনী'র কথা উল্লেখ করে তাঁকে দলে যোগদানের আমন্ত্রণ জানান । মহিলাদের জন্য তৈরি বাহিনীতে শিখার গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে, এ কথাও তিনি জানান সোমেন-পত্নীকে । তারপরও অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শিখাদেবী খানিকটা সময় নেন ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিখা জানান, তিনি কখনও কংগ্রেসে যোগ দেননি ৷

এ বছর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় হঠাৎই শিখা মিত্রের নাম ঘোষণা করে দেওয়া হয়েছিল । যদিও তিনি বিজেপি প্রার্থী হওয়ার বিষয়ে কোনও সম্মতি দেননি বলেই দাবি করেছিলেন ৷ তবে সোমেন-পত্নী তৃণমূলে যোগ দিলেও ছেলে রোহন এবার কী করবেন সেদিকে নজর বিধানভবনের । কারণ শিখা কংগ্রেসের সদস্য না হলেও রোহন এখনও কংগ্রেসের সদস্য । এমনকী, রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রোহন মিত্র । পাশাপাশি শনিবারই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন সোমেনপুত্র । অনুষ্ঠানে ছিলেন কংগ্রেস নেতৃত্ব । তাই এখনই রোহন তৃণমূল শিবিরে নাম লেখাবেন না বলেই মনে করছে প্রদেশ নেতৃত্ব ।

আরও পড়ুন : Prosenjit Chatterjee : ট্রোলের জবাব প্রসেনজিতের, কঠিন সময়ে ঘৃণা সরিয়ে উদার হওয়ার বার্তা

Last Updated : Aug 29, 2021, 4:29 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.