কলকাতা, 16 জানুয়ারি : বাংলা নাট্যজগতে নক্ষত্রপতন ৷ চলে গেলেন শাঁওলি মিত্র (Shaoli Mitra Passes Away) ৷ রবিবার বিকেল 3টে 40মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ 2019 সালের মাঝামাঝি সময় থেকেই অসুস্থ ছিলেন পঞ্চম বৈদিকের কর্ণধার। ভুগছিলেন নিউমোনিয়ায় ৷ রবিবার 74 বছর বয়সে জীবনের রঙ্গমঞ্চে লড়াই থামল কিংবদন্তি শম্ভু মিত্রের কন্যার ৷
মৃত্যুর আগে ইচ্ছেপত্র লিখেছিলেন শাঁওলি ৷ সেখানে বাবা শম্ভু মিত্রের পথে হেঁটে মৃত্যুর পর মরদেহ নিয়ে অহেতুক বাড়াবাড়ি থেকে বিরত থাকতে বলেছিলেন তিনি ৷ একইসঙ্গে শেষকৃত্যের পর মৃত্যুসংবাদ জানানোর কথা ইচ্ছেপত্রে উল্লেখ করেছিলেন তিনি ৷ তাঁর সেই ইচ্ছেকে মান্যতা দিয়েই অন্ত্যোষ্টি ক্রিয়ার পরেই প্রয়াণের খবর অনুরাগীদের সামনে আনা হয় ৷ সিরীটি মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় শাঁওলি মিত্রের ৷
থিয়েটারে অভিনয়ের পাশাপাশি ঋত্বিক ঘটক পরিচালিত কালজয়ী 'যুক্তি তক্কো আর গপ্পো' ছবিতে বঙ্গবালা চরিত্রে অভিনয়ের মধ্য়ে দিয়ে বাংলা চলচ্চিত্রে হাতেখড়ি হয়েছিল শম্ভু মিত্র-তৃপ্তি মিত্রের কন্যার ৷ যদিও আর লম্বা হয়নি তাঁর চলচ্চিত্র জীবন ৷ বাবা-মায়ের নাট্যধারা বয়ে নিয়ে যাওয়ার যে দায়িত্ব তাঁর উপর বর্তেছিল, শাঁওলি সাফল্যের সঙ্গে পালন করেছিলেন ৷
বাংলা থিয়েটারে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ 2003 সঙ্গীত নাটক অ্যাকাডেনি পুরস্কার, 2009 সালে পদ্মশ্রী, 2012 সালে বঙ্গবিভূষণে সম্মানিত হন শাঁওলি ৷ তাঁর জনপ্রিয় নাটকগুলির মধ্যে ডাকঘর, নাথবতী অনাথবৎ, পুতুলখেলা, একটি রাজনৈতিক হত্যা উপরের সারিতে থাকবে ৷ শাঁওলি মিত্রকে বাংলা নাট্যজগতের মহীরুহ আখ্যা দিয়ে তাঁর মৃত্যুতে শোকবার্তা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী বলেন, "শাঁওলি মিত্র অভিনীত নাথবতী অনাথবৎ, কথা অমৃতসমান-এর মতো সৃষ্টিকর্ম বাংলার লোকমানসে চিরস্মরণীয় হয়ে থাকবে ৷"