ETV Bharat / city

SFI Rally: শহরের চার প্রান্ত থেকে ছাত্রদের মিছিল যাচ্ছে এসএফআই সমাবেশে

এসএফআই-এর সর্বভারতীয় ছাত্র সমাবেশে যোগ দিতে শহরের চার প্রান্ত থেকে যাচ্ছে ছাত্রদের মিছিল ৷ এসএফআই-র পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে আয়োজিত জাঠা শেষ হবে কলকাতায় (SFI Rally)।

sfi-rallies-start-from-4-places-of-kolkata
শহরের চার প্রান্ত থেকে ছাত্রদের মিছিল যাচ্ছে এসএফআই সমাবেশে
author img

By

Published : Sep 2, 2022, 1:04 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: শিক্ষা বাঁচাও, দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও - এই স্লোগানকে সামনে রেখে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-র পূর্ব ও উত্তর-পূর্ব ভারত জুড়ে আয়োজিত জাঠা শেষ হচ্ছে কলকাতায় (SFI Rally)। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Kolkata Rally) সামনে হবে সর্বভারতীয় ছাত্র সমাবেশ । সেই উপলক্ষে কলকাতার চার প্রান্ত থেকে চার মিছিল মিশবে কলেজ স্ট্রিটে ।

শ্যামবাজার মোড় থেকে একাধিক কলেজ গেট ছুঁয়ে কলেজ স্ট্রিট পৌঁছবে সংগঠনের কলকাতা জেলার মিছিল । সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে হুগলি জেলার মিছিল শুরু হবে । হাওড়া, বর্ধমান-সহ একাধিক জেলার মিছিল শুরু হবে হাওড়া স্টেশন থেকে । উত্তর ও দক্ষিণ 24 পরগনা মিছিল হবে শিয়ালদহ স্টেশন থেকে । কলকাতার মিছিলে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের জেলা সভাপতি দেবাঞ্জন দে ও সম্পাদক মহম্মদ আতিফ নিসার ।

দেশের বিজেপি সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে তোপ দেগেছেন এসএফআই নেতারা ৷ পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারের সময়কালে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ তাঁদের ৷

কলকাতা, 2 সেপ্টেম্বর: শিক্ষা বাঁচাও, দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও - এই স্লোগানকে সামনে রেখে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-র পূর্ব ও উত্তর-পূর্ব ভারত জুড়ে আয়োজিত জাঠা শেষ হচ্ছে কলকাতায় (SFI Rally)। কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Kolkata Rally) সামনে হবে সর্বভারতীয় ছাত্র সমাবেশ । সেই উপলক্ষে কলকাতার চার প্রান্ত থেকে চার মিছিল মিশবে কলেজ স্ট্রিটে ।

শ্যামবাজার মোড় থেকে একাধিক কলেজ গেট ছুঁয়ে কলেজ স্ট্রিট পৌঁছবে সংগঠনের কলকাতা জেলার মিছিল । সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে হুগলি জেলার মিছিল শুরু হবে । হাওড়া, বর্ধমান-সহ একাধিক জেলার মিছিল শুরু হবে হাওড়া স্টেশন থেকে । উত্তর ও দক্ষিণ 24 পরগনা মিছিল হবে শিয়ালদহ স্টেশন থেকে । কলকাতার মিছিলে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের জেলা সভাপতি দেবাঞ্জন দে ও সম্পাদক মহম্মদ আতিফ নিসার ।

দেশের বিজেপি সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে তোপ দেগেছেন এসএফআই নেতারা ৷ পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারের সময়কালে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ তাঁদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.