ETV Bharat / city

SFI March for Education: জাতীয় শিক্ষানীতি বিরুদ্ধে শ্রীনগর থেকে শুরু হল এসএফআইয়ের ‘মার্চ ফর এডুকেশন’

জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে ‘মার্চ ফর এডুকেশন’ কর্মসূচির সূচনা করল এসএফআই (SFI Jatha March for Education Against National Education Policy Starts from Srinagar) ৷ দেড় মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে বামপন্থী এই ছাত্র সংগঠনের নেতারা জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রচার চালাবে বলে জানা গিয়েছে ৷

SFI Jatha March for Education Against National Education Policy Starts from Srinagar
SFI Jatha March for Education Against National Education Policy Starts from Srinagar
author img

By

Published : Aug 1, 2022, 8:30 PM IST

কলকাতা, 1 অগস্ট: কেন্দ্রের নয়া জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে এসএফআই এর দেড় মাসের বিশেষ কর্মসূচি ‘মার্চ ফর এডুকেশন’ ৷ বাম ছাত্র সংগঠনের দেড় মাস ব্যাপি এই কর্মসূচি অর্থাৎ, জাঠা আজ শ্রীনগর থেকে শুরু হয়েছে (SFI Jatha March for Education Against National Education Policy Starts from Srinagar) ৷ আজ শ্রীনগরে এর সূচনা করেন মহম্মদ ইউসুফ তারিগামী ৷ এসএফআই সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস এবং আকিব জারগর সেখানে উপস্থিত ছিলেন ৷ কলকাতায় এসে এই মিছিল জাঠা শেষ হবে ৷ রাজ্যের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সেই সমাবেশের সূচনা করবেন বলে এসএফআই এর তরফে জানানো হয়েছে ৷

কাশ্মীরের এই জাঠা কন্যাকুমারী পর্যন্ত যাবে ৷ 12 অগস্ট আগরতলা থেকে উত্তর-পূর্ব ভারতে এসএফআই এর এই কর্মসূচি শুরু হবে ৷ আর 13 অগস্ট পাটনা থেকে শুরু হবে এসএফআই এর পূর্বভারতের জাঠা ৷ 5 সেপ্টেম্বর পশ্চিম ভারতে এই কর্মসূচি পালন করবে বাম ছাত্র সংগঠন ৷

কেন্দ্রের নয়া জাতীয় শিক্ষানীতির বিরোধিতায় জনমত গড়তেই এসএফআই এর এই কর্মসূচি বলে জানা যাচ্ছে ৷ এ নিয়ে রাজ্য এসএফআই সভাপতি প্রতীকুর রহমানের দাবি, কেন্দ্রের বিজেপি সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে ৷ সেই নিয়েই তাঁদের এই কর্মসূচি ৷ তাঁর অভিযোগ, শিক্ষার মৌলিক বিষয়কে বাদ দিয়ে কেন্দ্রের সরকার নতুন শিক্ষানীতি তৈরি করেছে ৷ শিক্ষা ক্ষেত্রে বেসরকারিকরণের রাস্তা খুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ প্রতীকুরের ৷

জাতীয় শিক্ষানীতি বিরুদ্ধে এসএফআইয়ের ‘মার্চ ফর এডুকেশন’

আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে এসএফআইয়ের জাঠা 'মার্চ ফর এডুকেশন'

এসএফআই এর তরফে এর আগে জাতীয় শিক্ষানীতি নিয়ে একাধিকবার প্রতিবাদ করা হয়েছিল ৷ যেখানে অভিযোগ করা হয়েছিল, নয়া জাতীয় শিক্ষানীতি লাগু হলে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা স্কুল শিক্ষা থেকে বঞ্চিত হবে ৷ এমনকি একে জাতীয় শিক্ষানীতির বদলে, আরএসএস নীতি বলেও কটাক্ষ করা হয়েছিল ৷

কলকাতা, 1 অগস্ট: কেন্দ্রের নয়া জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে এসএফআই এর দেড় মাসের বিশেষ কর্মসূচি ‘মার্চ ফর এডুকেশন’ ৷ বাম ছাত্র সংগঠনের দেড় মাস ব্যাপি এই কর্মসূচি অর্থাৎ, জাঠা আজ শ্রীনগর থেকে শুরু হয়েছে (SFI Jatha March for Education Against National Education Policy Starts from Srinagar) ৷ আজ শ্রীনগরে এর সূচনা করেন মহম্মদ ইউসুফ তারিগামী ৷ এসএফআই সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস এবং আকিব জারগর সেখানে উপস্থিত ছিলেন ৷ কলকাতায় এসে এই মিছিল জাঠা শেষ হবে ৷ রাজ্যের বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সেই সমাবেশের সূচনা করবেন বলে এসএফআই এর তরফে জানানো হয়েছে ৷

কাশ্মীরের এই জাঠা কন্যাকুমারী পর্যন্ত যাবে ৷ 12 অগস্ট আগরতলা থেকে উত্তর-পূর্ব ভারতে এসএফআই এর এই কর্মসূচি শুরু হবে ৷ আর 13 অগস্ট পাটনা থেকে শুরু হবে এসএফআই এর পূর্বভারতের জাঠা ৷ 5 সেপ্টেম্বর পশ্চিম ভারতে এই কর্মসূচি পালন করবে বাম ছাত্র সংগঠন ৷

কেন্দ্রের নয়া জাতীয় শিক্ষানীতির বিরোধিতায় জনমত গড়তেই এসএফআই এর এই কর্মসূচি বলে জানা যাচ্ছে ৷ এ নিয়ে রাজ্য এসএফআই সভাপতি প্রতীকুর রহমানের দাবি, কেন্দ্রের বিজেপি সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে ৷ সেই নিয়েই তাঁদের এই কর্মসূচি ৷ তাঁর অভিযোগ, শিক্ষার মৌলিক বিষয়কে বাদ দিয়ে কেন্দ্রের সরকার নতুন শিক্ষানীতি তৈরি করেছে ৷ শিক্ষা ক্ষেত্রে বেসরকারিকরণের রাস্তা খুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ প্রতীকুরের ৷

জাতীয় শিক্ষানীতি বিরুদ্ধে এসএফআইয়ের ‘মার্চ ফর এডুকেশন’

আরও পড়ুন: জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে এসএফআইয়ের জাঠা 'মার্চ ফর এডুকেশন'

এসএফআই এর তরফে এর আগে জাতীয় শিক্ষানীতি নিয়ে একাধিকবার প্রতিবাদ করা হয়েছিল ৷ যেখানে অভিযোগ করা হয়েছিল, নয়া জাতীয় শিক্ষানীতি লাগু হলে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা স্কুল শিক্ষা থেকে বঞ্চিত হবে ৷ এমনকি একে জাতীয় শিক্ষানীতির বদলে, আরএসএস নীতি বলেও কটাক্ষ করা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.