ETV Bharat / city

Sonagachi Murder: সোনাগাছিতে খুন যৌনকর্মী ! ঘর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার - যৌনকর্মী খুন

সোনাগাছিতে খুন যৌনকর্মী (Sonagachi Murder)! তাঁর ঘর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ ৷ তাঁর দেহে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন মিলেছে ৷

Sex worker allegedly killed at Sonagachi
সোনাগাছিতে খুন যৌনকর্মী ! ঘর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার
author img

By

Published : Jul 24, 2022, 12:14 PM IST

কলকাতা, 24 জুলাই: ফের খাস কলকাতায় খুন ! এ বার ঘটনাস্থল উত্তর কলকাতার সোনাগাছি (Sonagachi Murder)। জানা গিয়েছে, সেখানকার এক যৌনকর্মীকে খুন করে এলাকা ছেড়ে পালায় আততায়ীরা । মৃতার দেহে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, গতকাল রাত দশটা নাগাদ বড়তলা থানায় খবর আসে যে, সোনাগাছি থেকে এক যৌনকর্মীর দেহ উদ্ধার হয়েছে । ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ৷ খবর দেওয়া হয় লালবাজারের হোমিসাইড বিভাগে ।

জানা গিয়েছে, ওই মহিলা যৌনকর্মীর (Sex worker allegedly killed at Sonagachi) ঘাড়ে, মাথায় এবং হাতে ধারাল অস্ত্রের একাধিক কোপ দেওয়ার চিহ্ন মিলেছে । পাশাপাশি যে ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে তিনি সেখানেই থাকতেন বলে জানা গিয়েছে । কিন্তু এমন জনবহুল জায়গায় এ ভাবে একটি খুনের ঘটনা যদি ঘটে, তাহলে সেটা কারও নজরে কেন এল না তা নিয়ে আরও সন্দেহ বাড়ছে গোয়েন্দাদের মনে । পাশাপাশি ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল এবং ঘরের ভিতরে আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে লণ্ডভণ্ড অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ । ইতিমধ্যেই তদন্তে নেমেছে বড়তলা থানার পুলিশ ।

আরও পড়ুন: পাওনা টাকা ফেরত দেওয়ার নামে ডেকে পিটিয়ে খুন

দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । কিন্তু ওই যৌনকর্মীর দেহে একাধিক জায়গায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন দেখে কলকাতা পুলিশের হোমিাসাইড শাখার গোয়েন্দারা প্রাথমিক ভাবে অনুমান করছেন তাঁকে খুন করা হয়েছে (Sex worker killed)।

কলকাতা, 24 জুলাই: ফের খাস কলকাতায় খুন ! এ বার ঘটনাস্থল উত্তর কলকাতার সোনাগাছি (Sonagachi Murder)। জানা গিয়েছে, সেখানকার এক যৌনকর্মীকে খুন করে এলাকা ছেড়ে পালায় আততায়ীরা । মৃতার দেহে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, গতকাল রাত দশটা নাগাদ বড়তলা থানায় খবর আসে যে, সোনাগাছি থেকে এক যৌনকর্মীর দেহ উদ্ধার হয়েছে । ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ৷ খবর দেওয়া হয় লালবাজারের হোমিসাইড বিভাগে ।

জানা গিয়েছে, ওই মহিলা যৌনকর্মীর (Sex worker allegedly killed at Sonagachi) ঘাড়ে, মাথায় এবং হাতে ধারাল অস্ত্রের একাধিক কোপ দেওয়ার চিহ্ন মিলেছে । পাশাপাশি যে ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে তিনি সেখানেই থাকতেন বলে জানা গিয়েছে । কিন্তু এমন জনবহুল জায়গায় এ ভাবে একটি খুনের ঘটনা যদি ঘটে, তাহলে সেটা কারও নজরে কেন এল না তা নিয়ে আরও সন্দেহ বাড়ছে গোয়েন্দাদের মনে । পাশাপাশি ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল এবং ঘরের ভিতরে আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে লণ্ডভণ্ড অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ । ইতিমধ্যেই তদন্তে নেমেছে বড়তলা থানার পুলিশ ।

আরও পড়ুন: পাওনা টাকা ফেরত দেওয়ার নামে ডেকে পিটিয়ে খুন

দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে । কিন্তু ওই যৌনকর্মীর দেহে একাধিক জায়গায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন দেখে কলকাতা পুলিশের হোমিাসাইড শাখার গোয়েন্দারা প্রাথমিক ভাবে অনুমান করছেন তাঁকে খুন করা হয়েছে (Sex worker killed)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.