ETV Bharat / city

Road Accident: পথ দুর্ঘটনা রোধে একাধিক পদক্ষেপের আশ্বাস পরিবহণ মন্ত্রীর - স্নেহাশিস চক্রবর্তী

আধুনিক কলকাতা শহরের সবচেয়ে বড় অভিশাপ পথ দুর্ঘটনা এবং তার জেরে মৃত্যু ৷ এর থেকে মুক্তি পেতে একাধিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার (Prevent Road Accident in Kolkata) কথা জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ৷

several-initiative-will-take-to-prevent-road-accident-in-kolkata
Several Initiative will Take to Prevent Road Accident in Kolkata
author img

By

Published : Aug 30, 2022, 10:25 PM IST

কলকাতা, 30 অগস্ট: পথ দুর্ঘটনা রুখতে এবং কলকাতা রাজপথে যানজট নিয়ন্ত্রণ করতে একাধিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য পরিবহণ দফতর ৷ আজ কসবা বাস ডিপোতে একটি ওয়াটার এটিএম এর উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ৷

পরিবহণ মন্ত্রী জানান, বিভিন্ন রাস্তায় গাড়ির সর্বোচ্চ গতি বেঁধে দেওয়া হবে ৷ বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনার খবর প্রায় পাওয়া যায় ৷ সাম্প্রতিককালের উদাহরণ বালিগঞ্জ সার্কুলার রোডে বিলাস বহুল গাড়ির বেপরোয়া গতির জেরে এক মহিলার মৃত্যু ৷ তাই পথ দুর্ঘটনা এড়ানো এবং পথচারীদের সুরক্ষার উপর জোর দিচ্ছে পরিবহণ দফতর ৷ পাশাপাশি রাস্তায় খানাখন্দের জন্যেও দুর্ঘটনা ঘটেছে কলকাতা ৷ যেমন সম্প্রতি খিদিরপুরে গাড়ির উপর ট্রাক উলটে যাওয়ার ঘটনা ৷ কলকাতা পৌরনিগমের কাউন্সিলর রাম পেয়ারে রামের ছেলের মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায় ৷ তাই ভাঙা চোরা রাস্তাগুলিকে দ্রুততার সঙ্গে মেরামত করার কথাও জানিয়েছেন মন্ত্রী ৷

পরিবহন মন্ত্রী বলেন, ‘‘পথ দুর্ঘটনা তো একেবারেই কাম্য নয় ৷ তাই তার সংখ্যা একেবারে শূন্যে নামিয়ে আনতে আমরা একাধিক পদক্ষেপ করব (Prevent Road Accident in Kolkata) ৷ যেমন চালক এবং যাত্রীদের আরও সচেতন করতে হবে ৷ তাই বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্প চালাব ৷ এ ছাড়া জনবহুল রাস্তাগুলিতে যানবাহনের গতি বেঁধে দেওয়া হবে ৷ ধাপে ধাপে সমস্ত কাজগুলি করা হবে এবং তা দ্রুততার সঙ্গেই হবে ৷ এছাড়াও, যেভাবে শহর কলকাতায় যানবাহনের সংখ্যা বাড়ছে, তার জন্য বাড়ছে বায়ু দূষণ ও যানজট ৷ এই বিষয়টিকেও নিয়ন্ত্রণ করতে চায় পরিবহণ দফতর ৷ তাই যাত্রী হয়রানি রুখতে এবং যানজট কম করতেও একাধিক পদক্ষেপ করার কথা ভাবা হচ্ছে ৷

পথ দুর্ঘটনা রোধে একাধিক পদক্ষেপের আশ্বাস পরিবহণ মন্ত্রীর

আরও পড়ুন: পথ দুর্ঘটনা এড়াতে কলকাতার 24টি গুরুত্বপূর্ণ মোড়ে তৈরি হচ্ছে প্যাডিস্ট্রিয়ান আইল্যান্ড

আজ কসবা বাস ডিপোতে যে ওয়াটার এটিএম এর উদ্বোধন করা হল, তাতে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন চালক ও যাত্রীরা ৷ এখানে জল ভরতে কয়েন এবং কিউআর কোড (QR Code) ব্যবহার করতে হবে ৷ পাশাপাশি স্মার্ট ফোনের মাধ্যমে ডিজিটাল পেমেন্টও করা যাবে ৷ প্রতি ঘণ্টায় 250 লিটার বিশুদ্ধ জল পাওয়া যাবে এই স্মার্ট ওয়াটার এটিএম থেকে ৷ 500 মিলিলিটার জল ভরতে খরচ হবে 1 টাকা এবং 1 লিটার জল ভরতে খরচ পড়বে 2 টাকা ৷

কলকাতা, 30 অগস্ট: পথ দুর্ঘটনা রুখতে এবং কলকাতা রাজপথে যানজট নিয়ন্ত্রণ করতে একাধিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য পরিবহণ দফতর ৷ আজ কসবা বাস ডিপোতে একটি ওয়াটার এটিএম এর উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ৷

পরিবহণ মন্ত্রী জানান, বিভিন্ন রাস্তায় গাড়ির সর্বোচ্চ গতি বেঁধে দেওয়া হবে ৷ বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনার খবর প্রায় পাওয়া যায় ৷ সাম্প্রতিককালের উদাহরণ বালিগঞ্জ সার্কুলার রোডে বিলাস বহুল গাড়ির বেপরোয়া গতির জেরে এক মহিলার মৃত্যু ৷ তাই পথ দুর্ঘটনা এড়ানো এবং পথচারীদের সুরক্ষার উপর জোর দিচ্ছে পরিবহণ দফতর ৷ পাশাপাশি রাস্তায় খানাখন্দের জন্যেও দুর্ঘটনা ঘটেছে কলকাতা ৷ যেমন সম্প্রতি খিদিরপুরে গাড়ির উপর ট্রাক উলটে যাওয়ার ঘটনা ৷ কলকাতা পৌরনিগমের কাউন্সিলর রাম পেয়ারে রামের ছেলের মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায় ৷ তাই ভাঙা চোরা রাস্তাগুলিকে দ্রুততার সঙ্গে মেরামত করার কথাও জানিয়েছেন মন্ত্রী ৷

পরিবহন মন্ত্রী বলেন, ‘‘পথ দুর্ঘটনা তো একেবারেই কাম্য নয় ৷ তাই তার সংখ্যা একেবারে শূন্যে নামিয়ে আনতে আমরা একাধিক পদক্ষেপ করব (Prevent Road Accident in Kolkata) ৷ যেমন চালক এবং যাত্রীদের আরও সচেতন করতে হবে ৷ তাই বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্প চালাব ৷ এ ছাড়া জনবহুল রাস্তাগুলিতে যানবাহনের গতি বেঁধে দেওয়া হবে ৷ ধাপে ধাপে সমস্ত কাজগুলি করা হবে এবং তা দ্রুততার সঙ্গেই হবে ৷ এছাড়াও, যেভাবে শহর কলকাতায় যানবাহনের সংখ্যা বাড়ছে, তার জন্য বাড়ছে বায়ু দূষণ ও যানজট ৷ এই বিষয়টিকেও নিয়ন্ত্রণ করতে চায় পরিবহণ দফতর ৷ তাই যাত্রী হয়রানি রুখতে এবং যানজট কম করতেও একাধিক পদক্ষেপ করার কথা ভাবা হচ্ছে ৷

পথ দুর্ঘটনা রোধে একাধিক পদক্ষেপের আশ্বাস পরিবহণ মন্ত্রীর

আরও পড়ুন: পথ দুর্ঘটনা এড়াতে কলকাতার 24টি গুরুত্বপূর্ণ মোড়ে তৈরি হচ্ছে প্যাডিস্ট্রিয়ান আইল্যান্ড

আজ কসবা বাস ডিপোতে যে ওয়াটার এটিএম এর উদ্বোধন করা হল, তাতে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন চালক ও যাত্রীরা ৷ এখানে জল ভরতে কয়েন এবং কিউআর কোড (QR Code) ব্যবহার করতে হবে ৷ পাশাপাশি স্মার্ট ফোনের মাধ্যমে ডিজিটাল পেমেন্টও করা যাবে ৷ প্রতি ঘণ্টায় 250 লিটার বিশুদ্ধ জল পাওয়া যাবে এই স্মার্ট ওয়াটার এটিএম থেকে ৷ 500 মিলিলিটার জল ভরতে খরচ হবে 1 টাকা এবং 1 লিটার জল ভরতে খরচ পড়বে 2 টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.