ETV Bharat / city

Bhowanipore Double Murder Update : ভবানীপুরে গুজরাতি দম্পতি খুনের ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ লালবাজারে - ভবানীপুরে গুজরাতি দম্পতি খুন

ঠিক কতজনকে আটক করা হয়েছে, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন লালবাজারের গোয়েন্দারা । তবে সূত্রের খবর, মৃত শাহ দম্পতির মেজ মেয়ের শ্বশুরবাড়ির এক সদস্য এবং তার বন্ধুদের আটক করা হয়েছে (several detained in Bhowanipore Double Murder case) ।

Bhowanipore Double Murder
ভবানীপুরে গুজরাতি দম্পতি আটক খুনের ঘটনায়
author img

By

Published : Jun 9, 2022, 7:31 AM IST

কলকাতা, 9 জুন : ভবানীপুরে গুজরাতি দম্পতি অশোক শাহ এবং রেশমি শাহ খুনের ঘটনায় কয়েকজনকে আটক করল কলকাতা পুলিশ ৷ বুধবার রাতভর তাদের জিজ্ঞাসাবাদ করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা (several detained in Bhowanipore Double Murder case) । ঠিক কতজনকে আটক করা হয়েছে, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন লালবাজারের গোয়েন্দারা । তবে সূত্রের খবর, মৃত দম্পতির মেজ মেয়ের শ্বশুরবাড়ির এক সদস্য এবং তার বন্ধুদের আটক করা হয়েছে । আটক করে বুধবার রাতেই তাদের নিয়ে যাওয়া হয় লালবাজারের গোয়েন্দা বিভিগে ।

আরও পড়ুন : দুপুর 1টা থেকে 2:30টার মধ্যে খুন গুজরাতি দম্পতি ?

পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত পারিপার্শ্বিক যেসব তথ্যপ্রমাণ মিলেছে তা থেকে অনুমান, টাকা-পয়সা এবং সম্পত্তি জনিত কারণেই খুন করা হয়েছে শাহ দম্পতিকে ৷ চলতি মাসের 6 তারিখ সন্ধ্যাবেলায় ভবানীপুর থানা এলাকার একটি ঘর থেকে উদ্ধার হয় গুজরাতি দম্পতি অশোক শাহ এবং রেশমি শাহের রক্তাক্ত দেহ । জানা গিয়েছে, স্ত্রী রেশমি শাহকে মাথার পিছনে গুলি করা হয় । পরে ভোঁতা অস্ত্র দিয়ে মারা হয় তাঁকে । তাঁর স্বামী অশোক শাহকে ধারালো ছুরি দিয়ে খুন করা হয় ৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে পুলিশ জানতে পারে, ওই দিন দুপুর 1টা থেকে আড়াইটের মধ্যে এই জোড়া খুনের ঘটনা ঘটে ৷ খুনের পর ঘটনাস্থল ছেড়ে পালায় আততায়ীরা । খুনীরা ওই দম্পতির অত্যন্ত সুপরিচিত বলে গোয়েন্দাদের অনুমান । ভবানীপুরের মত একটি জনবহুল এলাকায় দিনে দুপুরে গুলি করে খুন করা হল অথচ গুলির আওয়াজ কেউ শুনতে পেলেন না কেন ? সেই প্রশ্ন অবশ্য উঠছে ৷

কলকাতা, 9 জুন : ভবানীপুরে গুজরাতি দম্পতি অশোক শাহ এবং রেশমি শাহ খুনের ঘটনায় কয়েকজনকে আটক করল কলকাতা পুলিশ ৷ বুধবার রাতভর তাদের জিজ্ঞাসাবাদ করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা (several detained in Bhowanipore Double Murder case) । ঠিক কতজনকে আটক করা হয়েছে, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন লালবাজারের গোয়েন্দারা । তবে সূত্রের খবর, মৃত দম্পতির মেজ মেয়ের শ্বশুরবাড়ির এক সদস্য এবং তার বন্ধুদের আটক করা হয়েছে । আটক করে বুধবার রাতেই তাদের নিয়ে যাওয়া হয় লালবাজারের গোয়েন্দা বিভিগে ।

আরও পড়ুন : দুপুর 1টা থেকে 2:30টার মধ্যে খুন গুজরাতি দম্পতি ?

পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত পারিপার্শ্বিক যেসব তথ্যপ্রমাণ মিলেছে তা থেকে অনুমান, টাকা-পয়সা এবং সম্পত্তি জনিত কারণেই খুন করা হয়েছে শাহ দম্পতিকে ৷ চলতি মাসের 6 তারিখ সন্ধ্যাবেলায় ভবানীপুর থানা এলাকার একটি ঘর থেকে উদ্ধার হয় গুজরাতি দম্পতি অশোক শাহ এবং রেশমি শাহের রক্তাক্ত দেহ । জানা গিয়েছে, স্ত্রী রেশমি শাহকে মাথার পিছনে গুলি করা হয় । পরে ভোঁতা অস্ত্র দিয়ে মারা হয় তাঁকে । তাঁর স্বামী অশোক শাহকে ধারালো ছুরি দিয়ে খুন করা হয় ৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে পুলিশ জানতে পারে, ওই দিন দুপুর 1টা থেকে আড়াইটের মধ্যে এই জোড়া খুনের ঘটনা ঘটে ৷ খুনের পর ঘটনাস্থল ছেড়ে পালায় আততায়ীরা । খুনীরা ওই দম্পতির অত্যন্ত সুপরিচিত বলে গোয়েন্দাদের অনুমান । ভবানীপুরের মত একটি জনবহুল এলাকায় দিনে দুপুরে গুলি করে খুন করা হল অথচ গুলির আওয়াজ কেউ শুনতে পেলেন না কেন ? সেই প্রশ্ন অবশ্য উঠছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.