ETV Bharat / city

বন্ধ শিয়ালদা উড়ালপুল, আজ কাজের দিন শহর সচল রাখা চ্যালেঞ্জ পুলিশের - Flyover closed from 15th august

সময়ের ভারে জীর্ণ বিদ্যাপতি সেতু । আর তাই কলকাতা উন্নয়ন পর্ষদ চেয়েছিল সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে । সে জন্যই গতকাল সন্ধ্যা থেকে বন্ধ বিদ্যাপতি সেতু । গত রাতেই শুরু হয়ে গেছে সেতুর মাঝের বিভিন্ন জায়গার পরীক্ষা ।

ছবি
author img

By

Published : Aug 16, 2019, 3:57 AM IST

কলকাতা, 16 অগাস্ট: মেরামতের জন্য বন্ধ শিয়ালদা উড়ালপুল । তার জেরে গতকাল, স্বাধীনতা দিবসের ছুটির দিনেই মধ্য কলকাতাকে ভুগতে হয়েছিল যানজটে । আজ খোলা থাকবে সব অফিস । আর তাই আজ ওই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে ।

কারণটা স্পষ্ট । মধ্য কলকাতাতেই রয়েছে বেশিরভাগ সরকারি-বেসরকারি অফিস । চাকরিজীবীদের অনেককেই ব্যবহার করতে হয় শিয়ালদা । মহাত্মা গান্ধি রোড কিংবা বেলেঘাটার দিকে রাস্তা খোলা থাকলেও, যানজটের চিন্তা থেকেই যাচ্ছে ।

সময়ের ভারে জীর্ণ বিদ্যাপতি সেতু । আর তাই কলকাতা উন্নয়ন পর্ষদ চেয়েছিল সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে । সে জন্যই গতকাল সন্ধ্যা থেকে বন্ধ বিদ্যাপতি সেতু । গত রাতেই শুরু হয়ে গেছে সেতুর মাঝের বিভিন্ন জায়গার পরীক্ষা । উত্তর কলকাতার সঙ্গে দক্ষিণ কলকাতা সংযোগকারী-শহরের অন্যতম ব্যস্ত এই সেতু বন্ধ থাকবে 4 দিন । কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চার দিন শিয়ালদা উড়ালপুলের আশপাশ দিয়ে চলা সমস্ত ট্রাম পরিষেবা বন্ধ থাকবে । একই সঙ্গে কলকাতা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিকল্প পথের সন্ধান ।

উড়ালপুল বন্ধ হয়ে যাওয়ার পরেই মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশে শুরু হয় যানজট । আর সেটাই চিন্তার কারণ । আজ পুরোদমে চালু থাকবে সরকারি-বেসরকারি অফিস । গুরুত্ব বুঝে আগাম সতর্কতা নেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে ৷

কলকাতা, 16 অগাস্ট: মেরামতের জন্য বন্ধ শিয়ালদা উড়ালপুল । তার জেরে গতকাল, স্বাধীনতা দিবসের ছুটির দিনেই মধ্য কলকাতাকে ভুগতে হয়েছিল যানজটে । আজ খোলা থাকবে সব অফিস । আর তাই আজ ওই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে ।

কারণটা স্পষ্ট । মধ্য কলকাতাতেই রয়েছে বেশিরভাগ সরকারি-বেসরকারি অফিস । চাকরিজীবীদের অনেককেই ব্যবহার করতে হয় শিয়ালদা । মহাত্মা গান্ধি রোড কিংবা বেলেঘাটার দিকে রাস্তা খোলা থাকলেও, যানজটের চিন্তা থেকেই যাচ্ছে ।

সময়ের ভারে জীর্ণ বিদ্যাপতি সেতু । আর তাই কলকাতা উন্নয়ন পর্ষদ চেয়েছিল সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে । সে জন্যই গতকাল সন্ধ্যা থেকে বন্ধ বিদ্যাপতি সেতু । গত রাতেই শুরু হয়ে গেছে সেতুর মাঝের বিভিন্ন জায়গার পরীক্ষা । উত্তর কলকাতার সঙ্গে দক্ষিণ কলকাতা সংযোগকারী-শহরের অন্যতম ব্যস্ত এই সেতু বন্ধ থাকবে 4 দিন । কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চার দিন শিয়ালদা উড়ালপুলের আশপাশ দিয়ে চলা সমস্ত ট্রাম পরিষেবা বন্ধ থাকবে । একই সঙ্গে কলকাতা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিকল্প পথের সন্ধান ।

উড়ালপুল বন্ধ হয়ে যাওয়ার পরেই মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশে শুরু হয় যানজট । আর সেটাই চিন্তার কারণ । আজ পুরোদমে চালু থাকবে সরকারি-বেসরকারি অফিস । গুরুত্ব বুঝে আগাম সতর্কতা নেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে ৷

Intro:কলকাতা, 16 অগাস্ট: সন্ধ্যে ছটা থেকে বন্ধ হয়ে যাচ্ছে শিয়ালদা উড়ালপুল। তার জেরে ছুটির দিন এই তৈরি হয়ে গেছে মধ্য কলকাতায় যানজট। আজ খোলা থাকবে সব অফিস। সেই সূত্রে ট্রাফিক নিয়ন্ত্রণ আজকের জন্য বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে। কারণটা খুবই পরিষ্কার। মধ্য কলকাতাতেই অবস্থিত সরকারি-বেসরকারি বেশিরভাগ অফিস। চাকুরেদের বেশিরভাগেরই ব্যবহার করতে হয় শিয়ালদার যান চলাচল। মহাত্মা গান্ধী রোড কিংবা বেলেঘাটা মুখী র্যাম্প খোলা থাকলেও, যানজটের চিন্তা থেকেই যাচ্ছে।Body:সময়ের ভারে জীর্ণ বিদ্যাপতি সেতু। আর তাই কলকাতা উন্নয়ন পর্ষদ চেয়েছিল সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে। সেই সূত্রেই গত সন্ধ্যে থেকে বন্ধ হয়ে গেছে বিদ্যাপতি সেতু। রাতেই শুরু হয়ে গেছে সেতুর মাঝের অংশের বিভিন্ন জায়গায় ওয়েট টেস্ট। উত্তর কলকাতার সঙ্গে দক্ষিণ কলকাতা সংযোগকারী শহরের অন্যতম ব্যস্ত এই সেতু বন্ধ থাকবে 4 দিন। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চারদিন শিয়ালদা উড়ালপুলের আশপাশ দিয়ে চলা সমস্ত ট্রাম পরিষেবা বন্ধ থাকবে। এ পি সি রোড, এম জি রোড, কলেজস্ট্রিট, বিধান সরণী, রফি আহমেদ কিদোয়াই রোড দিয়ে ট্রাম চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। একইসঙ্গে কলকাতা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে শিয়ালদা ব্রিজ ব্যাতিরেখে বিকল্প পথের সন্ধান। Conclusion:গত সন্ধ্যায় শিয়ালদা ব্রিজ বন্ধ হয়ে যাওয়ার পরেই মধ্য কলকাতার বিস্তৃর্ণ অংশে শুরু হয়ে যায় যানজট। আর সেটাই চিন্তার কারণ। আজ পুরোদমে চালু থাকবে সরকারি-বেসরকারি অফিস। সে ক্ষেত্রে যানজট কোন পর্যায়ে পৌঁছাবে তা ভেবেই চিন্তিত কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ। সেই সূত্রেই আজ সকাল থেকেই বেশি সংখ্যায় ট্রাফিক মোতায়েন থাকবে শিয়ালদা ব্রিজ চত্বরে। লালবাজার সূত্রের খবর এমনটাই।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.