ETV Bharat / city

Mukul Roy MLA Disqualification : মুকুলের বিধায়ক পদ খারিজে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ, আশা আদালতের

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে সময়সীমা বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অধ্যক্ষ ৷ সেই মামলার শুনানিতে এই আশা প্রকাশ করেছে শীর্ষ আদালত (sc hopes that speaker will make decision on mukul roy disqualification before 2nd week of february) ৷

sc hopes that speaker will make decision on mukul roy disqualification before 2nd week of february
Mukul Roy MLA Disqualification : মুকুলের বিধায়ক পদ খারিজে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেবেন অধ্যক্ষ, আশা আদালতের
author img

By

Published : Jan 17, 2022, 7:00 PM IST

নয়াদিল্লি, 17 জানুয়ারি : বিজেপির টিকিটে জিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন মুকুল রায় ৷ আইন অনুযায়ী, তাঁর বিধায়কপদ খারিজ হয়ে যাওয়া উচিত ৷ কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই সংক্রান্ত অভিযোগের শুনানি শেষ করেননি এখনও ৷ তাই মুকুল রায় এখনও বিধায়ক ৷ যদিও সুপ্রিম কোর্টের আশা, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই নিয়ে সিদ্ধান্ত নিয়ে নেবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (sc hopes that speaker will make decision on mukul roy disqualification before 2nd week of february) ৷

বিজেপির তরফে নিয়ম মেনে মুকুলের বিধায়ক পদ খারিজে অভিযোগ দায়ের করা হয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ পাশাপাশি অধ্যক্ষ যাতে সিদ্ধান্ত নিতে টালবাহানা না করেন, তাই আদালতের দ্বারস্থ হয়ে বিজেপি ৷ সেই সংক্রান্ত মামলায় আগেই অধ্যক্ষকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷

সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার শীর্ষ আদালতের বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিভি নগরাতনার বেঞ্চে শুনানি হয় ৷ সেই শুনানিতেই ওই বেঞ্চ এই আশা প্রকাশ করে ৷ তার পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই মামলার শুনানি মুলতবি করে দেয় আদালত ৷ আর আশা প্রকাশ করে যে, তার আগে মুকুলের বিধায়ক পদের বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে ৷

এর আগে 22 নভেম্বর অধ্যক্ষের আবেদনের ভিত্তিতে এই মামলার শুনানি হয় ৷ সেখানে নোটিস দিতে গিয়ে অধ্যক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয় ৷ যদিও সেই ব্যবস্থা এখনও নেওয়া হয়নি ৷ এখন দেখার মামলার পরবর্তী শুনানির আগে এই নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কোনও সিদ্ধান্ত নেন কি না !

আরও পড়ুন : PAC Controversy : কলকাতা হাইকোর্টে পিএসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি পিছোল

নয়াদিল্লি, 17 জানুয়ারি : বিজেপির টিকিটে জিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন মুকুল রায় ৷ আইন অনুযায়ী, তাঁর বিধায়কপদ খারিজ হয়ে যাওয়া উচিত ৷ কিন্তু পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই সংক্রান্ত অভিযোগের শুনানি শেষ করেননি এখনও ৷ তাই মুকুল রায় এখনও বিধায়ক ৷ যদিও সুপ্রিম কোর্টের আশা, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই নিয়ে সিদ্ধান্ত নিয়ে নেবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (sc hopes that speaker will make decision on mukul roy disqualification before 2nd week of february) ৷

বিজেপির তরফে নিয়ম মেনে মুকুলের বিধায়ক পদ খারিজে অভিযোগ দায়ের করা হয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ পাশাপাশি অধ্যক্ষ যাতে সিদ্ধান্ত নিতে টালবাহানা না করেন, তাই আদালতের দ্বারস্থ হয়ে বিজেপি ৷ সেই সংক্রান্ত মামলায় আগেই অধ্যক্ষকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷

সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ সোমবার শীর্ষ আদালতের বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিভি নগরাতনার বেঞ্চে শুনানি হয় ৷ সেই শুনানিতেই ওই বেঞ্চ এই আশা প্রকাশ করে ৷ তার পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই মামলার শুনানি মুলতবি করে দেয় আদালত ৷ আর আশা প্রকাশ করে যে, তার আগে মুকুলের বিধায়ক পদের বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে ৷

এর আগে 22 নভেম্বর অধ্যক্ষের আবেদনের ভিত্তিতে এই মামলার শুনানি হয় ৷ সেখানে নোটিস দিতে গিয়ে অধ্যক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয় ৷ যদিও সেই ব্যবস্থা এখনও নেওয়া হয়নি ৷ এখন দেখার মামলার পরবর্তী শুনানির আগে এই নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কোনও সিদ্ধান্ত নেন কি না !

আরও পড়ুন : PAC Controversy : কলকাতা হাইকোর্টে পিএসি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি পিছোল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.