ETV Bharat / city

Saumitra Khan : বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছাড়লেন সৌমিত্র - latest news today

ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সৌমিত্র খাঁ ৷ বিষ্ণুপুরের সাংসদ বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর সিদ্ধান্তের কথা জানান ৷

saumitra khan announced to resign from bjym bengal president
Soumitra Khan : বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছাড়লেন সৌমিত্র
author img

By

Published : Jul 7, 2021, 2:55 PM IST

Updated : Jul 7, 2021, 6:25 PM IST

কলকাতা, 7 জুলাই : ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সৌমিত্র খাঁ ৷ বিষ্ণুপুরের সাংসদ বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর সিদ্ধান্তের কথা জানান ৷

বুধবার দুপুর দু’টোর পর এই নিয়ে পোস্ট করেন সৌমিত্র ৷ একটি পোস্ট তিনি ইংরেজিতে করেন ৷ আর দ্বিতীয় পোস্টটি করেন বাংলায় ৷ সেই দ্বিতীয় পোস্টে তিনি লিখেছেন, ‘‘আজ থেকে আমি আমার ব্যক্তিগত কারণে যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে অব্যাহতি নিলাম ৷’’

আরও পড়ুন : Cabinet Reshuffle : হর্ষ বর্ধন-সহ একাধিক মন্ত্রীর ইস্তফা, সরলেন দেবশ্রী-বাবুলও

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তিনি কি তাহলে এবার বিজেপিও ছাড়তে চলেছেন ? তবে সৌমিত্র লিখেছেন, ‘‘বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছি, আর আগামিদিনে বিজেপিতে থাকব ৷’’

saumitra-khan-resigns-from-bjym-bengal-president
সৌমিত্রর খাঁ-র ফেসবুক পোস্ট

প্রসঙ্গত, গত সোমবার থেকেই সৌমিত্র খাঁয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ কারণ, ওই দিন বিজেপির যুব মোর্চার ডাকে কলকাতা পৌরনিগম অভিযান ছিল ৷ সেখানে অনুপস্থিত ছিলেন সৌমিত্র ৷ সংগঠনের রাজ্য সভাপতি কেন সংগঠনের কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন, সেই প্রশ্ন ওঠে ৷ কিন্তু তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : Fake CBI Officer : ব্রিকস সামিটেও গিয়েছিল সনাতন !

রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, সৌমিত্র খাঁ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে চাইছিলেন ৷ কিন্তু রাজ্য থেকে চার সাংসদ জায়গা পেলেও শিকে ছেঁড়েনি সৌমিত্রর ৷ তার জেরেই সৌমিত্রর এই সিদ্ধান্ত কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে ৷

বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছাড়লেন সৌমিত্র

বিজেপি সূত্রের খবর, গত 15 দিন ধরে সৌমিত্র খাঁ ছিলেন দিল্লিতে ৷ বারবার দলের এক নেতার কাছে দরবার করেছেন ৷ কিন্তু শেষ পর্যন্ত তাঁর সেই প্রয়াস সফল হয়নি ৷ এদিকে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আমি এই বিষয়ে কিছু জানি না । সৌমিত্রের সঙ্গে এই বিষয়ে কথা বলব ৷" অন্যদিকে সৌমিত্রর পরই ইস্তফা দেন যুব মোর্চার সহ-সভাপতি রাজু সরকার ৷ তিনিও দলের বিরুদ্ধে তোপ দাগেন ৷

আরও পড়ুন : বাংলা থেকে 4, মোট 43 মন্ত্রীর আজ শপথ

কলকাতা, 7 জুলাই : ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সৌমিত্র খাঁ ৷ বিষ্ণুপুরের সাংসদ বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর সিদ্ধান্তের কথা জানান ৷

বুধবার দুপুর দু’টোর পর এই নিয়ে পোস্ট করেন সৌমিত্র ৷ একটি পোস্ট তিনি ইংরেজিতে করেন ৷ আর দ্বিতীয় পোস্টটি করেন বাংলায় ৷ সেই দ্বিতীয় পোস্টে তিনি লিখেছেন, ‘‘আজ থেকে আমি আমার ব্যক্তিগত কারণে যুব মোর্চার রাজ্য সভাপতি পদ থেকে অব্যাহতি নিলাম ৷’’

আরও পড়ুন : Cabinet Reshuffle : হর্ষ বর্ধন-সহ একাধিক মন্ত্রীর ইস্তফা, সরলেন দেবশ্রী-বাবুলও

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তিনি কি তাহলে এবার বিজেপিও ছাড়তে চলেছেন ? তবে সৌমিত্র লিখেছেন, ‘‘বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছি, আর আগামিদিনে বিজেপিতে থাকব ৷’’

saumitra-khan-resigns-from-bjym-bengal-president
সৌমিত্রর খাঁ-র ফেসবুক পোস্ট

প্রসঙ্গত, গত সোমবার থেকেই সৌমিত্র খাঁয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে ৷ কারণ, ওই দিন বিজেপির যুব মোর্চার ডাকে কলকাতা পৌরনিগম অভিযান ছিল ৷ সেখানে অনুপস্থিত ছিলেন সৌমিত্র ৷ সংগঠনের রাজ্য সভাপতি কেন সংগঠনের কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন, সেই প্রশ্ন ওঠে ৷ কিন্তু তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : Fake CBI Officer : ব্রিকস সামিটেও গিয়েছিল সনাতন !

রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, সৌমিত্র খাঁ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে চাইছিলেন ৷ কিন্তু রাজ্য থেকে চার সাংসদ জায়গা পেলেও শিকে ছেঁড়েনি সৌমিত্রর ৷ তার জেরেই সৌমিত্রর এই সিদ্ধান্ত কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে ৷

বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতির পদ ছাড়লেন সৌমিত্র

বিজেপি সূত্রের খবর, গত 15 দিন ধরে সৌমিত্র খাঁ ছিলেন দিল্লিতে ৷ বারবার দলের এক নেতার কাছে দরবার করেছেন ৷ কিন্তু শেষ পর্যন্ত তাঁর সেই প্রয়াস সফল হয়নি ৷ এদিকে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আমি এই বিষয়ে কিছু জানি না । সৌমিত্রের সঙ্গে এই বিষয়ে কথা বলব ৷" অন্যদিকে সৌমিত্রর পরই ইস্তফা দেন যুব মোর্চার সহ-সভাপতি রাজু সরকার ৷ তিনিও দলের বিরুদ্ধে তোপ দাগেন ৷

আরও পড়ুন : বাংলা থেকে 4, মোট 43 মন্ত্রীর আজ শপথ

Last Updated : Jul 7, 2021, 6:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.