ETV Bharat / city

Saugata Roy: তৃণমূলে 2 শতাংশ দুর্নীতি থাকতে পারে, বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে ফের বিতর্কিত মন্তব্য সৌগতর

দমদম লোকসভা কেন্দ্রে একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন সৌগত রায় (Saugata Roy Makes Controversial Remarks) ৷ তৃণমূলে দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, 2 শতাংশ নেতা দুর্নীতিগ্রস্ত থাকতে পারেন ৷

saugata-roy-makes-controversial-remarks-at-vijaya-sammilani-in-dum-dum
saugata-roy-makes-controversial-remarks-at-vijaya-sammilani-in-dum-dum
author img

By

Published : Oct 18, 2022, 7:35 PM IST

কলকাতা, 18 অক্টোবর: ‘‘আমার ধারণা তৃণমূলে 98 শতাংশ লোক দুর্নীতিহীন ৷ বাকি 2 শতাংশ দুর্নীতিতে যুক্ত হতে পারে ৷ তবে, এত অভিযোগের পরেও আমাদের কর্মী সংখ্যা একফোঁটাও কমেনি ৷’’ দমদম লোকসভা কেন্দ্রে একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন সাংসদ সৌগত রায় (Saugata Roy Makes Controversial Remarks) ৷ আর তাঁর এই মন্তব্যে কার্যত অস্বস্তিতে তৃণমূল ৷

দমদমে একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন ওই এলাকার সাংসদ সৌগত রায় ৷ সেখানেই তিনি বলেন, ‘‘একটা কথা বিশেষভাবে মনে রাখা দরকার, এই পুজোর আগে কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে ৷ আমাদের দলের কারও কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয়েছে ৷ অনেককে গ্রেফতারও হয়েছে ৷ কর্মীদের মনে আঘাত লেগেছে ৷ কিন্তু, আমি এ পর্যন্ত সাতটা বিজয়া সম্মিলনী করলাম, আমি সব জায়গায় লক্ষ্য রাখছি, কর্মী সংখ্যা কমেছে কি না ৷ কিন্তু, আমি দেখলাম আমাদের কর্মী সংখ্যা কোথাও কমেনি ৷ কেউ বসে যায়নি ৷ আমাদের কর্মী সমান সংখ্যায় আছে ৷’’

আর সেই দুর্নীতির অভিযোগে তৃণমূল (TMC) নেতাদের গ্রেফতারি নিয়ে সৌগত রায় বলেন, ‘‘আমার ধারণা 98 শতাংশ তৃণমূল কর্মী সৎ ৷ 2 শতাংশ দুর্নীতিতে থাকলেও থাকতে পারে ৷ আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, যাঁরা দুর্নীতিতে অভিযুক্ত হচ্ছেন, আদালতে নিজেদের পক্ষে বলার দায়িত্ব তাঁদের নিতে হবে ৷ দল তার দায়িত্ব নেবে না ৷’’

আরও পড়ুন: 'বললেই তো টাকা দেওয়া যায় না', ডিএ প্রসঙ্গে মন্তব্য সৌগত রায়ের

ওই একই মঞ্চ থেকে তৃণমূলে যোগ দেওয়া নতুন কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন তিনি বলেন, ‘‘পুরোনো কর্মীদের দেখছি ৷ দেখে ভালো লাগছে এরা থাকলে দলে মূল্যবোধ থাকবে ৷ কারণ তাঁরা যখন দল করেছে, তখন দলের থেকে কিছু পাওয়ার ছিল না ৷ আজকে দাঁড়িয়ে যাঁরা নতুন আসছে, তাঁদের বলব এসে বলবেন না দল থেকে আমি কি পেলাম ৷ বলুন দলকে আমি কী দিতে পারি ? কতটা সময়, কতটা অর্থ, কতটা পরিশ্রম দিতে পারব ?’’

কলকাতা, 18 অক্টোবর: ‘‘আমার ধারণা তৃণমূলে 98 শতাংশ লোক দুর্নীতিহীন ৷ বাকি 2 শতাংশ দুর্নীতিতে যুক্ত হতে পারে ৷ তবে, এত অভিযোগের পরেও আমাদের কর্মী সংখ্যা একফোঁটাও কমেনি ৷’’ দমদম লোকসভা কেন্দ্রে একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে গিয়ে এমনই বিতর্কিত মন্তব্য করলেন সাংসদ সৌগত রায় (Saugata Roy Makes Controversial Remarks) ৷ আর তাঁর এই মন্তব্যে কার্যত অস্বস্তিতে তৃণমূল ৷

দমদমে একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন ওই এলাকার সাংসদ সৌগত রায় ৷ সেখানেই তিনি বলেন, ‘‘একটা কথা বিশেষভাবে মনে রাখা দরকার, এই পুজোর আগে কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে ৷ আমাদের দলের কারও কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করা হয়েছে ৷ অনেককে গ্রেফতারও হয়েছে ৷ কর্মীদের মনে আঘাত লেগেছে ৷ কিন্তু, আমি এ পর্যন্ত সাতটা বিজয়া সম্মিলনী করলাম, আমি সব জায়গায় লক্ষ্য রাখছি, কর্মী সংখ্যা কমেছে কি না ৷ কিন্তু, আমি দেখলাম আমাদের কর্মী সংখ্যা কোথাও কমেনি ৷ কেউ বসে যায়নি ৷ আমাদের কর্মী সমান সংখ্যায় আছে ৷’’

আর সেই দুর্নীতির অভিযোগে তৃণমূল (TMC) নেতাদের গ্রেফতারি নিয়ে সৌগত রায় বলেন, ‘‘আমার ধারণা 98 শতাংশ তৃণমূল কর্মী সৎ ৷ 2 শতাংশ দুর্নীতিতে থাকলেও থাকতে পারে ৷ আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, যাঁরা দুর্নীতিতে অভিযুক্ত হচ্ছেন, আদালতে নিজেদের পক্ষে বলার দায়িত্ব তাঁদের নিতে হবে ৷ দল তার দায়িত্ব নেবে না ৷’’

আরও পড়ুন: 'বললেই তো টাকা দেওয়া যায় না', ডিএ প্রসঙ্গে মন্তব্য সৌগত রায়ের

ওই একই মঞ্চ থেকে তৃণমূলে যোগ দেওয়া নতুন কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন তিনি বলেন, ‘‘পুরোনো কর্মীদের দেখছি ৷ দেখে ভালো লাগছে এরা থাকলে দলে মূল্যবোধ থাকবে ৷ কারণ তাঁরা যখন দল করেছে, তখন দলের থেকে কিছু পাওয়ার ছিল না ৷ আজকে দাঁড়িয়ে যাঁরা নতুন আসছে, তাঁদের বলব এসে বলবেন না দল থেকে আমি কি পেলাম ৷ বলুন দলকে আমি কী দিতে পারি ? কতটা সময়, কতটা অর্থ, কতটা পরিশ্রম দিতে পারব ?’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.