ETV Bharat / city

Sandhya Mukhopadhyay Health Update : অক্সিজেন সাপোর্টেই রয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় - অক্সিজেন সাপোর্টেই রয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

অক্সিজেন সাপোর্টেই রয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay Health Update)। মঙ্গলবার বিকেলে হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, রাইস টিউব ছাড়াই খাবার খাচ্ছেন তিনি।

Sandhya Mukhopadhyay Health Update
Sandhya Mukhopadhyay Health Update
author img

By

Published : Feb 1, 2022, 6:23 PM IST

Updated : Feb 1, 2022, 6:28 PM IST

কলকাতা, 1 ফেব্রুয়ারি: গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ার পর এই মুহূর্তে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay Health Update)। মঙ্গলবার বিকেলের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, এখনও তিনি অক্সিজেন সাপোর্টেই রয়েছেন। তবে, মুখ দিয়েই খাবার খাচ্ছেন। রাইস টিউব কাজে লাগছে না তাঁর। শারীরিক সমস্যা পুরোপুরি না মিটলেও স্থিতিশীল তিনি।

উল্লেখ্য, 'পদ্মশ্রী' পুরস্কার প্রত্যাখ্যান করার পরদিনই অসুস্থ হন তিনি। তাঁর এই সিদ্ধান্তকে স্যালুট জানিয়েছে গোটা বাংলা। তাঁর 'ভারতরত্ন' পাওয়া উচিত বলে মনে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ চলতি বছর 'পদ্মভূষণ' প্রাপ্ত সঙ্গীতশিল্পী উস্তাদ রশিদ খান। তাঁর মতে, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় যে মাপের শিল্পী, 'পদ্মশ্রীর' থেকেও আরও অনেক বেশি সম্মানীয় পুরস্কার প্রাপ্য তিনি। কেন্দ্রের উচিত ছিল কাকে কোন সম্মানে ভূষিত করা হবে, সেই ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে আগে কথা বলে নেওয়া। তিনি মনে করেন, সন্ধ্যা মুখোপাধ্যায়কে 'ভারতরত্ন' দেওয়া উচিত ছিল।

আরও পড়ুন: অক্সিজেন সাপোর্টে রয়েছেন, এখনও সঙ্কটমুক্ত নন গীতশ্রী

কোভিড পজিটিভ ছাড়াও ইসকিমিক হার্ট ডিজিজ ও লিভারে সমস্যা রয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। ফুসফুসে সংক্রমণও রয়েছে তাঁর। লিভারেও এনজাইম তুলনামূলকভাবে বেশি রয়েছে। দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। দিনকয়েক আগে বাথরুমে পড়ে গিয়ে উরুর হাড় ভাঙে শিল্পীর। সেই চিকিৎসাও চলছে। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অগণিত অনুরাগীরা ৷

কলকাতা, 1 ফেব্রুয়ারি: গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হওয়ার পর এই মুহূর্তে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay Health Update)। মঙ্গলবার বিকেলের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, এখনও তিনি অক্সিজেন সাপোর্টেই রয়েছেন। তবে, মুখ দিয়েই খাবার খাচ্ছেন। রাইস টিউব কাজে লাগছে না তাঁর। শারীরিক সমস্যা পুরোপুরি না মিটলেও স্থিতিশীল তিনি।

উল্লেখ্য, 'পদ্মশ্রী' পুরস্কার প্রত্যাখ্যান করার পরদিনই অসুস্থ হন তিনি। তাঁর এই সিদ্ধান্তকে স্যালুট জানিয়েছে গোটা বাংলা। তাঁর 'ভারতরত্ন' পাওয়া উচিত বলে মনে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ চলতি বছর 'পদ্মভূষণ' প্রাপ্ত সঙ্গীতশিল্পী উস্তাদ রশিদ খান। তাঁর মতে, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় যে মাপের শিল্পী, 'পদ্মশ্রীর' থেকেও আরও অনেক বেশি সম্মানীয় পুরস্কার প্রাপ্য তিনি। কেন্দ্রের উচিত ছিল কাকে কোন সম্মানে ভূষিত করা হবে, সেই ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে আগে কথা বলে নেওয়া। তিনি মনে করেন, সন্ধ্যা মুখোপাধ্যায়কে 'ভারতরত্ন' দেওয়া উচিত ছিল।

আরও পড়ুন: অক্সিজেন সাপোর্টে রয়েছেন, এখনও সঙ্কটমুক্ত নন গীতশ্রী

কোভিড পজিটিভ ছাড়াও ইসকিমিক হার্ট ডিজিজ ও লিভারে সমস্যা রয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। ফুসফুসে সংক্রমণও রয়েছে তাঁর। লিভারেও এনজাইম তুলনামূলকভাবে বেশি রয়েছে। দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। দিনকয়েক আগে বাথরুমে পড়ে গিয়ে উরুর হাড় ভাঙে শিল্পীর। সেই চিকিৎসাও চলছে। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অগণিত অনুরাগীরা ৷

Last Updated : Feb 1, 2022, 6:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.