ETV Bharat / city

ATK মোহনবাগানের সঙ্গে শেষ পর্বের আলোচনায় সন্দেশ ঝিঙ্গান - ATK-মোহনবাগান

"ঝিঙ্গান এখনও ATK মোহনবাগানের পক্ষে সই করেননি । তবে চুড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে," বলেছেন তারকা ডিফেন্ডারের ঘনিষ্ঠ ব্যক্তি । গত মরসুমে চোটের কারণে একটিও ম্যাচ খেলতে পারেননি । চলতি মরসুমের ISL সন্দেশ ঝিঙ্গানের কাছে প্রত্যাবর্তনের মঞ্চ হতে চলেছে । সেই সুযোগ কাজে লাগাতে তিনি মরিয়া । তাই ATK-মোহনবাগানের জার্সিতে সন্দেশ ঝিঙ্গান হয়তো সময়ের অপেক্ষা।

ATK-Mohunbagan news
ATK-Mohunbagan news
author img

By

Published : Sep 15, 2020, 10:22 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর : ATK মোহনবাগানের জার্সি পড়তে চলেছেন সন্দেশ ঝিঙ্গান । ভারতীয় দলের তারকা ডিফেন্ডার কেরালা ব্লাস্টার্সের থেকে রিলিজ় নিয়ে ফ্রি ফুটবলার । ফলে তাঁকে দলে নিতে ISL-র একাধিক ক্লাব আগ্রহী । কেরালা ব্লাস্টার্সের হয়ে 76টি ম্যাচে প্রতিনিধিত্ব করা তারকা ডিফেন্ডারের এখনও দুই বছরের চুক্তি রয়েছে । তবে তিনি অনেক আগেই দলবদলের ইচ্ছার কথা বলেছিলেন ।

"ঝিঙ্গান এখনও ATK-মোহনবাগানের পক্ষে সই করেননি । তবে চুড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে," বলেছেন তারকা ডিফেন্ডারের ঘনিষ্ঠ ব্যক্তি । ভারতীয় দলের হয়ে আর্ন্তজাতিক ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করা সন্দেশ ঝিঙ্গান বিদেশের ক্লাবে খেলার চেষ্টা করছেন । নতুন সেটাই তাঁদের পাখির চোখ । কিন্তু প্যআনডেমিক পরিবেশে বিদেশের ক্লাবে খেলার সম্ভাবনা ক্ষীন হতেই সন্দেশ ঝিঙ্গান এবার দেশের ক্লাবে নজর দিয়েছেন।

"এশিয়ান দেশের সব ফুটবলাররা লা লিগা কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখে । অনেক কিছু এই স্বপ্নপূরণের পেছনে রয়েছে । কিন্তু আপনার মধ্যে যদি নৈপুণ্য,পারদর্শিতা, চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা থাকে তাহলে স্বপ্ন পূরণ সম্ভব । ওইসব লিগের ফুটবলাররা এখন ভারতে খেলতে আসছে । এবার আমরা দেখব ভারতীয়রা ইউরোপের মাটিতে খেলছে," কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন সন্দেশ ঝিঙ্গান স্বয়ং ।

পরবর্তীত প‍রিস্থিতিতে ভারতীয় দলের ডিফেন্ডার আন্তেনিও লোপেজ হাবাসের কোচিংয়ে খেলতে আগ্রহী । প্রীতম কোটাল, তিরি সঙ্গে তিনি জোট বাধতে চাইছেন । গত মরসুমে চোটের কারণে একটিও ম্যাচ খেলতে পারেননি । চলতি মরসুমের ISL সন্দেশ ঝিঙ্গানের কাছে প্রত্যাবর্তনের মঞ্চ হতে চলেছে । সেই সুযোগ কাজে লাগাতে তিনি মরিয়া । তাই ATK-মোহনবাগানের জার্সিতে সন্দেশ ঝিঙ্গান হয়তো সময়ের অপেক্ষা।

কলকাতা, 15 সেপ্টেম্বর : ATK মোহনবাগানের জার্সি পড়তে চলেছেন সন্দেশ ঝিঙ্গান । ভারতীয় দলের তারকা ডিফেন্ডার কেরালা ব্লাস্টার্সের থেকে রিলিজ় নিয়ে ফ্রি ফুটবলার । ফলে তাঁকে দলে নিতে ISL-র একাধিক ক্লাব আগ্রহী । কেরালা ব্লাস্টার্সের হয়ে 76টি ম্যাচে প্রতিনিধিত্ব করা তারকা ডিফেন্ডারের এখনও দুই বছরের চুক্তি রয়েছে । তবে তিনি অনেক আগেই দলবদলের ইচ্ছার কথা বলেছিলেন ।

"ঝিঙ্গান এখনও ATK-মোহনবাগানের পক্ষে সই করেননি । তবে চুড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে," বলেছেন তারকা ডিফেন্ডারের ঘনিষ্ঠ ব্যক্তি । ভারতীয় দলের হয়ে আর্ন্তজাতিক ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করা সন্দেশ ঝিঙ্গান বিদেশের ক্লাবে খেলার চেষ্টা করছেন । নতুন সেটাই তাঁদের পাখির চোখ । কিন্তু প্যআনডেমিক পরিবেশে বিদেশের ক্লাবে খেলার সম্ভাবনা ক্ষীন হতেই সন্দেশ ঝিঙ্গান এবার দেশের ক্লাবে নজর দিয়েছেন।

"এশিয়ান দেশের সব ফুটবলাররা লা লিগা কিংবা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখে । অনেক কিছু এই স্বপ্নপূরণের পেছনে রয়েছে । কিন্তু আপনার মধ্যে যদি নৈপুণ্য,পারদর্শিতা, চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা থাকে তাহলে স্বপ্ন পূরণ সম্ভব । ওইসব লিগের ফুটবলাররা এখন ভারতে খেলতে আসছে । এবার আমরা দেখব ভারতীয়রা ইউরোপের মাটিতে খেলছে," কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন সন্দেশ ঝিঙ্গান স্বয়ং ।

পরবর্তীত প‍রিস্থিতিতে ভারতীয় দলের ডিফেন্ডার আন্তেনিও লোপেজ হাবাসের কোচিংয়ে খেলতে আগ্রহী । প্রীতম কোটাল, তিরি সঙ্গে তিনি জোট বাধতে চাইছেন । গত মরসুমে চোটের কারণে একটিও ম্যাচ খেলতে পারেননি । চলতি মরসুমের ISL সন্দেশ ঝিঙ্গানের কাছে প্রত্যাবর্তনের মঞ্চ হতে চলেছে । সেই সুযোগ কাজে লাগাতে তিনি মরিয়া । তাই ATK-মোহনবাগানের জার্সিতে সন্দেশ ঝিঙ্গান হয়তো সময়ের অপেক্ষা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.