ETV Bharat / city

বিধান ভবনে হামলার জের, অবরুদ্ধ পার্ক সার্কাস, দাহ কুশপুতুল - West Bengal Congress latest news

বিধান ভবনে রীতিমতো তাণ্ডব চলে গতকাল ৷ ছেঁড়া হয় রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি থেকে শুরু করে একাধিক কংগ্রেস নেতৃত্বের পোস্টার ও ব্যানার । কালি ছেটানো হয় বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে । অভিযোগ উঠেছে BJP-র যুব মোর্চার বিরুদ্ধে ৷ হামলার প্রতিবাদে আজ মল্লিক বাজার এবং পার্ক সার্কাস সংযোগস্থল অবরুদ্ধ করেন কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা ৷ দাহ করা হয় অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল ৷ হামলার তীব্র নিন্দা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নানও ৷

বিধান ভবন আক্রমণের বিরুদ্ধে পথে কংগ্রেস
author img

By

Published : Nov 17, 2019, 11:15 PM IST

কলকাতা, 17 নভেম্বর : প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আক্রমণের বিরুদ্ধে আজ পথে নামলেন কংগ্রেস কর্মীরা ৷ অভিযোগ উঠেছে BJP যুব মোর্চার কর্মীদের বিরুদ্ধে ৷ অভিযোগ গতকাল প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে হামলা চালায় BJP-র যুব মোর্চা ৷ ঘটনার প্রতিবাদে পার্ক সার্কাসের সাত মাথার মোড় আজ বেলা 1টা নাগাদ অবরুদ্ধ করেন কংগ্রেস কর্মীরা ৷

বিধান ভবনে রীতিমতো তাণ্ডব চলে গতকাল ৷ ছেঁড়া হয় রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি থেকে শুরু করে একাধিক কংগ্রেস নেতৃত্বের পোস্টার ও ব্যানার। কালি ছেটানো হয় বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে । অভিযোগ উঠেছে BJP-র যুব মোর্চার বিরুদ্ধে ৷ হামলার প্রতিবাদে আজ মল্লিক বাজার এবং পার্ক সার্কাস সংযোগস্থল অবরুদ্ধ করেন কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা ৷ দাহ করা হয় অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল ৷

road-blockade-in-park-circus
প্রদেশ কংগ্রেস কার্য্যালয়ে আক্রমণের বিরুদ্ধে আজ পথে নামলেন কংগ্রেস কর্মীরা

আজকের প্রতিবাদ কর্মসূচির সামনের সারিতে ছিলেন রোহণ মিত্র, আশুতোষ চট্টোপাধ্যায় সহ যুব কংগ্রেসের একাধিক নেতা ৷ আজকের পথ অবরোধে কর্মসূচিতে পুলিশ কাউকে আটক করেনি ৷ কর্মসূচি দ্রুত সেরে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল পুলিশের তরফে ৷

কার মদতে প্রদেশ কংগ্রেস দপ্তরে এই হামলা চলল, তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ দাবি উঠছে পূর্ণাঙ্গ তদন্তের ৷

ভিডিয়োয় দেখুন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের মন্তব্য

রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, "কেন্দ্রের শাসক দল BJP-র পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে যেভাবে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আক্রমণ হল তার ধিক্কার জানাই । সুস্থ চেতনার কোন মানুষ BJP-তে নেই । কংগ্রেস বিরোধী দল । বাংলার শাসক দল নয় । বিরোধী দল আক্রান্ত মানে বুঝতে হবে ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ দেখাচ্ছে BJP ৷ এরা প্রত্যেকে মূর্খ । এদের থেকে এর বেশি আশা করা যায় না । যারা নোবেলজয়ীদের কটূক্তি করে, গরুর দুধে সোনা খোঁজে, তারা মূর্খের দল । তারাই এসব করবে । ধিক্কার এবং নিন্দা জানাই । রাজ্য সরকারের কাছে অনুরোধ দোষীদের শাস্তির ব্যবস্থা করুন ।"

কলকাতা, 17 নভেম্বর : প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আক্রমণের বিরুদ্ধে আজ পথে নামলেন কংগ্রেস কর্মীরা ৷ অভিযোগ উঠেছে BJP যুব মোর্চার কর্মীদের বিরুদ্ধে ৷ অভিযোগ গতকাল প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে হামলা চালায় BJP-র যুব মোর্চা ৷ ঘটনার প্রতিবাদে পার্ক সার্কাসের সাত মাথার মোড় আজ বেলা 1টা নাগাদ অবরুদ্ধ করেন কংগ্রেস কর্মীরা ৷

বিধান ভবনে রীতিমতো তাণ্ডব চলে গতকাল ৷ ছেঁড়া হয় রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি থেকে শুরু করে একাধিক কংগ্রেস নেতৃত্বের পোস্টার ও ব্যানার। কালি ছেটানো হয় বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে । অভিযোগ উঠেছে BJP-র যুব মোর্চার বিরুদ্ধে ৷ হামলার প্রতিবাদে আজ মল্লিক বাজার এবং পার্ক সার্কাস সংযোগস্থল অবরুদ্ধ করেন কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা ৷ দাহ করা হয় অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল ৷

road-blockade-in-park-circus
প্রদেশ কংগ্রেস কার্য্যালয়ে আক্রমণের বিরুদ্ধে আজ পথে নামলেন কংগ্রেস কর্মীরা

আজকের প্রতিবাদ কর্মসূচির সামনের সারিতে ছিলেন রোহণ মিত্র, আশুতোষ চট্টোপাধ্যায় সহ যুব কংগ্রেসের একাধিক নেতা ৷ আজকের পথ অবরোধে কর্মসূচিতে পুলিশ কাউকে আটক করেনি ৷ কর্মসূচি দ্রুত সেরে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল পুলিশের তরফে ৷

কার মদতে প্রদেশ কংগ্রেস দপ্তরে এই হামলা চলল, তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ দাবি উঠছে পূর্ণাঙ্গ তদন্তের ৷

ভিডিয়োয় দেখুন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের মন্তব্য

রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, "কেন্দ্রের শাসক দল BJP-র পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে যেভাবে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আক্রমণ হল তার ধিক্কার জানাই । সুস্থ চেতনার কোন মানুষ BJP-তে নেই । কংগ্রেস বিরোধী দল । বাংলার শাসক দল নয় । বিরোধী দল আক্রান্ত মানে বুঝতে হবে ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ দেখাচ্ছে BJP ৷ এরা প্রত্যেকে মূর্খ । এদের থেকে এর বেশি আশা করা যায় না । যারা নোবেলজয়ীদের কটূক্তি করে, গরুর দুধে সোনা খোঁজে, তারা মূর্খের দল । তারাই এসব করবে । ধিক্কার এবং নিন্দা জানাই । রাজ্য সরকারের কাছে অনুরোধ দোষীদের শাস্তির ব্যবস্থা করুন ।"

Intro:প্রদেশ কংগ্রেস অফিস আক্রমণের বিরুদ্ধে আজ পথে নামল কংগ্রেস কর্মীরা। পার্ক সার্কাসের গুরুত্বপূর্ণ সাত মাথার মোড় আজ বেলা একটা নাগাদ অবরোধ করে কংগ্রেস কর্মীরা। প্রদেশ কংগ্রেস দফতরে আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান।


Body:মল্লিক বাজার এবং পাকসার্কাস সংযোগস্থলেও অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। গতকাল কংগ্রেসের প্রধান সদর দপ্তর বিধান ভবনে বিজেপি যুব মোর্চার কর্মীরা অভিযান চালায়। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, সহ কংগ্রেস নেতৃত্বে পোস্টার ব্যানার ছিঁড়ে দেয় তারা। কালি ছেটানো হয় বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে। এই ঘটনার প্রতিবাদে আজ দীর্ঘক্ষন পার্ক সার্কাস অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করেন তারা।
এই ঘটনায় পুলিশ কাউকে আটক না করলেও, কর্মসূচি দ্রুত সেরে ফেলার জন্য অনুরোধ করেন। যুব কংগ্রেসের রোহন মিত্র, আশুতোষ চট্টোপাধ্যায় প্রমুখ এই অবরোধ মিছিলের নেতৃত্ব দেন।
কার মদতে গতকাল প্রদেশ কংগ্রেস ভবনে হামলা চালায় বিজেপির যুব মোর্চার সদস্যরা তা নিয়ে তদন্তের দাবি করা হয়। রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, "কেন্দ্রের শাসক দল বিজেপির পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে যেভাবে প্রদেশ কংগ্রেস অফিস আক্রান্ত হলো তার ধিক্কার জানাই। সুস্থ চেতনার কোন মানুষ বিজেপিতে নেই। কংগ্রেস বিরোধী দল। বাংলার শাসক দল নয়। বিরোধী দল আক্রান্ত মানে বুঝতে হবে ফ্যাসিজমের চূড়ান্ত রূপ দেখাচ্ছে বিজেপি। এরা প্রত্যেকে মূর্খ। এদের থেকে এর বেশি আশা করা যায় না। যারা নোবেল জয়ীদের কটুক্তি করে, গরুর দুধে সোনা খোঁজেন, তারা মূর্খের দল। তারাই এসব করবে। ধিক্কার এবং নিন্দা জানাই। রাজ্য সরকারের কাছে অনুরোধ দোষীদের শাস্তির ব্যবস্থা করুন।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.