কলকাতা, 17 নভেম্বর : প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আক্রমণের বিরুদ্ধে আজ পথে নামলেন কংগ্রেস কর্মীরা ৷ অভিযোগ উঠেছে BJP যুব মোর্চার কর্মীদের বিরুদ্ধে ৷ অভিযোগ গতকাল প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে হামলা চালায় BJP-র যুব মোর্চা ৷ ঘটনার প্রতিবাদে পার্ক সার্কাসের সাত মাথার মোড় আজ বেলা 1টা নাগাদ অবরুদ্ধ করেন কংগ্রেস কর্মীরা ৷
বিধান ভবনে রীতিমতো তাণ্ডব চলে গতকাল ৷ ছেঁড়া হয় রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি থেকে শুরু করে একাধিক কংগ্রেস নেতৃত্বের পোস্টার ও ব্যানার। কালি ছেটানো হয় বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে । অভিযোগ উঠেছে BJP-র যুব মোর্চার বিরুদ্ধে ৷ হামলার প্রতিবাদে আজ মল্লিক বাজার এবং পার্ক সার্কাস সংযোগস্থল অবরুদ্ধ করেন কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা ৷ দাহ করা হয় অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল ৷
আজকের প্রতিবাদ কর্মসূচির সামনের সারিতে ছিলেন রোহণ মিত্র, আশুতোষ চট্টোপাধ্যায় সহ যুব কংগ্রেসের একাধিক নেতা ৷ আজকের পথ অবরোধে কর্মসূচিতে পুলিশ কাউকে আটক করেনি ৷ কর্মসূচি দ্রুত সেরে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল পুলিশের তরফে ৷
কার মদতে প্রদেশ কংগ্রেস দপ্তরে এই হামলা চলল, তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ দাবি উঠছে পূর্ণাঙ্গ তদন্তের ৷
রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান বলেন, "কেন্দ্রের শাসক দল BJP-র পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে যেভাবে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আক্রমণ হল তার ধিক্কার জানাই । সুস্থ চেতনার কোন মানুষ BJP-তে নেই । কংগ্রেস বিরোধী দল । বাংলার শাসক দল নয় । বিরোধী দল আক্রান্ত মানে বুঝতে হবে ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ দেখাচ্ছে BJP ৷ এরা প্রত্যেকে মূর্খ । এদের থেকে এর বেশি আশা করা যায় না । যারা নোবেলজয়ীদের কটূক্তি করে, গরুর দুধে সোনা খোঁজে, তারা মূর্খের দল । তারাই এসব করবে । ধিক্কার এবং নিন্দা জানাই । রাজ্য সরকারের কাছে অনুরোধ দোষীদের শাস্তির ব্যবস্থা করুন ।"