ETV Bharat / city

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কোরোনা আক্রান্ত অনাদি সাহু

কোরোনা জয় করে বাড়ি ফিরলেন অনাদি সাহু ৷ CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য রেখা গোস্বামী ও মিনতি ঘোষ কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ তাঁরা নিজ নিজ বাড়িতে নিভৃতবাসে রয়েছেন ৷

anadi sahu
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অনাদি সাহু
author img

By

Published : Aug 14, 2020, 9:25 AM IST

কলকাতা, 14 অগাস্ট : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন CITU-র রাজ্য সম্পাদক অনাদি সাহু ৷ কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হয়েছিলেন ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করান হয় ৷ গত কয়েকদিন সংকটজনক অবস্থায় কেটেছে ৷ দীর্ঘ 48 ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে ভালো সাড়া দেওয়ায় গতকাল তাঁকে হাসপাতাল থেকে বাড়ি পাঠান হয় ৷

হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গেছে, বুধবার তাঁর কোরোনা পরীক্ষা করা হয় ৷ তাতে রিপোর্ট নেগেটিভ আসায় চিকিৎসকরা নিশ্চিত হন ৷ তারপর চিকিৎসকরা অনাদিবাবুর পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় হাসপাতাল থেকে ছুটি দেন ৷ বর্তমানে তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন বলে জানা গেছে পরিবারের তরফ থেকে ৷

"অনাদিবাবুর কথায়, কোরোনা যুদ্ধে জয় করে বাড়ি ফিরেছি ৷ দলের কাজে যোগ দিয়েছি ৷ শরীরে তেমন কোনও সমস্যা নেই ৷ কিছুটা দুর্বলতা বোধ করছি ৷ বিশ্রাম নিলে তা কাটিয়ে উঠতে পারব ৷"

এদিকে কোরোনা ভাইরাসের শিকার হলেন CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য রেখা গোস্বামী ও মিনতি ঘোষ ৷ দুজনেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন ৷ বামফ্রন্ট মন্ত্রী সভার স্বনির্ভর দপ্তরের মন্ত্রী ছিলেন রেখা গোস্বামী ৷ রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন মিনতি ঘোষ ৷

এছাড়া, CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন ৷ তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ আরও জানিয়েছেন, আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে মহম্মদ সেলিমকে ৷

কলকাতা, 14 অগাস্ট : সুস্থ হয়ে বাড়ি ফিরলেন CITU-র রাজ্য সম্পাদক অনাদি সাহু ৷ কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হয়েছিলেন ৷ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করান হয় ৷ গত কয়েকদিন সংকটজনক অবস্থায় কেটেছে ৷ দীর্ঘ 48 ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে ভালো সাড়া দেওয়ায় গতকাল তাঁকে হাসপাতাল থেকে বাড়ি পাঠান হয় ৷

হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গেছে, বুধবার তাঁর কোরোনা পরীক্ষা করা হয় ৷ তাতে রিপোর্ট নেগেটিভ আসায় চিকিৎসকরা নিশ্চিত হন ৷ তারপর চিকিৎসকরা অনাদিবাবুর পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় হাসপাতাল থেকে ছুটি দেন ৷ বর্তমানে তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন বলে জানা গেছে পরিবারের তরফ থেকে ৷

"অনাদিবাবুর কথায়, কোরোনা যুদ্ধে জয় করে বাড়ি ফিরেছি ৷ দলের কাজে যোগ দিয়েছি ৷ শরীরে তেমন কোনও সমস্যা নেই ৷ কিছুটা দুর্বলতা বোধ করছি ৷ বিশ্রাম নিলে তা কাটিয়ে উঠতে পারব ৷"

এদিকে কোরোনা ভাইরাসের শিকার হলেন CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য রেখা গোস্বামী ও মিনতি ঘোষ ৷ দুজনেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন ৷ বামফ্রন্ট মন্ত্রী সভার স্বনির্ভর দপ্তরের মন্ত্রী ছিলেন রেখা গোস্বামী ৷ রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন মিনতি ঘোষ ৷

এছাড়া, CPI(M) কেন্দ্রীয় কমিটির সদস্য মহম্মদ সেলিম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন ৷ তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ আরও জানিয়েছেন, আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে মহম্মদ সেলিমকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.