ETV Bharat / city

Relief for Anubrata: হাইকোর্টে আপাতত স্বস্তি অনুব্রত ও বোলপুর পৌরসভার

কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এবং বোলপুর পৌরসভা (Relief for Anubrata)। বোলপুর পৌরসভায় বিল্ডিং প্ল্যান পাশের জন্য 'অনুদান' সংক্রান্ত মামলায় এখনই হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

Relief for Anubrata Mondal and Bolpur Municipality in Calcutta High Court
হাইকোর্টে আপাতত স্বস্তি অনুব্রত ও বোলপুর পৌরসভার
author img

By

Published : Sep 28, 2022, 11:35 AM IST

Updated : Sep 28, 2022, 12:14 PM IST

কলকাতা, 28 সেপ্টেম্বর: কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। স্বস্তিতে বোলপুর পৌরসভাও (Bolpur Municipality)। বোলপুর পৌরসভায় বিল্ডিং প্ল্যান পাশের জন্য 'অনুদান' সংক্রান্ত মামলায় আপাতত হস্তক্ষেপ করল না হাইকোর্ট (Relief for Anubrata)। এই মুহূর্তে সিবিআই তদন্তের দাবিকে মান্যতা দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । আদালত (Calcutta High Court) জানিয়েছে, মামলার পক্ষে এই মুহূর্তে পর্যাপ্ত নথি নেই ।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনীয় নথির জন্য পৌরসভার চেয়ারপার্সনের কাছে আবেদন জানাতে পারেন মামলাকারী । আবেদন করলে মামলাকারীকে নথি দেবেন বোলপুর পৌরসভার চেয়ারপার্সন । তারপর প্রয়োজন হলে মামলাকারী আবারও আদালতের দ্বারস্থ হতে পারেন ।

বোলপুর পৌরসভায় বিল্ডিং প্ল্যান পাশ করাতে অনুদান দিতে হয় - এই অভিযোগে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে । অভিযোগ, গোটা চক্রের মাথা বীরভূমের দোর্দদণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং বোলপুর পৌরসভার বর্তমান চেয়ারপার্সন পর্ণা ঘোষ ও তাঁর স্বামী সুদীপ্ত ঘোষও এর সঙ্গে জড়িত । পৌরসভার নামে বিল ছাপিয়ে নাকি টাকা নেওয়া হত । এই কাটমানি না দেওয়া হলে বিল্ডিং প্ল্যান মিলত না বলে অভিযোগ করেছেন মামলাকারী ।

আরও পড়ুন: গরুপাচার চক্রে মালদার যোগ, এনামুলের আরও এক ঘনিষ্ঠকে আটক সিআইডির

যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছিলেন, অনুদান নেওয়া বেআইনি কিছু নয় । পৌরসভাগুলি অনুদান নিয়ে থাকে । বাজেটেও এর সংস্থান রয়েছে । সব কিছুর হিসেব রাখা হয় । দুঃস্থ মানুষদের উন্নয়নের জন্য এই টাকা খরচ হয় । এতে অবৈধ কী আছে ? বহু মানুষ স্বেচ্ছায় অনুদান দিয়ে থাকেন ।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ গত 20 সেপ্টেম্বর মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল ।

কলকাতা, 28 সেপ্টেম্বর: কলকাতা হাইকোর্টে আপাতত স্বস্তি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। স্বস্তিতে বোলপুর পৌরসভাও (Bolpur Municipality)। বোলপুর পৌরসভায় বিল্ডিং প্ল্যান পাশের জন্য 'অনুদান' সংক্রান্ত মামলায় আপাতত হস্তক্ষেপ করল না হাইকোর্ট (Relief for Anubrata)। এই মুহূর্তে সিবিআই তদন্তের দাবিকে মান্যতা দিল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । আদালত (Calcutta High Court) জানিয়েছে, মামলার পক্ষে এই মুহূর্তে পর্যাপ্ত নথি নেই ।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনীয় নথির জন্য পৌরসভার চেয়ারপার্সনের কাছে আবেদন জানাতে পারেন মামলাকারী । আবেদন করলে মামলাকারীকে নথি দেবেন বোলপুর পৌরসভার চেয়ারপার্সন । তারপর প্রয়োজন হলে মামলাকারী আবারও আদালতের দ্বারস্থ হতে পারেন ।

বোলপুর পৌরসভায় বিল্ডিং প্ল্যান পাশ করাতে অনুদান দিতে হয় - এই অভিযোগে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে । অভিযোগ, গোটা চক্রের মাথা বীরভূমের দোর্দদণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং বোলপুর পৌরসভার বর্তমান চেয়ারপার্সন পর্ণা ঘোষ ও তাঁর স্বামী সুদীপ্ত ঘোষও এর সঙ্গে জড়িত । পৌরসভার নামে বিল ছাপিয়ে নাকি টাকা নেওয়া হত । এই কাটমানি না দেওয়া হলে বিল্ডিং প্ল্যান মিলত না বলে অভিযোগ করেছেন মামলাকারী ।

আরও পড়ুন: গরুপাচার চক্রে মালদার যোগ, এনামুলের আরও এক ঘনিষ্ঠকে আটক সিআইডির

যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছিলেন, অনুদান নেওয়া বেআইনি কিছু নয় । পৌরসভাগুলি অনুদান নিয়ে থাকে । বাজেটেও এর সংস্থান রয়েছে । সব কিছুর হিসেব রাখা হয় । দুঃস্থ মানুষদের উন্নয়নের জন্য এই টাকা খরচ হয় । এতে অবৈধ কী আছে ? বহু মানুষ স্বেচ্ছায় অনুদান দিয়ে থাকেন ।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ গত 20 সেপ্টেম্বর মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল ।

Last Updated : Sep 28, 2022, 12:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.