ETV Bharat / city

শেক্সপিয়ার সরণি দুর্ঘটনার পুনর্নির্মাণ, গাড়িতে থাকা যুবককে জেরা - শেক্সপিয়ার সরণি দুর্ঘটনার পুনর্নির্মাণ, গাড়িতে থাকা যুবককে জেরা

আজ এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় রাঘিবের সল্টলেকের বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তাঁকে নিয়েই চলে ঘটনার পুনর্নির্মাণ । পুলিশ সূত্রে খবর, এই জিজ্ঞাসাবাদে উঠে এসেছে বেশ কিছু তথ্য । তবে সেসব এখনই প্রকাশ্যে আনতে চাইছেন না গোয়েন্দারা ।

ফাইল ছবি
author img

By

Published : Aug 23, 2019, 10:15 PM IST

কলকাতা, 23 অগাস্ট : প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ আগেই করা হয়েছিল । তার ভিত্তিতে অনুসন্ধানও চালানো হচ্ছে । কিন্তু তারপরও থেকে গিয়েছিল বেশ কিছু প্রশ্ন । তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, গাড়ি চালানোর সময় আদৌ কি মাদকাসক্ত ছিলেন রাঘিব? আজ এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় রাঘিবের সল্টলেকের ওই বন্ধুকে । তাঁকে নিয়েই চলল ঘটনার পুনর্নির্মাণ । পুলিশ সূত্রে খবর, এই জিজ্ঞাসাবাদে উঠে এসেছে বেশ কিছু তথ্য । তবে সেসব এখনই প্রকাশ্যে আনতে চাইছেন না গোয়েন্দারা ।

ওই গাড়িতে একা ছিলেন না রাঘিব পারভেজ । ছিলেন তাঁর এক বন্ধুও । ওই বন্ধুর বাড়ি সল্টলেকে । ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী তিনি । যদিও এই দুর্ঘটনায় রাঘিবের ওই বন্ধুর কোনও ভূমিকা রয়েছে কি না এখনও পর্যন্ত জানতে পারেননি তদন্তকারীরা । জানা গেছে, দুর্ঘটনার আগে একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন দু'জনে । মধ্য কলকাতার একটি নামী স্কুলের প্রিন্সিপালের ছেলের জন্মদিন ছিল সেদিন । সেই পার্টিতে রাত সাড়ে এগারোটা নাগাদ যান রাঘিব । সেখানেই সল্টলেকের ওই বন্ধুকে বলেন বাড়ি ছেড়ে দেবেন । যদিও ওই বন্ধু জানিয়েছিলেন, তাঁকে মল্লিক বাজার ছেড়ে দিলেই হবে । সেখান থেকে তিনি অ্যাপ ক্যাবে বাড়ি চলে যাবেন । সেই কথা মতই তাঁরা জাগুয়ার চড়ে রওনা দিয়েছিলেন ৷ তিন থেকে চার মিনিটের মধ্যেই দু'জনের এক কমন ফ্রেন্ডের ফোন আসে । তিনি ডাকেন দু'জনকেই । সেই কারণেই তাঁরা পার্ক স্ট্রিটের দিকে গিয়েছিলেন । কিন্তু সেই বন্ধুর সঙ্গে আর দেখা হয়নি । তখন গাড়িতে থাকা বন্ধুকে সল্টলেক নামিয়ে দিয়ে আসবেন বলে রওনা দেন লাউডন স্ট্রিট ধরে । আর তখনই ঘটে দুর্ঘটনা । পুলিশ সূত্রে জানা গেছে, রাঘিব জেরায় জানিয়েছেন এমন তথ্যই । রাঘিবের বন্ধুও একই ধরনের কথা জানিয়েছে পুলিশকে ।

গাড়িতে থাকা এয়ার ব্যাগ যদি চালককে বাঁচায় তবে তারও চিহ্ন থাকে । বেশ কিছুক্ষণ ধরে রোদে পোড়ার মত মুখ লাল হয়ে যায় । মুখমণ্ডলের চারপাশে স্প্লিনটার ইনজুরির মতো দাগ হয়ে যায় ৷ গোয়েন্দারা জানাচ্ছেন, সেটি সিলিকনের দাগ । রাঘিবের বন্ধুর মুখেও ওই দাগ পেয়েছে পুলিশ । তাঁর মেডিকেল টেস্টও করা হয়েছে ।

কলকাতা, 23 অগাস্ট : প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ আগেই করা হয়েছিল । তার ভিত্তিতে অনুসন্ধানও চালানো হচ্ছে । কিন্তু তারপরও থেকে গিয়েছিল বেশ কিছু প্রশ্ন । তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, গাড়ি চালানোর সময় আদৌ কি মাদকাসক্ত ছিলেন রাঘিব? আজ এবিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় রাঘিবের সল্টলেকের ওই বন্ধুকে । তাঁকে নিয়েই চলল ঘটনার পুনর্নির্মাণ । পুলিশ সূত্রে খবর, এই জিজ্ঞাসাবাদে উঠে এসেছে বেশ কিছু তথ্য । তবে সেসব এখনই প্রকাশ্যে আনতে চাইছেন না গোয়েন্দারা ।

ওই গাড়িতে একা ছিলেন না রাঘিব পারভেজ । ছিলেন তাঁর এক বন্ধুও । ওই বন্ধুর বাড়ি সল্টলেকে । ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী তিনি । যদিও এই দুর্ঘটনায় রাঘিবের ওই বন্ধুর কোনও ভূমিকা রয়েছে কি না এখনও পর্যন্ত জানতে পারেননি তদন্তকারীরা । জানা গেছে, দুর্ঘটনার আগে একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন দু'জনে । মধ্য কলকাতার একটি নামী স্কুলের প্রিন্সিপালের ছেলের জন্মদিন ছিল সেদিন । সেই পার্টিতে রাত সাড়ে এগারোটা নাগাদ যান রাঘিব । সেখানেই সল্টলেকের ওই বন্ধুকে বলেন বাড়ি ছেড়ে দেবেন । যদিও ওই বন্ধু জানিয়েছিলেন, তাঁকে মল্লিক বাজার ছেড়ে দিলেই হবে । সেখান থেকে তিনি অ্যাপ ক্যাবে বাড়ি চলে যাবেন । সেই কথা মতই তাঁরা জাগুয়ার চড়ে রওনা দিয়েছিলেন ৷ তিন থেকে চার মিনিটের মধ্যেই দু'জনের এক কমন ফ্রেন্ডের ফোন আসে । তিনি ডাকেন দু'জনকেই । সেই কারণেই তাঁরা পার্ক স্ট্রিটের দিকে গিয়েছিলেন । কিন্তু সেই বন্ধুর সঙ্গে আর দেখা হয়নি । তখন গাড়িতে থাকা বন্ধুকে সল্টলেক নামিয়ে দিয়ে আসবেন বলে রওনা দেন লাউডন স্ট্রিট ধরে । আর তখনই ঘটে দুর্ঘটনা । পুলিশ সূত্রে জানা গেছে, রাঘিব জেরায় জানিয়েছেন এমন তথ্যই । রাঘিবের বন্ধুও একই ধরনের কথা জানিয়েছে পুলিশকে ।

গাড়িতে থাকা এয়ার ব্যাগ যদি চালককে বাঁচায় তবে তারও চিহ্ন থাকে । বেশ কিছুক্ষণ ধরে রোদে পোড়ার মত মুখ লাল হয়ে যায় । মুখমণ্ডলের চারপাশে স্প্লিনটার ইনজুরির মতো দাগ হয়ে যায় ৷ গোয়েন্দারা জানাচ্ছেন, সেটি সিলিকনের দাগ । রাঘিবের বন্ধুর মুখেও ওই দাগ পেয়েছে পুলিশ । তাঁর মেডিকেল টেস্টও করা হয়েছে ।

Intro:কলকাতা, 23 অগাস্ট: প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ আগেই করা হয়েছিল। তার ভিত্তিতে অনুসন্ধানও চালানো হচ্ছে। কিন্তু তারপরেও থেকে গিয়েছিলো বেশ কিছু প্রশ্ন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গাড়ি চালানোর সময় আদৌ কি মাদকাসক্ত ছিলেন রাঘিব? এমন বেশ কিছু প্রশ্ন নিয়ে আজ জিজ্ঞাসাবাদ করা হল রাঘিবের সল্টলেকের ওই বন্ধুকে। তাকে নিয়েই চলল ঘটনার পুনর্নির্মাণ। পুলিশ সূত্রে খবর, এই জিজ্ঞাসাবাদে উঠে এসেছে বেশ কিছু তথ্য। তবে সেসব এখনই প্রকাশ্যে আনতে চাইছেন না গোয়েন্দারা।Body:ওই গাড়িতে একা ছিলন না রাঘিব পারভেজ। ছিল তার এক বন্ধুও। ওই বন্ধুর বাড়ি সল্টলেকে। ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শীও তিনি। যদিও এই দুর্ঘটনায় রাঘিবের ওই বন্ধুর কোনও ভুমিকা এখনও পর্যন্ত পায়নি তদন্তকারীরা। জানা গেছে, দুর্ঘটনার আগে একটি জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন দুজনেই। মধ্য কলকাতার একটি নামি স্কুলের প্রিন্সিপালের ছেলের জন্মদিন ছিল সেদিন। সেই জন্মদিনের পার্টিতে এই রাত সাড়ে এগারোটা নাগাদ যান রাঘিব। সেখানেই তিনি সল্টলেকের ওই বন্ধুকে বলেন, বাড়ি ছেড়ে দেবেন। যদিও ওই বন্ধু জানিয়েছিলেন, তাকে মল্লিক বাজার ছেড়ে দিলেই হবে। সেখান থেকে তিনি অ্যাপ ক্যাবে বাড়ি চলে যাবেন। সেই উদ্দেশেই প্রথমে রওনা দিয়েছিল জাগুয়ার। তিন চার মিনিটের মধ্যেই দুজনের এক কমন বন্ধুর ফোন আসে। তিনি ডাকেন দু'জনকেই। সেই উদ্দেশ্যেই তারা পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে গিয়েছিলেন। কিন্তু সেই বন্ধুর সঙ্গে আর দেখা হয়নি। তখন গাড়িতে থাকা বন্ধুকে সল্টলেক নামিয়ে দিয়ে আসবেন বলে রওনা দেন লওডন স্ট্রিট ধরে। আর তখনই ঘটে দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, রাঘিব জেরায় জানিয়েছেন এমন তথ্যই। পুলিশ সূত্রে খবর রাঘিবের বন্ধুও একই ধরনের কথা বলেছে পুলিশকে। Conclusion:গাড়িতে থাকা এয়ার ব্যাগ যদি চালককে বাঁচায় তবে তারও চিহ্ন থাকে। বেশ কিছুক্ষণ ধরে রোদে পোড়ার মত মুখ লাল হয়ে যায়। মুখমন্ডলের চারপাশে স্প্লিন্টার ইনজুরির মত দাগ হয়ে যায়। গোয়েন্দারা জানাচ্ছেন সেটি সিলিকনের দাগ। রাগিবের বন্ধুর মুখেও ওই দাগ পেয়েছে পুলিশ। তার মেডিকেল টেস্টও করা হয়েছে।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.