ETV Bharat / city

মৃতদেহের চোখ খুবলে নিয়েছে ইঁদুর, অভিযোগে বিক্ষোভ RG করে - morgue

মৃতদেহের দুটি চোখ খুবলে নিয়েছে ইঁদুর ৷ এই অভিযোগে RG কর হাসপাতালে বিক্ষোভ দেখান মৃতের পরিজনরা ৷ থানাতে অভিযোগ জানিয়েছেন তাঁরা ৷

শম্ভুনাথ দাস
author img

By

Published : Aug 20, 2019, 2:34 AM IST

কলকাতা, 20 অগাস্ট : মৃতদেহের দুই চোখ খুবলে নিয়েছে ইঁদুর। এমনই অভিযোগ উঠল RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। এই ঘটনায় দীর্ঘ সময় বিক্ষোভ দেখান মৃত রোগীর পরিজনরা । অভিযোগের তদন্ত হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছেন মৃতের পরিজনরা ।

দমদমের বাসিন্দা শম্ভুনাথ দাস (৬৯)-কে ১৫ অগাস্ট ভরতি করানো হয়েছিল RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ওইদিন বাড়ির সামনে পড়ে গিয়ে তাঁর মাথায় আঘাত লাগে । হাসপাতালে ভরতি করানোর পরে দেখা যায় তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন । রবিবার দুপুরে তাঁর মৃত্যু হয় । মৃতদেহের ময়নাতদন্ত করা হয় । সোমবার বিকালে মর্গ থেকে মৃতদেহ নেওয়ার সময় পরিজনরা দেখেন, কাপড়ে মুড়ে রাখা মৃতদেহের খুবলে নেওয়া দুই চোখে তুলো গুঁজে দেওয়া রয়েছে । তাঁরা জানতে পারেন, ইঁদুরে খুবলে নিয়েছে দুই চোখ ।

এরপর মৃতের পরিজনরা উত্তেজিত হয়ে পড়েন । বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাঁদের রাগ গিয়ে পড়ে মর্গের এক ডোমের উপর । মর্গের ওই ডোমকে মারতে উদ্যত হন মৃত রোগীর ক্ষুব্ধ পরিজনরা । এমনও অভিযোগ উঠতে থাকে, মৃতদেহ থেকে ওই দুটি চোখ বিক্রি করে দেওয়া হয়েছে । ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা চেষ্টা করে । মৃত রোগীর ক্ষুব্ধ পরিজনদের হাত থেকে ওই ডোমকে রক্ষা করার জন্য তাঁকে মর্গে তালা বন্ধ করে রাখা হয় । সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বিক্ষোভ চলে পরিজনদের । ওই ডোমকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ । রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে ।

এই ঘটনায় টালা থানায় অভিযোগ জানিয়েছেন মৃতের পরিজনরা। তাঁদের অভিযোগ, মৃতদেহ মর্গে রাখা হয়েছিল। সেখানে ইঁদুর মৃতদেহের দুই চোখ খুবলে নিয়েছে ‌। এই অভিযোগের বিষয়ে RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শুদ্ধোধন বটব্যালের কাছে জানতে চাওয়া হলে সোমবার রাতে তিনি বলেন, "অভিযোগ পেয়েছি । একটি কমিটি গড়ে তদন্ত করা হবে ।" একইসঙ্গে তিনি বলেন, "ইঁদুর কী ভাবে ঢুকল দেখতে হবে। কী ভাবে এই ঘটনা হল, সেটা তদন্ত করে দেখতে হবে ।"

কলকাতা, 20 অগাস্ট : মৃতদেহের দুই চোখ খুবলে নিয়েছে ইঁদুর। এমনই অভিযোগ উঠল RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। এই ঘটনায় দীর্ঘ সময় বিক্ষোভ দেখান মৃত রোগীর পরিজনরা । অভিযোগের তদন্ত হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছেন মৃতের পরিজনরা ।

দমদমের বাসিন্দা শম্ভুনাথ দাস (৬৯)-কে ১৫ অগাস্ট ভরতি করানো হয়েছিল RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ওইদিন বাড়ির সামনে পড়ে গিয়ে তাঁর মাথায় আঘাত লাগে । হাসপাতালে ভরতি করানোর পরে দেখা যায় তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন । রবিবার দুপুরে তাঁর মৃত্যু হয় । মৃতদেহের ময়নাতদন্ত করা হয় । সোমবার বিকালে মর্গ থেকে মৃতদেহ নেওয়ার সময় পরিজনরা দেখেন, কাপড়ে মুড়ে রাখা মৃতদেহের খুবলে নেওয়া দুই চোখে তুলো গুঁজে দেওয়া রয়েছে । তাঁরা জানতে পারেন, ইঁদুরে খুবলে নিয়েছে দুই চোখ ।

এরপর মৃতের পরিজনরা উত্তেজিত হয়ে পড়েন । বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাঁদের রাগ গিয়ে পড়ে মর্গের এক ডোমের উপর । মর্গের ওই ডোমকে মারতে উদ্যত হন মৃত রোগীর ক্ষুব্ধ পরিজনরা । এমনও অভিযোগ উঠতে থাকে, মৃতদেহ থেকে ওই দুটি চোখ বিক্রি করে দেওয়া হয়েছে । ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা চেষ্টা করে । মৃত রোগীর ক্ষুব্ধ পরিজনদের হাত থেকে ওই ডোমকে রক্ষা করার জন্য তাঁকে মর্গে তালা বন্ধ করে রাখা হয় । সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বিক্ষোভ চলে পরিজনদের । ওই ডোমকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ । রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে ।

এই ঘটনায় টালা থানায় অভিযোগ জানিয়েছেন মৃতের পরিজনরা। তাঁদের অভিযোগ, মৃতদেহ মর্গে রাখা হয়েছিল। সেখানে ইঁদুর মৃতদেহের দুই চোখ খুবলে নিয়েছে ‌। এই অভিযোগের বিষয়ে RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শুদ্ধোধন বটব্যালের কাছে জানতে চাওয়া হলে সোমবার রাতে তিনি বলেন, "অভিযোগ পেয়েছি । একটি কমিটি গড়ে তদন্ত করা হবে ।" একইসঙ্গে তিনি বলেন, "ইঁদুর কী ভাবে ঢুকল দেখতে হবে। কী ভাবে এই ঘটনা হল, সেটা তদন্ত করে দেখতে হবে ।"

Intro:কলকাতা, ১৯ অগাস্ট: এক মৃতদেহের দুই চোখ খুবলে নিয়েছে ইঁদুর। এমনই অভিযোগ উঠল এবার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। এই ঘটনায় দীর্ঘ সময় বিক্ষোভ দেখান মৃত রোগীর পরিজনরা। অভিযোগের তদন্ত হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছেন পরিজনরা।
Body:দমদমের বাসিন্দা শম্ভুনাথ দাস (৬৯)-কে গত ১৫ অগাস্ট ভর্তি করানো হয়েছিল আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গিয়েছে, গত ১৫ অগাস্ট বাড়ির সামনে পড়ে গিয়ে তাঁর মাথায় আঘাত লাগে। হাসপাতালে ভর্তি করানোর পরে দেখা যায় তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। গতকাল দুপুরে এই রোগীর মৃত্যু হয়। মৃতদেহের ময়না তদন্ত করা হয়। সোমবার বিকালে মর্গ থেকে মৃতদেহ নেওয়ার সময় পরিজনরা দেখেন, কাপড়ে মুড়ে রাখা মৃতদেহের খুবলে নেওয়া দুই চোখে তুলো গুঁজে দেওয়া রয়েছে। তাঁরা জানতে পারেন ইঁদুরে খুবলে নিয়েছে দুই চোখ।

এই অভিযোগের জেরে পরিজনরা উত্তেজিত হয়ে পড়েন। বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তাঁদের রাগ গিয়ে পড়ে মর্গের এক ডোমের উপর। মর্গের ওই ডোমকে মারতে উদ্যত হন মৃত রোগীর ক্ষুব্ধ পরিজনরা। এমনও অভিযোগ উঠতে থাকে, মৃতদেহ থেকে ওই দুটি চোখ বিক্রি করে দেওয়া হয়েছে। ঘটনা স্থানে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁরা চেষ্টা করেন। মৃত রোগীর ক্ষুব্ধ পরিজনদের হাত থেকে ওই ডোমকে রক্ষা করার জন্য তাঁকে মর্গে তালা বন্ধ করে রাখা হয়। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বিক্ষোভ চলে পরিজনদের। ওই ডোমকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
Conclusion:এই ঘটনায় টালা থানায় অভিযোগ জানিয়েছেন মৃত ওই রোগীর পরিজনরা। তাঁদের অভিযোগ, মৃতদেহ মর্গে রাখা হয়েছিল। সেখানে ইঁদুর এই মৃতদেহের দুই চোখ খুবলে নিয়েছে‌। এই অভিযোগের বিষয়ে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শুদ্ধোধন বটব্যালের কাছে জানতে চাওয়া হলে সোমবার রাতে তিনি বলেন, "অভিযোগ পেয়েছি। একটি কমিটি গড়ে তদন্ত করা হবে।" একই সঙ্গে তিনি বলেন, "ইঁদুর কীভাবে ঢুকল দেখতে হবে। কীভাবে এই ঘটনা হল, সেটা তদন্ত করে দেখতে হবে।"
_______
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.