কলকাতা, 20 অগাস্ট : মৃতদেহের দুই চোখ খুবলে নিয়েছে ইঁদুর। এমনই অভিযোগ উঠল RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। এই ঘটনায় দীর্ঘ সময় বিক্ষোভ দেখান মৃত রোগীর পরিজনরা । অভিযোগের তদন্ত হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছেন মৃতের পরিজনরা ।
দমদমের বাসিন্দা শম্ভুনাথ দাস (৬৯)-কে ১৫ অগাস্ট ভরতি করানো হয়েছিল RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ওইদিন বাড়ির সামনে পড়ে গিয়ে তাঁর মাথায় আঘাত লাগে । হাসপাতালে ভরতি করানোর পরে দেখা যায় তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন । রবিবার দুপুরে তাঁর মৃত্যু হয় । মৃতদেহের ময়নাতদন্ত করা হয় । সোমবার বিকালে মর্গ থেকে মৃতদেহ নেওয়ার সময় পরিজনরা দেখেন, কাপড়ে মুড়ে রাখা মৃতদেহের খুবলে নেওয়া দুই চোখে তুলো গুঁজে দেওয়া রয়েছে । তাঁরা জানতে পারেন, ইঁদুরে খুবলে নিয়েছে দুই চোখ ।
এরপর মৃতের পরিজনরা উত্তেজিত হয়ে পড়েন । বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাঁদের রাগ গিয়ে পড়ে মর্গের এক ডোমের উপর । মর্গের ওই ডোমকে মারতে উদ্যত হন মৃত রোগীর ক্ষুব্ধ পরিজনরা । এমনও অভিযোগ উঠতে থাকে, মৃতদেহ থেকে ওই দুটি চোখ বিক্রি করে দেওয়া হয়েছে । ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা চেষ্টা করে । মৃত রোগীর ক্ষুব্ধ পরিজনদের হাত থেকে ওই ডোমকে রক্ষা করার জন্য তাঁকে মর্গে তালা বন্ধ করে রাখা হয় । সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বিক্ষোভ চলে পরিজনদের । ওই ডোমকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ । রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে ।
এই ঘটনায় টালা থানায় অভিযোগ জানিয়েছেন মৃতের পরিজনরা। তাঁদের অভিযোগ, মৃতদেহ মর্গে রাখা হয়েছিল। সেখানে ইঁদুর মৃতদেহের দুই চোখ খুবলে নিয়েছে । এই অভিযোগের বিষয়ে RG কর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শুদ্ধোধন বটব্যালের কাছে জানতে চাওয়া হলে সোমবার রাতে তিনি বলেন, "অভিযোগ পেয়েছি । একটি কমিটি গড়ে তদন্ত করা হবে ।" একইসঙ্গে তিনি বলেন, "ইঁদুর কী ভাবে ঢুকল দেখতে হবে। কী ভাবে এই ঘটনা হল, সেটা তদন্ত করে দেখতে হবে ।"