ETV Bharat / city

অনুমতিতে সমস্যা, ধর্মতলায় যেতে পারল না আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের মিছিল - kolkata

বিগত পাঁচ বছর ধরে উচ্চ প্রাথমিকের যে দুরাবস্থা চলছে সেই বিষয়ে রাজ্যপালকে অবগত করার জন্যই আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা আজকে এই মিছিল করে ।

আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের মিছিল
author img

By

Published : Sep 5, 2019, 7:19 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করা সহ আরও কয়েক দফা দাবি নিয়ে আজ ফের পথে নামলেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা । তাঁদের পরিকল্পনা ছিল, শিয়ালদহ থেকে মিছিল করে ধর্মতলা পর্যন্ত গিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি দেবেন । কিন্তু, মিছিল শিয়ালদহ থেকে শুরু হয়ে মৌলালির কাছে আসতেই তা আটকে দেয় পুলিশ । চাকরিপ্রার্থীদের পুলিশের তরফে বলা হয়, আজ ধর্মতলায় অনেক মিছিল আছে । তাই ধর্মতলায় যেতে দেওয়া যাবে না । পরিবর্তে তাঁদের রামলীলা ময়দানে গিয়ে বসতে বলে পুলিশ । কোনও উপায় না থাকায় শেষ পর্যন্ত রামলীলা ময়দানেই যেতে বাধ্য হন চাকরিপ্রার্থীরা ।

আজকের কর্মসূচি নিয়ে আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে অতনু ঘোষ বলেন, " উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের পক্ষ থেকে আজ একটি মিছিলের আয়োজন করা হয়েছে । মিছিল শেষে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়া হবে । বিগত পাঁচ বছর ধরে উচ্চ প্রাথমিকের যে দুরাবস্থা চলছে সেই বিষয়ে রাজ্যপালকে অবগত করার জন্যই এই মিছিল । 2014 সালে উচ্চ প্রাথমিকের ফর্ম ফিল আপ হয় । 2015 সালে পরীক্ষা হয় । 2016 সালে পুনরায় ইন্টারভিউয়ের জন্য আবেদন করি আমরা । 2017 সালে আমাদের প্রথম ভেরিফিকেশনের তালিকা প্রকাশ হয় । এটা 2019 সাল । ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে । তারপরেও একের পর এক বাহানা দিয়ে আমাদের ইন্টারভিউ পিছিয়ে যাচ্ছে । পুজোর আগে-পুজোর পর, ভোটের আগে-ভোটের পর, এরকম বাহানা শুনতে শুনতে আমরা ক্লান্ত । তাই আমরা শিক্ষক দিবসের দিনে সরকারের কাছে দাবি জানাই, এই পুজোর আগেই আমাদের নিয়োগ করা হোক । রেশিও মেনটেন করে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ প্যানেল চাই আমরা । এই প্যানেল যেন PDF আকারে নম্বরসহ ওয়েবসাইটে দেওয়া হয় । এ ব্যাপারে আজ রাজ্যপালকে জানানো হবে । আশা করি রাজ্যপাল মহাশয় এ ব্যাপারে সরকারকে অবহিত করবেন, তাঁরা যাতে গেজেট অনুসারে সমস্ত নিয়ম মেনে আমাদের দ্রুত নিয়োগ দেয় ।"

কর্মসূচি ছিল শিয়ালদা থেকে ধর্মতলা যাওয়া । সেই জায়গায় রামলীলা ময়দানে কেন? অতনু ঘোষ বলেন, "আজ মিছিল শুরুর পর পুলিশ ধর্মতলায় অনেক মিছিল আছে বলে জানায় । সেইজন্য পুলিশ আমাদের রামলীলা ময়দানে যেতে বলে ।"

রামলীলা ময়দান থেকে চাকরি প্রার্থীদের তরফ থেকে পাঁচজনের প্রতিনিধি দলকে পুলিশ রাজভবনে নিয়ে যায় । প্রতিনিধিদল জানায়, রাজ্যপাল ব্যস্ত থাকায় রাজ্যপালের সেক্রেটারির সঙ্গে তাঁদের কথা হয়েছে । আলোচনা সদর্থক হয়েছে । অতনু ঘোষ জানান, তাঁদের দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি নবান্ন ও বিকাশ ভবনে পাঠিয়ে দেওয়া হবে বলে রাজভবন থেকে তাঁদের জানানো হয়েছে । আলোচনা সদর্থক হওয়ায় প্রতিনিধিদল ফিরে আসার পরেই আজকের মত রামলীলা ময়দানেই কর্মসূচি শেষ করেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা ।

কলকাতা, 5 সেপ্টেম্বর : নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করা সহ আরও কয়েক দফা দাবি নিয়ে আজ ফের পথে নামলেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা । তাঁদের পরিকল্পনা ছিল, শিয়ালদহ থেকে মিছিল করে ধর্মতলা পর্যন্ত গিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি দেবেন । কিন্তু, মিছিল শিয়ালদহ থেকে শুরু হয়ে মৌলালির কাছে আসতেই তা আটকে দেয় পুলিশ । চাকরিপ্রার্থীদের পুলিশের তরফে বলা হয়, আজ ধর্মতলায় অনেক মিছিল আছে । তাই ধর্মতলায় যেতে দেওয়া যাবে না । পরিবর্তে তাঁদের রামলীলা ময়দানে গিয়ে বসতে বলে পুলিশ । কোনও উপায় না থাকায় শেষ পর্যন্ত রামলীলা ময়দানেই যেতে বাধ্য হন চাকরিপ্রার্থীরা ।

আজকের কর্মসূচি নিয়ে আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে অতনু ঘোষ বলেন, " উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের পক্ষ থেকে আজ একটি মিছিলের আয়োজন করা হয়েছে । মিছিল শেষে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়া হবে । বিগত পাঁচ বছর ধরে উচ্চ প্রাথমিকের যে দুরাবস্থা চলছে সেই বিষয়ে রাজ্যপালকে অবগত করার জন্যই এই মিছিল । 2014 সালে উচ্চ প্রাথমিকের ফর্ম ফিল আপ হয় । 2015 সালে পরীক্ষা হয় । 2016 সালে পুনরায় ইন্টারভিউয়ের জন্য আবেদন করি আমরা । 2017 সালে আমাদের প্রথম ভেরিফিকেশনের তালিকা প্রকাশ হয় । এটা 2019 সাল । ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে । তারপরেও একের পর এক বাহানা দিয়ে আমাদের ইন্টারভিউ পিছিয়ে যাচ্ছে । পুজোর আগে-পুজোর পর, ভোটের আগে-ভোটের পর, এরকম বাহানা শুনতে শুনতে আমরা ক্লান্ত । তাই আমরা শিক্ষক দিবসের দিনে সরকারের কাছে দাবি জানাই, এই পুজোর আগেই আমাদের নিয়োগ করা হোক । রেশিও মেনটেন করে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ প্যানেল চাই আমরা । এই প্যানেল যেন PDF আকারে নম্বরসহ ওয়েবসাইটে দেওয়া হয় । এ ব্যাপারে আজ রাজ্যপালকে জানানো হবে । আশা করি রাজ্যপাল মহাশয় এ ব্যাপারে সরকারকে অবহিত করবেন, তাঁরা যাতে গেজেট অনুসারে সমস্ত নিয়ম মেনে আমাদের দ্রুত নিয়োগ দেয় ।"

কর্মসূচি ছিল শিয়ালদা থেকে ধর্মতলা যাওয়া । সেই জায়গায় রামলীলা ময়দানে কেন? অতনু ঘোষ বলেন, "আজ মিছিল শুরুর পর পুলিশ ধর্মতলায় অনেক মিছিল আছে বলে জানায় । সেইজন্য পুলিশ আমাদের রামলীলা ময়দানে যেতে বলে ।"

রামলীলা ময়দান থেকে চাকরি প্রার্থীদের তরফ থেকে পাঁচজনের প্রতিনিধি দলকে পুলিশ রাজভবনে নিয়ে যায় । প্রতিনিধিদল জানায়, রাজ্যপাল ব্যস্ত থাকায় রাজ্যপালের সেক্রেটারির সঙ্গে তাঁদের কথা হয়েছে । আলোচনা সদর্থক হয়েছে । অতনু ঘোষ জানান, তাঁদের দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি নবান্ন ও বিকাশ ভবনে পাঠিয়ে দেওয়া হবে বলে রাজভবন থেকে তাঁদের জানানো হয়েছে । আলোচনা সদর্থক হওয়ায় প্রতিনিধিদল ফিরে আসার পরেই আজকের মত রামলীলা ময়দানেই কর্মসূচি শেষ করেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা ।

Intro:কলকাতা, 5 সেপ্টেম্বর: নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সহ আরও কয়েক দফা দাবি নিয়ে আজ আবার পথে নামলেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। তাঁদের পরিকল্পনা ছিল, শিয়ালদহের বিগবাজার থেকে মিছিল করে ধর্মতলা পর্যন্ত গিয়ে সেখান থেকে রাজ‍্যপালের কাছে ডেপুটেশন দিতে যাওয়া। কিন্তু, পরিকল্পনা অনুযায়ী মিছিল শিয়ালদহ থেকে শুরু হয়ে মৌলালির কাছাকাছি আসতেই মিছিল আটকে দেয় পুলিশ। চাকরিপ্রার্থীদের পুলিশের তরফে বলা হয়, আজ ধর্মতলায় অনেক মিছিল আছে তাই তাঁদের ধর্মতলায় যেতে দেওয়া যাবে না। পরিবর্তে তাঁদের রামলীলা ময়দানে গিয়ে বসতে বলে পুলিশ। কোনও উপায় না থাকায় শেষ পর্যন্ত রামলীলা ময়দানেই যেতে বাধ‍্য হন চাকরিপ্রার্থীরা।



Body:আজকের কর্মসূচি নিয়ে উচ্চপ্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে অতনু ঘোষ বলেন, " উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থী মঞ্চের পক্ষ থেকে আজকে এখানে মিছিলের আয়োজন করা হয়েছে। এর উদ্দেশ্য রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়া। বিগত পাঁচ বছর ধরে উচ্চ প্রাথমিকের যে দুরবস্থা চলছে সেই বিষয়ে রাজ্যপালকে অবগত করার জন্য এই মিছিলের আয়োজন করা হয়েছে। 2014 সালে উচ্চ প্রাথমিকের ফর্ম ফিলাপ হয়। 2015 সালে পরীক্ষা হয়। 2016 সালে পুনরায় ইন্টারভিউয়ের জন্য আবেদন আমরা করি। 2017 সালে আমাদের প্রথম ভেরিফিকেশনের তালিকা প্রকাশ হয়। এটা 2019 সাল। ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। তারপরেও একের পর এক বাহানা দিয়ে আমাদের ইন্টারভিউটা পিছিয়ে যাচ্ছে। পুজোর আগে পুজোর পর, ভোটের আগে ভোটের পর, এরকম বাহানা শুনতে শুনতে আমরা ক্লান্ত। তাই আমরা এই শিক্ষক দিবসে সরকারের কাছে দাবি জানাই যে, এই পুজোর আগেই আমাদের নিয়োগ দেওয়া হোক। এবং রেশিও মেনটেন করে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ প‍্যানেল আমরা চাই। এই প‍্যানেল যেন পিডিএফ আকারে নম্বরসহ ওয়েবসাইটে দেওয়া হয়। এ ব্যাপারে আজ আমাদের প্রতিনিধিরা রাজ্যপালকে জানাবেন এবং আশাকরি রাজ্যপাল মহাশয় এ ব‍্যাপারে সরকারকে অবহিত করবেন যাতে তাঁরা গেজেট অনুসারে সমস্ত নিয়ম মেনে আমাদের দ্রুত নিয়োগ দেয়।"

কর্মসূচি ছিল শিয়ালদা থেকে ধর্মতলা যাওয়া। সেই জায়গায় রামলীলা ময়দানে কেন? অতনু ঘোষ বলেন, " আজ মিছিল শুরুর পর পুলিশ এসে আমাদের বলে ধর্মতলায় আজ অনেক মিছিল আছে। আমাদের অনেক চাপ। সেইজন্য ওনারা আমাদের রামলীলা ময়দানেই থাকতে বলছেন।" রামলীলা ময়দান থেকে পুলিশ চাকরি প্রার্থীদের তরফ থেকে পাঁচজনের প্রতিনিধি দলকে রাজভবনে নিয়ে যায়। প্রতিনিধিদল জানাচ্ছে, রাজ্যপাল ব্যস্ত থাকায় রাজ্যপালের সেক্রেটারির সঙ্গে তাঁদের কথা হয়েছে। সেই আলোচনার সদর্থক হয়েছে বলে জানাচ্ছে প্রতিনিধিদল। অতনু ঘোষ জানান, তাঁদের দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি নবান্ন ও বিকাশ ভবনে পাঠিয়ে দেওয়া হবে বলে রাজভবন থেকে তাঁদের জানানো হয়েছে। আলোচনা সদর্থক হওয়ায় প্রতিনিধিদল ফিরে আসার পরেই আজকের মত রামলীলা ময়দানেই কর্মসূচি শেষ করেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.