ETV Bharat / city

দুর্নীতির অভিযোগ : এফআইআর শুভেন্দু-সৌমেন্দুর বিরুদ্ধে, গ্রেফতার শুভেন্দু ঘনিষ্ঠ - শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরা গ্রেফতার

আর্থিক প্রতারণার অভিযোগে মানিকতলা থানার পুলিশ গ্রেফতার করল ওই ব্যক্তিকে ৷

rakhal-bera-a-close-associate-of-suvendu-adhikari-was-arrested
rakhal-bera-a-close-associate-of-suvendu-adhikari-was-arrested
author img

By

Published : Jun 5, 2021, 10:15 PM IST

Updated : Jun 6, 2021, 9:38 AM IST

কলকাতা ও কাঁথি : শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘনিষ্ঠ রাখাল বেরা গ্রেফতার ৷ আর্থিক প্রতারণার অভিযোগে মানিকতলা থানার পুলিশ গ্রেফতার করল ওই ব্যক্তিকে ৷ সেচ দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে রাখাল বেরার বিরুদ্ধে ৷

ঘূর্ণিঝড় যশে রাজ্যজুড়ে শতাধিক বাঁধ ভেঙেছে । স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই হিসেব দিয়েছিলেন । সঙ্গে কীভাবে এতগুলি বাঁধ একসঙ্গে ভেঙে পড়ল তার তদন্ত করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী । তদন্ত শুরু হতেই সেচ দফতরের বিভিন্ন দুর্নীতি সামনে আসতে থাকে ৷ সেই সূত্রেই মানিকতলা থানার পুলিশ রাখাল বেরা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করল । জানা গিয়েছে, তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ৷

এদিকে খোদ শুভেন্দুর অধিকারীর বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে ৷ ত্রিপল লুটের অভিযোগে শুভেন্দু, সৌমেন্দু সহ 4 জনের বিরুদ্ধে কাথি থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ এই বিষয়ে শুভেন্দু ও সৌমেন্দুর প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে রাখাল বেরার গ্রেফতারির বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷

এই বিষয়ে তিনি বলেন, "ওঁ (রাখাল বেরা) যে আমার ঘনিষ্ঠ সেই বিষয়ে কোনও প্রমাণ আছে ? এই বিষয়ে আমার কোনও বক্তব্য নেই ৷"

শুভেন্দুপর নামে দায়ের হওয়া অভিযোগ
শুভেন্দু অধিকারীর নামে কাঁথি থানায় জমা পড়া অভিযোগের প্রতিলিপি

যদিও অখিল গিরির বক্তব্য রাখাল বেরা শুভেন্দুরই ঘনিষ্ঠ । রাখালের গ্রেফতারির প্রসঙ্গে তিনি বলেন, " শুভেন্দু অধিকারী সেচমন্ত্রী থাকাকালীন চাকরি দেওয়ার নাম করে অর্থনৈতিক কিছু অভিযোগ উঠেছিল রাখালের বিরুদ্ধে । তদন্ত করেই তাকে গ্রেফতার করেছে পুলিশ । আইন আইনের পথেই চলবে । ও শুভেন্দু অধিকারীর সঙ্গেই মেলামেশা করত । শুভেন্দুর ঘনিষ্ঠই ছিল । যদি তারা অভিযুক্ত থাকেন, তাহলে আইন তাদের শাস্তি দেবে । "

শুনে নিন অখিল গিরির বক্তব্য

রাখাল বেরার গ্রেফতারির নিয়ে তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেন, "আমার কিছু বলার নেই । তবে আইন আইনের পথে চলবে । সেটা তৃণমূলের কোনও কর্মী হোক বা অন্য দলের কেউ । আপনি যাঁর কথা বলছেন তিনি হতে পারেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ । কিন্তু, এক্ষেত্রে আইনই শেষ কথা বলবে ।"

আরও পড়ুন: Suvendu Adhikari : পানিহাটিতে শ্যামাপ্রসাদের মূর্তি উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রীকে খোঁচা শুভেন্দুর

কলকাতা ও কাঁথি : শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘনিষ্ঠ রাখাল বেরা গ্রেফতার ৷ আর্থিক প্রতারণার অভিযোগে মানিকতলা থানার পুলিশ গ্রেফতার করল ওই ব্যক্তিকে ৷ সেচ দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে রাখাল বেরার বিরুদ্ধে ৷

ঘূর্ণিঝড় যশে রাজ্যজুড়ে শতাধিক বাঁধ ভেঙেছে । স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই হিসেব দিয়েছিলেন । সঙ্গে কীভাবে এতগুলি বাঁধ একসঙ্গে ভেঙে পড়ল তার তদন্ত করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী । তদন্ত শুরু হতেই সেচ দফতরের বিভিন্ন দুর্নীতি সামনে আসতে থাকে ৷ সেই সূত্রেই মানিকতলা থানার পুলিশ রাখাল বেরা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করল । জানা গিয়েছে, তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ৷

এদিকে খোদ শুভেন্দুর অধিকারীর বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে ৷ ত্রিপল লুটের অভিযোগে শুভেন্দু, সৌমেন্দু সহ 4 জনের বিরুদ্ধে কাথি থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ এই বিষয়ে শুভেন্দু ও সৌমেন্দুর প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ তবে রাখাল বেরার গ্রেফতারির বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷

এই বিষয়ে তিনি বলেন, "ওঁ (রাখাল বেরা) যে আমার ঘনিষ্ঠ সেই বিষয়ে কোনও প্রমাণ আছে ? এই বিষয়ে আমার কোনও বক্তব্য নেই ৷"

শুভেন্দুপর নামে দায়ের হওয়া অভিযোগ
শুভেন্দু অধিকারীর নামে কাঁথি থানায় জমা পড়া অভিযোগের প্রতিলিপি

যদিও অখিল গিরির বক্তব্য রাখাল বেরা শুভেন্দুরই ঘনিষ্ঠ । রাখালের গ্রেফতারির প্রসঙ্গে তিনি বলেন, " শুভেন্দু অধিকারী সেচমন্ত্রী থাকাকালীন চাকরি দেওয়ার নাম করে অর্থনৈতিক কিছু অভিযোগ উঠেছিল রাখালের বিরুদ্ধে । তদন্ত করেই তাকে গ্রেফতার করেছে পুলিশ । আইন আইনের পথেই চলবে । ও শুভেন্দু অধিকারীর সঙ্গেই মেলামেশা করত । শুভেন্দুর ঘনিষ্ঠই ছিল । যদি তারা অভিযুক্ত থাকেন, তাহলে আইন তাদের শাস্তি দেবে । "

শুনে নিন অখিল গিরির বক্তব্য

রাখাল বেরার গ্রেফতারির নিয়ে তৃণমূলের মুখপাত্র তাপস রায় বলেন, "আমার কিছু বলার নেই । তবে আইন আইনের পথে চলবে । সেটা তৃণমূলের কোনও কর্মী হোক বা অন্য দলের কেউ । আপনি যাঁর কথা বলছেন তিনি হতে পারেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ । কিন্তু, এক্ষেত্রে আইনই শেষ কথা বলবে ।"

আরও পড়ুন: Suvendu Adhikari : পানিহাটিতে শ্যামাপ্রসাদের মূর্তি উদ্বোধন করতে এসে মুখ্যমন্ত্রীকে খোঁচা শুভেন্দুর

Last Updated : Jun 6, 2021, 9:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.