ETV Bharat / city

Rajib Banerjee : রাজীব স্তন্যদুগ্ধ পানকারি শিশু নন : সুকান্ত মজুমদার - Rajib Banerjee

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্য়ায় ৷ ত্রিপুরার সভায় মঞ্চে রাজীবের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন অভিষেক ৷ তারপরেই বিজেপির রাজ্য় সভাপতি জানালেন, রাজীব বন্দ্যোপাধ্যায় স্তন্যদুগ্ধ পানকারি শিশু নন ৷

Rajib Banerjee
রাজীব বন্দ্যোপাধ্যায় স্তন্যদুগ্ধ পানকারি শিশু নন : সুকান্ত মজুমদার
author img

By

Published : Oct 31, 2021, 5:12 PM IST

কলকাতা, 31 অক্টোবর : বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য । তাই যাওয়ার আগে ইস্তফা দিয়েই তৃণমূলে যেতে পারতেন । রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন ইস্যুতে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

আরও পড়ুন : Rajib Banerjee : আগরতলায় অভিষেকের সভায় তৃণমূলে প্রত্যাবর্তন রাজীবের

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্য়ায় ৷ ত্রিপুরার সভায় মঞ্চে রাজীবের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন অভিষেক ৷ তারপরেই বিজেপির রাজ্য় সভাপতি বলেন, "বিজেপিতে যাঁরা যোগদান করে, বিজেপি তাঁদের যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করে । সেই নীতি অনুসরণ করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে সম্মান দিয়েছিলাম । অনেকেই হয় সেই সম্মান রাখতে পারেন না অথবা যোগ্য হন না । উনি কোন রাজনৈতিক দল করবেন, সেটা একান্তই ওঁর নিজস্ব বিষয় ।"

জীব বন্দ্যোপাধ্যায় স্তন্যদুগ্ধ পানকারি শিশু নন : সুকান্ত মজুমদার

কেন্দ্রীয় সরকার শিল্পের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা তারা রাখেনি ৷ তৃণমূলে ফেরার কারণ হিসেবে সভামঞ্চ থেকে জানিয়েছেন রাজীব ৷ এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "প্রথম কথা ভোট হয়েছে এক বছরও হয়নি । মমতা বন্দ্যোপাধ্যায়ও কবে থেকে শিল্প শিল্প করে আসছেন । কিন্ত রাজ্য়ে কোনও শিল্প আসেনি । ৬২ হাজার কোটি টাকার বিনিয়োগের কথা বলেছিলেন । যার মধ্যে আদিত্য বিড়লা গ্রুপের ১ হাজার কোটি টাকা বিনিয়োগ এসেছে । যাতে মাত্র ৬০০ মানুষের কাজ হবে । শিল্প আনার দায়িত্ব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের । আমরা এখানে সরকারেও নেই । শিল্পপতিরা যদি মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে আসতে না চান, তার দায় কী নরেন্দ্র মোদির ? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলে মাছ ঢাকে না। কোন উদ্দেশ্যে উনি জোড়াফুলে ফিরেছেন, সেটা বললে ভাল হয় । রাজীব বন্দ্যোপাধ্যায় স্তন্যদুগ্ধ পানকারি শিশু নন । "

কলকাতা, 31 অক্টোবর : বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য । তাই যাওয়ার আগে ইস্তফা দিয়েই তৃণমূলে যেতে পারতেন । রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে প্রত্যাবর্তন ইস্যুতে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ।

আরও পড়ুন : Rajib Banerjee : আগরতলায় অভিষেকের সভায় তৃণমূলে প্রত্যাবর্তন রাজীবের

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্য়ায় ৷ ত্রিপুরার সভায় মঞ্চে রাজীবের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন অভিষেক ৷ তারপরেই বিজেপির রাজ্য় সভাপতি বলেন, "বিজেপিতে যাঁরা যোগদান করে, বিজেপি তাঁদের যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করে । সেই নীতি অনুসরণ করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে সম্মান দিয়েছিলাম । অনেকেই হয় সেই সম্মান রাখতে পারেন না অথবা যোগ্য হন না । উনি কোন রাজনৈতিক দল করবেন, সেটা একান্তই ওঁর নিজস্ব বিষয় ।"

জীব বন্দ্যোপাধ্যায় স্তন্যদুগ্ধ পানকারি শিশু নন : সুকান্ত মজুমদার

কেন্দ্রীয় সরকার শিল্পের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা তারা রাখেনি ৷ তৃণমূলে ফেরার কারণ হিসেবে সভামঞ্চ থেকে জানিয়েছেন রাজীব ৷ এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, "প্রথম কথা ভোট হয়েছে এক বছরও হয়নি । মমতা বন্দ্যোপাধ্যায়ও কবে থেকে শিল্প শিল্প করে আসছেন । কিন্ত রাজ্য়ে কোনও শিল্প আসেনি । ৬২ হাজার কোটি টাকার বিনিয়োগের কথা বলেছিলেন । যার মধ্যে আদিত্য বিড়লা গ্রুপের ১ হাজার কোটি টাকা বিনিয়োগ এসেছে । যাতে মাত্র ৬০০ মানুষের কাজ হবে । শিল্প আনার দায়িত্ব তো মমতা বন্দ্যোপাধ্যায়ের । আমরা এখানে সরকারেও নেই । শিল্পপতিরা যদি মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে আসতে না চান, তার দায় কী নরেন্দ্র মোদির ? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলে মাছ ঢাকে না। কোন উদ্দেশ্যে উনি জোড়াফুলে ফিরেছেন, সেটা বললে ভাল হয় । রাজীব বন্দ্যোপাধ্যায় স্তন্যদুগ্ধ পানকারি শিশু নন । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.