কলকাতা, 22 জানুয়ারি : মন্ত্রিত্ব থেকে ইস্তফা রাজীব বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সিদ্ধান্ত । নীতিগত বিরোধও আর একটি কারণ হতে পারে । তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের অন্তত তেমনটাই মত ।
রাজীব বন্দ্যোপাধ্যায় বনমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরে রীতিমতো চাপের মধ্যে রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস । তাঁর ইস্তফা প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "কে থাকবে কে থাকবে না একান্ত তাঁর ব্যক্তিগত ব্যাপার । দলের সঙ্গে যখন নীতিগত বিরোধ হয় তখনই একমাত্র মানুষ দলত্যাগ করেন । তা না হলে দল ছাড়ার কোনও কারণ নেই । এক্ষেত্রে কী কারণের জন্য ছাড়ল জানি না । যদি বলে নীতিগত কারণে ছেড়েছি তাহলে কিছু বলার নেই । যদি আর কোনও সমস্যার কথা বলে তাহলে তা মেটানোর সুযোগ রয়েছে ।"
আরও পড়ুন : মন্ত্রিত্ব ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়
মন্ত্রিত্ব ছাড়লেও রাজীব বন্দ্যোপাধ্যায় দলে থাকবে বলে এখনও আশাবাদী তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা । এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, "লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রিত্ব ছেড়েছে, কিন্তু দল ছাড়েননি । তিনি বিধায়ক আছেন । রাজীব এক্ষেত্রে কি করতে চাইছেন বলতে পারব না । এটা রাজীবের নিজস্ব সিদ্ধান্ত ।"
আগে একাধিকবার তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় । সেই সময় তাঁর পদত্যাগের বিষয়টি হয়ত আলোচনায় উঠে আসতে পারে । শোভনদেব এই প্রসঙ্গে বলেন, "পার্থর সঙ্গে হয়ত আলোচনা করে থাকতে পারে । তবে রাজীব কী করতে চাইছে বুঝতে পারছি না ।"