কলকাতা, 25 অগাস্ট: ওড়িশা উপকূলে সৃষ্টি ঘূর্ণাবর্তের জন্য রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর ৷ সেইসঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেও মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানান, ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে ৷ তবে ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ ওড়িশা উপকূল সংলগ্ন দু-একটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দুই মেদিনীপুর,পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে ৷ কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ৷ আজ ও আগামীকাল দিনভর দফায় দফায় বৃষ্টি হবে ৷ মঙ্গলবারের পর থেকে আকাশ পরিষ্কার হবে ৷
আরও পড়ুন : উত্তরবঙ্গে কমবে বৃষ্টি, দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা
উত্তরবঙ্গেও আগামী 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ৷ যদিও এই মুহূর্তে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে উত্তরবঙ্গে ৷ গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস ৷ আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷