ETV Bharat / city

ওড়িশা উপকূলে ঘূর্ণাবর্তের জেরে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস - রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

ওড়িশা উপকূল সংলগ্ন দু-একটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দুই মেদিনীপুর,পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে ৷ কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ৷

আবহাওয়া
author img

By

Published : Aug 25, 2019, 3:30 PM IST

কলকাতা, 25 অগাস্ট: ওড়িশা উপকূলে সৃষ্টি ঘূর্ণাবর্তের জন্য রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর ৷ সেইসঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেও মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানান, ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে ৷ তবে ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ ওড়িশা উপকূল সংলগ্ন দু-একটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দুই মেদিনীপুর,পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে ৷ কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ৷ আজ ও আগামীকাল দিনভর দফায় দফায় বৃষ্টি হবে ৷ মঙ্গলবারের পর থেকে আকাশ পরিষ্কার হবে ৷

আরও পড়ুন : উত্তরবঙ্গে কমবে বৃষ্টি, দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা

উত্তরবঙ্গেও আগামী 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ৷ যদিও এই মুহূর্তে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে উত্তরবঙ্গে ৷ গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস ৷ আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷

কলকাতা, 25 অগাস্ট: ওড়িশা উপকূলে সৃষ্টি ঘূর্ণাবর্তের জন্য রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর ৷ সেইসঙ্গে উত্তরবঙ্গের সব জেলাতেও মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানান, ওড়িশা উপকূলে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে ৷ তবে ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ ওড়িশা উপকূল সংলগ্ন দু-একটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দুই মেদিনীপুর,পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে ৷ কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে ৷ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ৷ আজ ও আগামীকাল দিনভর দফায় দফায় বৃষ্টি হবে ৷ মঙ্গলবারের পর থেকে আকাশ পরিষ্কার হবে ৷

আরও পড়ুন : উত্তরবঙ্গে কমবে বৃষ্টি, দক্ষিণবঙ্গে নামবে তাপমাত্রা

উত্তরবঙ্গেও আগামী 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ৷ যদিও এই মুহূর্তে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে উত্তরবঙ্গে ৷ গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস ৷ আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷

Intro:রাজ্যজুড়ে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল রাজ্যের সব জেলাতেই কমবেশি বৃষ্টি চলবে।আগামী 24ঘন্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে। সঙে বাড়বে তাপমাত্রা। কয়টি জেলায় তাপমাত্রা কলকাতার কাছাকাছি থাকবে আগামী দিন পূবার্ভস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।আগামী 24 ঘন্টায় উড়িষ্যা সংলগ্ন জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যা উপকূলে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে মত্স্যজীবীদের জন্য সতর্কতাঃ জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উড়িষ্যা উপকূলের দিকে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।


Body:উড়িষ্যা উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার অবস্থান রয়েছে উত্তর- পূর্ব বঙ্গোপসাগরে‌। সেই সঙ্গেই রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর ফলে গোটা রাজ্যে সক্রিয় মৌসুমী বায়ু। রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া অফিস সহদি কর্তা গনেশ দাস জানিয়েছেন ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উড়িষ্যা লাগোয়া দু-একটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। কলকাতাতে মূলত আকাশ মেঘলা থাকবে ।হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে কলকাতায়। আগামী কাল দফায় দফায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সারাদিন ধরে। মঙ্গলবারে পর থেকে আকাশ পরিষ্কার হবে। সেই সঙ্গে তাপমাত্রা ও বাড়তে চলেছে।


Conclusion:উত্তরবঙ্গ আগামী 24 ঘণ্টা তেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। জলপাইগুড়ি কোচবিহারে তাপমাত্রা 34 ডিগ্রি 35 ডিগ্রি সেলসিয়াস রয়েছে যা কলকাতা থেকেও বেশি । দার্জিলিং এর তাপমাত্রা রয়েছে কুড়ি ডিগ্রী থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। জলপাইগুড়ি শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এর তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। আকাশ পরিষ্কার থাকা এবং মেঘ কম থাকায় উত্তরবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আলিপুর আবহাওয়া অফিস সহ অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই। তাই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

গত 24 ঘন্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 দশমিক 2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রী বেশি। ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 দশমিক 2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। আগামী 24 ঘণ্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 31 ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে কলকাতায়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.