কলকাতা, 22 জুন : সকাল থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় দফায় দফায় বৃষ্টি চলছে । আগামী দু-তিনদিন একই পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী-অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কমেছে। বর্তমান তাপমাত্রা 32.3 ডিগ্রি সেলসিয়াস । যদিও আর্দ্রতা থাকায় অস্বস্তি বজায় থাকবে।
অবশেষে বর্ষা এল পশ্চিমবঙ্গে । আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, 14 বছর পর এত দেরিতে বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে । আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুরু হয়েছে বৃষ্টি । তবে, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও উত্তর 24 পরগনাতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে ।
আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আজও সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে । 24 জুন উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 25 জুন উত্তরবঙ্গের জেলাগুলিতে অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ হওয়ার জন্য ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে । এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । নিম্নচাপের সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । আজ থেকে ধীরে ধীরে নিম্নচাপ অক্ষরেখা ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে । এর ফলেই উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ ।
তিনি আরও জানান, নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে পশ্চিমের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী দু'দিন বৃষ্টি চলায় আকাশ মেঘলা থাকবে । ফলে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে । এরপর দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে ।