ETV Bharat / city

ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি - আবহাওয়া

জোড়া ঘূর্ণাবর্তের জেরে সমুদ্রপৃষ্ঠ থেকে জলীয় বাষ্প ঢুকছে বাতাসে ৷ ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ৷

Rain and thunderstorm in Kolkata and adjacent area
কলকাতার আবহাওয়া
author img

By

Published : Apr 28, 2020, 2:35 PM IST

কলকাতা, 28 এপ্রিল : ভরা বৈশাখির সকালে কলকাতায় ঝেঁপে বৃষ্টি ৷ আজ কলকাতা ও সংলগ্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস ৷ সেইমতো সকাল 11টা নাগাদ ঝেঁপে বৃষ্টি আসে ৷ দক্ষিণবঙ্গের ন'টি জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি করে আলিপুর আবহাওয়া দপ্তর । 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলবে । বৃষ্টির সময় ঝড়ো হাওয়ার গতিবেগ 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে । সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

এপ্রিলের শেষেও কলকাতা ও আশপাশের অঞ্চলের তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি ৷ আজ সকাল থেকে আকাশের মুখ ভার ৷ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগেই জানানো হয়েছিল, কলকাতাসহ দক্ষিণবঙ্গের আটটি জেলায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সঙ্গে 30-40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ৷ আজ সকাল 11টা নাগাদ বৃষ্টি শুরু হয় ৷ পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও সুন্দরবন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে ৷ আগামী 48 ঘণ্টাতেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বৃষ্টিপাতের পূর্বাভাস জারি হয়েছে ৷ ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে । আগামী তিন-চারদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে । এর ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে । এছাড়াও অসম থেকে পঞ্জাব পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । এই নিম্নচাপ অক্ষরেখা মধ্যপ্রদেশ, বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে । তার জেরে রাজ্যে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে । 30 এপ্রিল নাগাদ বঙ্গোপসাগর ও আন্দামানের উপর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে । সেটি ক্রমশ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানা গিয়েছে । ঘুর্ণিঝড়টি মে মাসের শুরুতেই দক্ষিণ-পূর্ব মায়ানমার উপকূলে অথবা বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ।

কলকাতায় গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । টানা ঝড়-বৃষ্টির প্রভাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দু’টোই স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম রয়েছে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 90 শতাংশ ও সর্বনিম্ন 65 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 9.8 মিলিমিটার । আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রির আসেপাশে থাকবে ৷ সর্বনিম্ন থাকতে পারে 24 ডিগ্রি ৷

কলকাতা, 28 এপ্রিল : ভরা বৈশাখির সকালে কলকাতায় ঝেঁপে বৃষ্টি ৷ আজ কলকাতা ও সংলগ্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস ৷ সেইমতো সকাল 11টা নাগাদ ঝেঁপে বৃষ্টি আসে ৷ দক্ষিণবঙ্গের ন'টি জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি করে আলিপুর আবহাওয়া দপ্তর । 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলবে । বৃষ্টির সময় ঝড়ো হাওয়ার গতিবেগ 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে । সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

এপ্রিলের শেষেও কলকাতা ও আশপাশের অঞ্চলের তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি ৷ আজ সকাল থেকে আকাশের মুখ ভার ৷ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগেই জানানো হয়েছিল, কলকাতাসহ দক্ষিণবঙ্গের আটটি জেলায় বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সঙ্গে 30-40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ৷ আজ সকাল 11টা নাগাদ বৃষ্টি শুরু হয় ৷ পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও সুন্দরবন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে ৷ আগামী 48 ঘণ্টাতেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বৃষ্টিপাতের পূর্বাভাস জারি হয়েছে ৷ ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে । আগামী তিন-চারদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে । এর ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে । এছাড়াও অসম থেকে পঞ্জাব পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । এই নিম্নচাপ অক্ষরেখা মধ্যপ্রদেশ, বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে । তার জেরে রাজ্যে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে । 30 এপ্রিল নাগাদ বঙ্গোপসাগর ও আন্দামানের উপর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে । সেটি ক্রমশ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানা গিয়েছে । ঘুর্ণিঝড়টি মে মাসের শুরুতেই দক্ষিণ-পূর্ব মায়ানমার উপকূলে অথবা বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ।

কলকাতায় গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । টানা ঝড়-বৃষ্টির প্রভাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দু’টোই স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম রয়েছে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 90 শতাংশ ও সর্বনিম্ন 65 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 9.8 মিলিমিটার । আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রির আসেপাশে থাকবে ৷ সর্বনিম্ন থাকতে পারে 24 ডিগ্রি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.