ETV Bharat / city

সল্টলেকে মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন রেলমন্ত্রী

চলতি মাসের 13 তারিখ শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবার প্রথম পর্যায় । এই মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল । উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী তথা BJP সাংসদ বাবুল সুপ্রিয়কে । মেট্রোর কাজের শেষ প্রস্তুতি দেখে গেলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী ।

east west metro
মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন রেলমন্ত্রী
author img

By

Published : Feb 5, 2020, 10:43 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি : ইস্টওয়েস্ট মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল । সল্টলেক সেক্টর ফাইভ থেকে বেঙ্গল কেমিকেল পর্যন্ত প্রথম ধাপের ইস্টওয়েস্ট মেট্রো পরিষেবার কাজের শেষ ধাপের প্রস্তুতি চলছে । তার আগে বুধবার শেষ প্রস্তুতি খতিয়ে দেখলেন মেট্রো রেলের জেনেরাল ম্যানেজার মনোজ যোশী । উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী তথা BJP সাংসদ বাবুল সুপ্রিয়কে ।

মনোজ যোশী জানান, প্রথম ধাপে সল্টলেকে ছ'টি স্টেশনের মধ্যে পাঁচটি স্টেশনের মধ্যে চলাচল করবে মেট্রো রেল । সল্টলেক সেক্টর ফাইভ, করুনাময়ী, সিটি সেন্টার, বিকাশ ভবন, সল্টলেক স্টেডিয়াম হয়ে বেঙ্গল কেমিকেল পর্যন্ত দৌড়াবে মেট্রো । দ্বিতীয় ধাপে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলবে । মাস তিনেকের মধ্যেই ফুলবাগান পর্যন্ত মেট্রো চলাচল করা সম্ভব হবে বলে মনে করছেন রেলের আধিকারিকরা । সেখানে ক্রসওভার তৈরি করা হচ্ছে । ফুলবাগানের পরেই মেট্রো ঢুকে যাবে সুরঙ্গপথে । ফুলবাগান পর্যন্ত মেট্রো চলাচল করলে মেট্রো লাভজনক হবে । কারণ, সল্টলেকে মেট্রো চলাচল করলে যতটা যাত্রী পাওয়া যাবে তার থেকে আরও বেশি যাত্রী পাওয়া যাবে যদি মেট্রো পরিষেবাকে ফুলবাগান পর্যন্ত জুড়ে দেওয়া যায় ।

জানা গেছে, চলতি মাসের ১৫ তারিখের মধ্যেই রেলের সেফটি কমিশনার ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প পরিদর্শনে আসবেন । তাঁর পরিদর্শনের উপরই নির্ভর করছে ফুলবাগান পর্যন্ত মেট্রো কত দ্রুত শুরু করা সম্ভব হবে ।

প্রায় 3 হাজার কোটি টাকা ব্যয় করে সল্টলেক থেকে ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ হয়েছে । চলতি মাসের 13 তারিখ শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবার প্রথম পর্যায় ।

কলকাতা, 5 ফেব্রুয়ারি : ইস্টওয়েস্ট মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল । সল্টলেক সেক্টর ফাইভ থেকে বেঙ্গল কেমিকেল পর্যন্ত প্রথম ধাপের ইস্টওয়েস্ট মেট্রো পরিষেবার কাজের শেষ ধাপের প্রস্তুতি চলছে । তার আগে বুধবার শেষ প্রস্তুতি খতিয়ে দেখলেন মেট্রো রেলের জেনেরাল ম্যানেজার মনোজ যোশী । উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী তথা BJP সাংসদ বাবুল সুপ্রিয়কে ।

মনোজ যোশী জানান, প্রথম ধাপে সল্টলেকে ছ'টি স্টেশনের মধ্যে পাঁচটি স্টেশনের মধ্যে চলাচল করবে মেট্রো রেল । সল্টলেক সেক্টর ফাইভ, করুনাময়ী, সিটি সেন্টার, বিকাশ ভবন, সল্টলেক স্টেডিয়াম হয়ে বেঙ্গল কেমিকেল পর্যন্ত দৌড়াবে মেট্রো । দ্বিতীয় ধাপে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলবে । মাস তিনেকের মধ্যেই ফুলবাগান পর্যন্ত মেট্রো চলাচল করা সম্ভব হবে বলে মনে করছেন রেলের আধিকারিকরা । সেখানে ক্রসওভার তৈরি করা হচ্ছে । ফুলবাগানের পরেই মেট্রো ঢুকে যাবে সুরঙ্গপথে । ফুলবাগান পর্যন্ত মেট্রো চলাচল করলে মেট্রো লাভজনক হবে । কারণ, সল্টলেকে মেট্রো চলাচল করলে যতটা যাত্রী পাওয়া যাবে তার থেকে আরও বেশি যাত্রী পাওয়া যাবে যদি মেট্রো পরিষেবাকে ফুলবাগান পর্যন্ত জুড়ে দেওয়া যায় ।

জানা গেছে, চলতি মাসের ১৫ তারিখের মধ্যেই রেলের সেফটি কমিশনার ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প পরিদর্শনে আসবেন । তাঁর পরিদর্শনের উপরই নির্ভর করছে ফুলবাগান পর্যন্ত মেট্রো কত দ্রুত শুরু করা সম্ভব হবে ।

প্রায় 3 হাজার কোটি টাকা ব্যয় করে সল্টলেক থেকে ফুলবাগান পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ হয়েছে । চলতি মাসের 13 তারিখ শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবার প্রথম পর্যায় ।

Intro:
সল্টলেক সেক্টর ফাইভ থেকে বেঙ্গল কেমিক্যাল পর্যন্ত প্রথম ধাপের ইস্টওয়েস্ট মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল বুধবার সল্টলেকে মেট্রোর উদ্বোধনের আগে শেষ প্রস্তুতি খতিয়ে দেখতে এসে জানালেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশী। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে আরেক মন্ত্রী বাবুল সুপ্রিয় ও কেএমআরসিলের উচ্চপদস্থ আধিকারিকদের।

Body:মনোজ যোশী জানান, প্রথম ধাপে সল্টলেক এর ভেতরে ছটি স্টেশনের ভেতরে পাঁচটি স্টেশনের মধ্যে চলাচল করবে মেট্রো রেল সল্টলেক সেক্টর ফাইভ, করুনাময়ী, সিটি সেন্টার, বিকাশ ভবন, সল্টলেক স্টেডিয়াম হয়ে বেঙ্গল কেমিক্যাল পর্যন্ত দৌড়োবে মেট্রো। দ্বিতীয় ধাপে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলবে। মাস তিনেকের মধ্যেই ফুলবাগান পর্যন্ত মেট্রো চলাচল করা সম্ভব হয়ে যাবে। সেখানে ক্রসওভার তৈরি করা হচ্ছে। ফুলবাগানের পরেই মেট্রো ঢুকে যাবে সুরঙ্গপথে। ফুলবাগান পর্যন্ত মেট্রো চলাচল করলে মেট্রো লাভজনক হবে। কারণ সল্টলেকের ভেতর মেট্রো চলাচল করলে যতটা যাত্রী পাওয়া যাবে তার থেকে আরও বেশি যাত্রী পাওয়া যাবে যদি মেট্রো পরিষেবাকে ফুলবাগান পর্যন্ত জুড়ে দেওয়া যায়।

Conclusion:জানা গিয়েছে চলতি মাসের ১৫ তারিখের মধ্যেই রেলের সেফটি কমিশনার ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের পরিদর্শনে আসবেন। তার পরিদর্শনের উপরেই নির্ভর করছে ফুলবাগান পর্যন্ত মেট্রো কত দ্রুত শুরু করা সম্ভবপর হবে। প্রসঙ্গত উল্লেখ্য প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয় করে সল্টলেক থেকে ফুলবাগান পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ হয়েছে। এই প্রকল্প করতে এসেছে অনেক বাধা বিপত্তি। যার মধ্যে অনেকটাই ছিল রাজনৈতিক। অবশেষে সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ১৩ তারিখ শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবার প্রথম পর্যায়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.