কলকাতা, 12 এপ্রিল: কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি পড়ুয়া রয়েছেন। যাঁরা দেশে ফিরতে পারেননি। তাঁদের পাশে দাঁড়াল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 207 জন বিদেশি পড়ুয়া রয়েছেন। এরা বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ফিজি, মালদ্বীপ, পালেস্টাইন, ব্রাজ়িল, আর্জেন্টিনা এবং জাপানের নাগরিক । তাঁদের মধ্যে 17 জন লকডাউনের আগে দেশে ফিরে গিয়েছেন। বাকি 190 জন কলকাতাতেই রয়েছেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের হস্টেল নেই। সেই কারণে বিদেশি পড়ুয়াদের বেশিরভাগই BT রোড ক্যাম্পাসের কাছাকাছি এলাকা যেমন, বরাহনগর, বেলঘড়িয়া, দমদমের মতো এলাকায় থাকেন। কয়েকজন দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকেন।
তবে লকডাউনের পর থেকে তাঁদের একাধিক সমস্যায় পড়তে হয়। তাঁদের থাকা নিয়ে আপত্তি তোলেন কয়েকটি এলাকার বাসিন্দারা । তাঁদের বক্তব্য, বিদেশি পড়ুয়াদের মাধ্যমে কোরোনা ছড়িয়ে পড়তে পারে। এরকম খবর পাওয়ার পরই ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁরা স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট পৌরসভার সাহায্যে সমস্যার সমাধান করে। স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ার পাশাপাশি বাংলাদেশের কয়েকজন পড়ুয়া আর্থিক সমস্যায় পড়েছেন । সেক্ষেত্রেও এগিয়ে আসেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মী । তাঁরা ব্যক্তিগতভাবে ওই পড়ুয়াদের প্রয়োজনীয় র্থ সাহায্য করেন।
এই বিষয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি বলেন, "বিশ্ববিদ্যালয়ের বিদেশি পড়ুয়াদের জন্য আমরা একটা নেটওয়ার্ক তৈরি করেছি। আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাডভাইজ়ার সবসময় ওই পড়ুয়াদের সঙ্গে মেল ও মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখছেন। আমি নিজেও ওঁদের সঙ্গে যোগাযোগ রাখছি।"